৯০,০০০ শেয়ার বিক্রি করবে মিথুন নিটিং

mithunস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের একজন স্পন্সর ৯০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি করবেন তিনি। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

মিসেস মাহফুজ হক নামে কোম্পানিটির এই স্পন্সর ৯০ হাজার লাখ শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন। তার হাতে কোম্পানিটির মোট ১,৪২,৪২৪টি শেয়ার রয়েছে।

তিনি এই ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ন্যাশনাল ফিডের ২১ লাখ শেয়ার বিক্রি শেষ না হতেই আবারো ঘোষণা

national_groupনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের আরো শেয়ার বিক্রি করবেন। এর আগে কোম্পানিটির পরিচালকরা প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন। এসব শেয়ার বিক্রির প্রক্রিয়া চলমান রয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়েছে।

জানা যায়, কোম্পানিটির এমডি ও পরিচালক/উদ্দোক্তা আক্তার হোসেন বাবুল ৫ লাখ ২০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এসব শেয়ার বোনাস হতে পাওয়া বলে দাবি করছে কোম্পানিটি।

গত ১ ডিসেম্বর কোম্পানির এমডিসহ ৪ জন পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছিল। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি করার কথা থাকলেও এসব শেয়ার বিক্রি শেষ হয়নি।

সে সময় কোম্পানিটির এমডি ও পরিচালক/উদ্দোক্তা আক্তার হোসেন বাবুল ১৫ লাখ ৫০ হাজার, লিপি সুলতানা করিম ১ লাখ ৭৫ হাজার, ইমতিয়াজ আলী ২ লাখ ৭৯ হাজার ও রেজাউল করিম ১ লাখ ৭৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এসব শেয়ারও কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ইবনে সিনা স্পন্সরের শেয়ার ক্রয় সম্পন্ন

ibnস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা লিমিটেডের একটি কর্পোরেট স্পন্সর শেয়ার ক্রয় সম্পন্ন করেছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়েছে।

ইবনে সিনা ট্রাষ্ট নামে কোম্পানিটির এই কর্পোরেট স্পন্সরের প্রতিনিধি ম. আতাউর রহমান এসব শেয়ার ক্রয় করেছেন।

এই কর্পোরেট স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক ও ব্লক মার্কেটে ক্রয় করলেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করেছেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর