আরেক দফা বাড়লো ডরিন পাওয়ারের তদন্ত সময়

DOREEN-POWERস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের সাম্প্রতিক শেয়ার দর বাড়ার কারণ অনুসন্ধানের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরেক দফায় ১০ দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার সিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এর আগে ১৫ ডিসেম্বর এই তদন্তের সময় আরো ২০ কার্যদিবস বাড়ানো হয়েছে।

জানা যায়, লভ্যাংশ ঘোষণা এবং জুলাই থেকে সেপ্টেম্বর’২০১৬ সময়ে প্রথম প্রান্তিকের সমন্বিত মুনাফা ঘোষণাকে কেন্দ্র করেই হঠাৎ করে ১৭ অক্টোবর থেকে ডরিন পাওয়ারের শেয়ার দর বাড়তে শুরু করে। আর কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার প্রেক্ষিতে এর কারণ অনুসন্ধানের জন্য বিএসইসি তদন্ত কমিটি গঠন করে। উপ-পরিচালক মুসতারি জাহান ও শামসুর রহমানের সমন্বয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।

কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হলেও নির্ধারিত সময়ে তদন্ত কাজ শেষ করা সম্ভব হয় নি। তাই তদন্তের প্রয়োজনে কমিটির পক্ষ থেকে প্রতিবেদন দাখিলের জন্য আরো সময় বৃদ্ধির আবেদন করা হয়। এর প্রেক্ষিতে বিএসইসি ডরিন পাওয়ারের শেয়ার দর বৃদ্ধির কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরো ২০ কার্যদিবস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ম্যারিকো বিডির দর কমার তথ্য নেই

maricoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার কমার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। দর কমার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ২৮ নভেম্বর এ কোম্পানিটির শেয়ার দর ছিল ১২০৩ টাকা। আজ ২৭ ডিসেম্বর সর্বশেষ লেনদেন হয়েছে ৯৫৭ টাকায়। এসময় কোম্পানির শেয়ারের দর টানা কমেছে।

কোম্পানিটির শেয়ারের এ দর কমাকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর কমার পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বিবিএস
  3. ইউনিক হোটেল
  4. লংকাবাংলা ফাইন্যান্স
  5. কেয়া কসমেটিকস
  6. এ্যাপোলো ইস্পাত
  7. সিএনএ টেক্সটাইল
  8. অলিম্পিক এক্সেসরিজ
  9. সেন্ট্রাল ফার্মা
  10. রতনপুর স্টিলস।

২৫ মাস পর পাঁচ হাজারের মাইলফলকে ডিএসই’র প্রধান সূচক

index upনিজস্ব প্রতিবেদক :

টানা দর বৃদ্ধির ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স উঠে এসেছে ৫০০০ পয়েন্টে। আজ মঙ্গলবার এই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের সূচকটি এই মাইলফলকে পৌছায়।

দুই বছরেরও বেশি সময় পর ডিএসইএক্স সূচক ৫০০০ পয়েন্ট ছাড়াল। এর আগে ২০১৪ সালের ১২ নভেম্বর সূচক ৫০০৫ পয়েন্ট ছিল। গতকাল সোমবার লেনদেনে শেষে ডিএসইএক্স সূচক ৩৬ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৯৯৩ পয়েন্টে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২১০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ১০৮১ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৮২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৯.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮০৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১৩৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বেক্সিমকো লিমিটেড, বিবিএস, ইউনিক হোটেল, লংকাবাংলা ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, এ্যাপোলো ইস্পাত, সিএনএ টেক্সটাইল, অলিম্পিক এক্সেসরিজ, সেন্ট্রাল ফার্মা ও রতনপুর স্টিলস।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ৬৮ কোটি ৩০ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএসআরএম লিমিটেড ও বেক্সিমকো লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৫০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

পাঁচ হাজারের মাইলফলকে সূচক : উৎফুল্ল বিনিয়োগকারীরা

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫০০০ ছাঁড়িয়েছে। সূচকের এই ধারাকে ইতিবাচকভাবে দেখছে বিনিয়োগকারী। আজ লেনদেনের শুরুতেই অপেক্ষারত বিনিয়োগকারীদের মধ্যে উৎফুল্ল বিরাজ করছে। দু

