অ্যালায়েন্স সিকিউরিটজকে ৫০ লাখ টাকা জরিমানা

bsecনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সদস্য অ্যালায়েন্স সিকিউরিটজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের বিরুদ্ধে নানা অনিয়ম খুঁজে পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৯৫ তম কমিশন সভায় এ শাস্তি দেওয়া হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এসোসিয়েট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড (সিএসইর ট্রেক নং-৬৩) কনসোলিডেটেড কাস্টমারের অ্যাকাউন্টে ঘাটতি দেখিয়েছে। যা সিকিউরিটিজ এবং একচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮এ (১) এবং (২) লংঘন এবং সিকিউরিটিজ ও একচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর দ্বিতীয় তফছিল এর বিধি ১ ও ৬ লংঘন। এছাড়া নন মার্জিনেবল জেড ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ এবং জেড ক্যাটাগরির শেয়ার ক্রয়-বিক্রয়ে নেটিং সুবিধা প্রদান করে। যা বিএসইসির আইনের সুষ্পষ্ট লঙ্গন। এ কারণে হাউজটিকে ৫০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

এছাড়াও বিএসইসি আজকের সভায় অ্যালায়েন্স সিকিউরিটজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড এবং কনসুলেটেড কাস্টমার ব্যাংক অ্যাকাউন্টের বিরুদ্ধে তদন্ত পরিচালনার জন্য দুই জন কর্মকর্তা সম্বনয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এসআইবিএল ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

siblনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ৪০০ কোটি টাকার বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৯৫ তম কমিশন সভায় এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বন্ডটির বৈশিষ্ট্য হবে- নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সাইফ পাওয়ারটেকের ১৭৪ কোটি টাকার রাইট অনুমোদন

saifনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসনের খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমেটেডের ১:১ হারে রাইট শেয়ার অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৯৫ তম কমিশন সভায় এসব রাইট শেয়ার অনুমোদন দেওয়া হয়।

এই রাইটের মাধ্যমে কোম্পানিটি ১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৩৪৮টি রাইট শেয়ার ইস্যু করবে। ফেসভ্যালু ১০ টাকার সাথে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় রাইট ইস্যু করা হবে। রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ১৭৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ২২০ টাকা সংগ্রহ করবে।

১:১ হারে এই রাইট অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ্যাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট।

রাইট শেয়ার ছেড়ে উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে।

এতে ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

শেফার্ড ইন্ডাস্ট্রিজের বিদেশি আবেদনকারীদের তালিকা চায়

sherpardস্টকমার্কেট ডেস্ক :

সদ্য আইপিও আবেদন গ্রহণ শেষ করা শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রবাসী আবেদনকারীদের তালিকা চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ব্রোকার হাউজগুলোতে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে ডিএসই।

ডিএসইর পক্ষ থেকে বলা হয়েছে, অনলাইন আবেদনকৃত বিদেশিদের আবেদনের তথ্য (ব্যাংক ড্রাফট) সহ জানাতে হবে। আগামী ১৯ জানুয়ারির মধ্যে ব্যাংক ড্রাফট বা ব্যাংক সার্টিফিকেটসহ এদের তালিকা ডিএসইতে জমা দিতে হবে।

গত ৮ জানুয়ারি হতে ১৬ জানুয়ারি পর্যন্ত দেশি ও বিদেশি সকল বিনিয়োগকারীরা কোম্পানিটির আইপিও আবেদনে অংশ গ্রহণ করেন।

কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি ওয়াসিন প্লান্টের ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেরিনারিজ ক্রয় ও স্থাপন, ইটিপি সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৬ সালের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ১৮ টাকা ৭০ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

৫৮৯তম কমিশন সভায় শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

স্টকমার্কেটবিডি.কম/এম

ন্যাশনাল পলিমারের বোর্ড সভা ২৩ জানুয়ারি

nationalস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার লিমিটেডের বোর্ড সভা ২৩ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি সেদিন বেলা সাড়ে ৪ টায় কোম্পানির নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভা করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডর সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ভাইকে শেয়ার উপহার দিবেন জাহিন টেক্সের পরিচালক

zahinস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি জাহিন টেক্সটাইল মিলস লিমিটেডের একজন পরিচালক তার ভাইকে শেয়ার হস্থান্তর করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার উপহারস্বরূপ প্রদান করবেন তিনি। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

