নিজস্ব প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে লেনদেনের পরিমাণ ৮০৭ কোটি টাকা দাঁড়িয়েছে। এদিন সেখানে আগের দিনের চেয়ে লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪৯ কোটি টাকার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮০৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৭৩৩ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়।
এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স ১৪.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৫১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৮৪ পয়েন্টে।
এদিন দিনভর লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হলো -শাশা ডেনিমস, বিবিএস, ইফাদ অটোস, কেয়া কসমেটিকস, বেক্সিমকো লিমিটেড, রতনপুর স্টিলস, একটিভ ফাইন, জিপিএইচ ইস্পাত, আর্গন ডেনিমস ও ওরিয়ন ফার্মা।
এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৪৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও কেয়া কসমেটিক লিমিটেড।
এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৯৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৬ টির, কমেছে ৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।
স্টকমার্কেটবিডি.কম/এসএম/এসআই