গ্রাহকদের টাকা এফডিআর করায় ব্রোকারেজ হাউজ জড়িমানা

bsecনিজস্ব প্রতিবেদক :

গ্রাহকদের টাকা এফডিআর করায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউজ আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রতিষ্ঠানটি কনসলিডেটেড কাস্টমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০১১ সালে ৫৫ লাখ টাকা এবং ২০১২ সালে ৪০ লাখ এফডিআর করে। এফডিআর থেকে অর্জিত মুনাফার টাকা প্রতিষ্ঠানটির হিসাবে জমা করার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১৯৮৭ এর রুল (৮এ) (১) লঙ্ঘন করছে আইআইডিএফসি সিকিউরিটিজ।

একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক- ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এর দ্বিতীয় তফসিলের আচারণ বিধি ১ ও ৬ লঙ্ঘন করেছে।

উক্ত আইন লঙ্ঘনের কারণে কমিশন প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

প্যাসিফিক ডেনিমস ডিএসইতে তালিকাভুক্ত

pacific_coverনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয়েছে সদ্য আইপিও শেষ হওয়া কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড। আজ মঙ্গলবার অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে কোম্পানিটির তালিকাভুক্তির আবেদন অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১০ জানুয়ারি রাজধানীর রমনা ইন্জিনিয়ারিং ইনিষ্টিটিউট মিলনায়তনে কোম্পানিটির আইপিও লটারি ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদ্য অনুমোদন পাওয়া কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন ১১ হতে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি ৫৮২তম সভায় আইপিও’র মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেয়। কোম্পানটি এই অর্থ দিয়ে ব্যবসা সম্প্রসারণ, যন্ত্রপাতি কেনা, অবকাঠামো উন্নয়ন, ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনা করবে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

প্যাসিফিক ডেনিমস শেয়ারবাজারে সাত কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ার অভিহিত মূল্য ১০ টাকা করে ৭ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে এ টাকা সংগ্রহ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ব্যাংকিং থাত কেন্দ্রিক শেয়ারবাজার : বাড়ছে বিনিয়োগকারীদের ঝোঁক

bankনিজস্ব প্রতিবেদক :

দেশের পুরো শেয়ারবাজার ব্যাংকিং থাত কেন্দ্রিক হয়ে পড়ছে। বিনিয়োগকারীদের বড় অংশ ঝুঁকে পড়েছেন ব্যাংকের শেয়ার কেনাকাটায়। যাদের হাতে নগদ অর্থ নেই, তারা অন্য শেয়ার বিক্রি করে কিনছেন ব্যাংকের শেয়ার। এমন তথ্য দিয়েছেন বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তারা।

এতে প্রতিদিনই বাড়ছে ব্যাংকের শেয়ার দর ও লেনদেন। এ কারণে বেশিরভাগ শেয়ারের দর কমার পরও সূচকে তার প্রভাব নেই। গতকাল বুধবারও ঘুরেফিরে ব্যাংকের শেয়ারের দাপটের চিত্র দেখা গেছে বাজারে।

বাজার-সংশ্লিষ্টরা জানান, গত দেড় মাস ধরে উল্লেখযোগ্য দরবৃদ্ধির পর অনেক শেয়ারের দর সংশোধন (অনেকটা বৃদ্ধির পর শেয়ার দর কিছুটা হ্রাস) অত্যাবশ্যক হয়ে পড়েছে। তবে ব্যাংক খাতের শেয়ারদর বৃদ্ধির কারণে তা হচ্ছে না।

আইডিএলসি ইনভেস্টমেন্টের এমডি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সব সূচকের ওঠানামা দিয়েই বাজারের উত্থান-পতন মূল্যায়ন করে। বাজার সূচক বৃদ্ধি পাওয়ায় সকলেই বাজারকে ঊর্ধ্বমুখী বলে ধরে নিচ্ছেন। ব্যাংক খাতের কোম্পানিগুলোর বাজার মূলধন বেশি হওয়ায় সূচকে এর ইতিবাচক প্রভাব বেশি। যদিও কয়েকদিন ধরে অন্য খাতের অনেক শেয়ারের দর কমছে।

ব্যাংক খাতের শেয়ারে বিনিয়োগকারীদের এতো আগ্রহের বিষয়ে জানতে চাইলে বাজার-সংশ্লিষ্টরা জানান, আর্থিক হিসাব বছর শেষে ব্যাংক খাতের কোম্পানিগুলোর আসন্ন লভ্যাংশ ঘোষণাকে কেন্দ্র করে এ খাতে আগ্রহ বাড়ছে।

কয়েক বছরে কয়েকটি ব্যাংকের বড় ঋণ কেলেঙ্কারি এবং খেলাপির নেতিবাচক প্রভাব ছিল পুরো ব্যাংক খাতে। এ কারণে ব্যাংকগুলোর শেয়ার দর অনেকটাই কমেছিল। সেখান থেকে ব্যাংকগুলো কিছুটা দর ফিরে পাচ্ছে। তবে টানা বৃদ্ধির পর এ খাতের শেয়ার দরেও কিছু সংশোধন আসন্ন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মোজাফ্ফর স্পিনিংয়ের ইপিএস ৮২ পয়সা

MOZAFFOR-SPENNINGস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফ্ফর স্পিনিং লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮২ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির ইপিএস ছিল ৬২ পয়সা। এ হিসাবে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় (এনএভি) হয়েছে ১৭.৫৪ টাকা। চলতি বছরে ৩০ জুন যা ছিল ১৬.৩২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ফিনিক্স ফাইন্যান্সের মূল্যসংবেদনশীল তথ্য নেই

h indexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

ডিএসইতে চার কার্যদিবসে ফিনিক্স ফিন্যান্সের শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ১৯ শতাংশ। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ১৯ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ২৭ টাকা ৭০ পয়সা। ২৪ জানুয়ারি তা ৩৪ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে ফিনিক্স ফাইন্যান্স জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

গ্রামীন ফোনের বোর্ড সভা ৩১ জানুয়ারি

grameenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীন ফোন লিমিটেডের বোর্ড সভা আগামী ৩১ জানুয়ারি আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন সাড়ে ৩টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. ইসলামী ব্যাংক
  2. আইডিএলসি
  3. বেক্সিমকো লিমিটেড
  4. বারাকা পাওয়ার
  5. লংকাবাংলা
  6. সিটি ব্যাংক
  7. কেয়া কসমেটিকস
  8. ন্যাশনাল ব্যাংক
  9. সাইফ পাওয়ার
  10. ইফাদ অটোস।

শেয়ারবাজারে সূচক ও লেনদেনের বড় পতন

index smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেনে বড় ধরণের পতন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ডিএসইর মতো লেনদেন ও মূল্য সূচকের পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫২৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ২১৮০ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়। দিন শেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৮৬.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৮৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১২.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০২৮ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২২৮ টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – ইসলামী ব্যাংক, আইডিএলসি, বেক্সিমকো লিমিটেড, বারাকা পাওয়ার, লংকাবাংলা, সিটি ব্যাংক, কেয়া কসমেটিকস, ন্যাশনাল ব্যাংক, সাইফ পাওয়ার ও ইফাদ অটোস।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ১১৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সিটি ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৩৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইয়াকিন পলিমারের বোর্ড সভা আহবান

yakinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন সন্ধ্যা ৫টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ওয়াটা কেমিক্যালসের বোর্ড সভা ৩০ জানুয়ারি

wata-chemicals-300x160স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন বেলা পৌনে ৩ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস