হ্যাঙ্গার তৈরির নতুন প্রকল্পে যাচ্ছে কেডিএস এক্সেসরিজ

kds-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড নতুন প্রকল্পে বিনিয়োগ করতে যাচ্ছে। চলতি বছরের মাঝামাঝিতে ৬ কোটি টাকার এ প্রকল্পের বানিজ্যিক উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কেডিএস এক্সেসরিজ গাজীপুরে নিজেদের কারখানার পাশে একটি হ্যাঙ্গার ম্যানুফেকচারিং কারখানা স্থাপন করবে। যা ইতিমধ্যে অনুমোদন দিয়েছে পরিচালনা বোর্ড।

এ প্রকল্পে ব্যাংক ঋণ ও নিজস্ব অর্থায়নে মোট ৬১ কোটি ১৫ লাখ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। নতুন এই কারখানাটি কেডিএস এক্সেসরিজের ইউনিট-২ এর সংলগ্ন হবে। যা গাজীপুর মির্জাপুরে অবস্তিত।

এই কারখানাটি ২০১৭ সালের জুন মাসের মধ্যে উৎপাদন শুরু করতে সক্ষম হবে। এতে কোম্পানির বিক্রয় বাড়বে প্রায় প্রতি মাসে ২ কোটি ৮ লাখ আর বছরে ২৫ কোটি টাকা।

এ প্রকল্পে কেডিএস এক্সেসরিজ আরো ২৮০ জিজি বাটন ও ১,৫০,০০০ পিচ হ্যাঙ্গার তৈরি করতে সক্ষম হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

কারণ ছাড়াই বাড়ছে সোনারগাঁ টেক্সটাইল

sonargoan-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১০ কার্যদিবসে সোনারগাঁ টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে। গত ২১ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ৯.৭০ টাকা এবং গতকাল ৪ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১২.৫০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সোনারগাঁ টেক্সটাইল জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

শেফার্ড ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন শুরু রবিবার

sherpardনিজস্ব প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন গ্রহণ শুরু হবে রবিার। আগামী ৮ জানুয়ারি হতে ১৬ জানুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীরা এ আবেদন করতে পারবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি ওয়াসিন প্লান্টের ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেরিনারিজ ক্রয় ও স্থাপন, ইটিপি সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৬ সালের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ১৮ টাকা ৭০ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

৫৮৯তম কমিশন সভায় শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইষ্টার্ণ লূব্রিকেন্টসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

easterস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইষ্টার্ণ লূব্রিকেন্টস ব্লেন্ডারস লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৮ কার্যদিবসে ইষ্টার্ণ লূব্রিকেন্টসের শেয়ার দর বেড়েছে। গত ২৭ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ১১৮১ টাকা এবং গতকাল ৪ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১২৯০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে ইষ্টার্ণ লূব্রিকেন্টস জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/

জিপিএইচ ইস্পাতের দর ৪ দিনে ৪ টাকা বৃদ্ধি

gphস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত মিলস লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৬ কার্যদিবসে জিপিএইচ ইস্পাতের শেয়ার দর টানা বেড়েছে। গত ২৮ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ৩৪.১০ টাকা এবং গতকাল ৪ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৩৮.১০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে জিপিএইচ ইস্পাত জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/