মিসেস মাসুমা খাতুন নামে কোম্পানির এই পরিচালক ১৫ লাখ শেয়ার তার ভাই শাহ মোহাম্মদ জোবায়েরকে উপহারস্বরূপ প্রদান করবেন। তার নিকট কোম্পানির মোট ১,৩৬,৭৪,৫১২ টি শেয়ার রয়েছে।

তিনি এই ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর শেষ হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

টকমার্কেটবিডি.কম/এমএ

সাভার রিফ্রাক্টরিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

h indexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সাভার রিফ্রাক্টরিজ লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৬ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ৪৫.৪০ টাকা এবং ১৭ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৬৫ টাকা। এসময় শেয়ারটির দর উঠানামা করেছে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সাভার রিফ্রাক্টরিজ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

সূচক সাড়ে পাঁচ হাজার ও লেনদেনের দুই হাজার অতিক্রম

high indexনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এদিন সেখানে প্রধান মূল্য সূচক আগের যে কোনো সময়ের সীমাকে অতিক্রম করে সাড়ে ৫ হাজার পয়েন্টে এসেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের লেনদেনের পরিমাণ আগের দিনে চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০৬৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ১৮৫৬ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৯৭.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩৯.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৮৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বেক্সিমকো লিমিটেড, বারাকা পাওয়ার, যমুনা ওয়েল, লংকাবাংলা, এমজেএল বিডি, বিবিএস, কেয়া কসমেটিকস, সামিট পাওয়ার, ইসলামী ব্যাংক ও ডেসকো।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ১০৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও বিবিএস।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৬৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইএক্স সূচকে যোগ হলো ৩১ কোম্পানি : বাদ ৩টি

dseস্টকমার্কেট ডেস্ক :

জুলাই থেকে ডিসেম্বর ২০১৬ সাল পর্যন্ত সময়ের পর নিয়মিত সূচক পুনর্মূল্যায়নে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে অন্তর্ভুক্ত হচ্ছে আরও ৩১টি কোম্পানি। আগামী ২২ জানুয়ারি কোম্পানিগুলো ডিএসইএক্স সূচকে গণনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে – ন্যাশনাল টি কোম্পানি, কহিন‍ূর কেমিক্যালস, মাইডস ফাইন্যান্স, স্টাইলক্রাফট, ইস্টার্ন ক্যাবলস, রিজেন্ট টেক্সটাইল, ড্রাগন সোয়েটার এণ্ড নিটিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আইটি কনসালটেন্ট, ইয়াকিন পলিমার, লিবরা ইনফিউশন, ফাইন ফুডস, জেমিনি সি ফুড, ইভ‍েন্সি টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, ইস্টার্ন লুব্রিকেন্টস ও বিডি অটোকারস লিমিটেড।

এছাড়াও বিমা খাতের রূপালী ইন্স্যুরেন্স, রিলায়েন্স, নর্দান জেনারেল, রিপাবলিক ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

২২ জানুয়ারি থেকে এই সূচক থেকে বাদ পড়ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ফাইন্যান্স, পদ্মা ইসলামী লাইফ এবং রেকিট বেনকিজার কোম্পানি। সব মিলে ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬৩টিতে।

ডিএসই সূত্র জানায়, আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর বা এসঅ্যান্ডপির নির্ধারিত মাপকাঠি বিবেচনায় সূচকের এ পুনর্মূল্যায়ন করা হয়। আর এই পুনর্মূল্যায়নের তিনটি মাপকাঠিতে উত্তীর্ণ কোম্পানিগুলোকে সূচকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আর যেসব কোম্পানি মাপকাঠি পূরণে ব্যর্থ হয়েছে, সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে।

বছর শেষে প্রধান সূচক ডিএসইএক্স সমন্বয়ের ক্ষেত্রে এসঅ্যান্ডপি মাপকাঠি অনুযায়ী তিনটি বিষয় বিবেচনা করা হয়েছে। প্রথমটি ছিল কোম্পানির লেনদেনযোগ্য (ফ্রি-ফ্লোট) বাজার মূলধন, বিগত ছয় মাসের গড় লেনদেন ও তিন মাসের লেনদেন দিবস।

স্টকমার্কেটবিডি.কম/এস