গত কয়েকদিন ধরে ডিএসইর প্রধান সূচক নিয়ে আগ্রহী হয়ে পড়ে সাধারণ বিনিয়োগকারীরা। যেন এটাকে তারা ৫ হাজারে অতিক্রম করে, সেটা নিয়ে জল্পনা কল্পনা চলে। অবশেষে তাদের এই আগ্রহ পূর্ণ হয় আজ মঙ্গলবার লেনদেনের শুরুতেই।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ০১৭ পয়েন্টে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮০৮ পয়েন্টে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টি কোম্পানির। আর দর কমেছে ১১১ টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টি শেয়ারের দাম।

এই প্রথম এক ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৪০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১৬ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

৫ কোম্পানির এজিএম আজ

agmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি গুলো হচ্ছে- জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হামিদ ফেব্রিক্স লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড ও কে এন্ড কিউ লিমিটেড।

জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড :

এই কোম্পানিটি আগামীকাল বেলা ১০ টায় গাজীপুর মনিপুরে ওল্ড রিহ্যাবিলিটিশন সেন্টারে বার্ষিক সাধারণ সভা (এজিএম)করবে । ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৭ শতাংশ নগদ ও ৮ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

হামিদ ফেব্রিক্স লিমিটেড :

এই কোম্পানিটি আগামীকাল বেলা ১১ টায় রাজধানীর সেনানিবাসে ট্রাস্ট মিলানয়তন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

অগ্নি সিস্টেমস লিমিটেড :

এই কোম্পানিটি আগামীকাল বেলা ১০ টায় রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টোক লভ্যাংশের সুপারিশ করেছে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড :

এই কোম্পানিটি আগামীকাল বেলা ১১ টায় চট্টগ্রাম সরোনিকা কমিউনিটি সেন্টারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টোক লভ্যাংশের সুপারিশ করেছে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

কে এন্ড কিউ লিমিটেড :

এই কোম্পানিটি আগামীকাল বেলা সাড়ে ১০ টায় রাজধানীর হোটেল সুন্দরবনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এমএস

৪ কোম্পানির এজিএম আজ

agmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি গুলো হচ্ছে- দেশ গার্মেন্টস লিমিটেড, লিবরা ইনফিউশন লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড ও বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

দেশ গার্মেন্টস লিমিটেড :

এই কোম্পানিটি আজ বেলা সাড়ে ১২ টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অফ বাংলাদেশ বার্ষিক সাধারণ সভা (এজিএম)করবে । ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

লিবরা ইনফিউশন লিমিটেড :

এই কোম্পানিটি আজ বেলা ১১ টায় ঢাকার মিরপুর রূপনগরে নিজস্ব কারখানায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড :

এই কোম্পানিটি আজ সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম পাঁচলাইশ কর্পোরেট অফিসে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড :

এই কোম্পানিটি আজ সকাল ১০ টায় ময়মনসিংহ ভালুকা রেজিস্টার্ড অফিসে বার্ষিক সাধারণ সভা (এজিএম)করবে। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এমএস

গোল্ডেন সনের ক্যাটাগরি পরিবর্তন: মার্জিন সুবিধা বন্ধ

goldenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করেছে। এদিকে এ কোম্পানির শেয়ার ক্রয়েরজন্য আগামী এক মাসে কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধাপাবেন না বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ জনু ২০১৬ সমাপ্ত অর্থবছরের ১৮ মাসের জন্য ৫ শতাংশক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে গোল্ডেন সন। এর ফলে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর “বি” ক্যাটাগরির অধীনে আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।

এদিকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত Directive no,SEC/CMRRCD/2009-193/177 and BSEC Order No. SEC/CMRRCD/2009-193/178 তারিখ : ২৭/১০/২০১৫ অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটাগরিপরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরীতে উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদান নিষেধাজ্ঞা জানিয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন এই ঋণ দেওয়া যাবে না। অর্থাৎ আগামীকাল ২৭ ডিসেম্বর থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএস