শেফার্ড ইন্ডাস্ট্রিজের আইপিও লটারির ফলাফল প্রকাশ

Shepard-230x130স্টকমার্কেট ডেস্ক : সদ্য আইপিও আবেদন জমা নেওয়া শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমেটেডের আইপিও লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। রাজধানীর রমনায় ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এ লটারি অনুষ্ঠান হয়েছে।

আজ সোমবার সকাল ১০ টায় রাজধানীর রমনায় ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই ড্র অনুষ্ঠানটি শুরু হয়।


                                                   ফলাফল দেখতে ক্লিক করুন……..

এর আগে আইপিও আবেদন ৮ ফেব্রুয়ারি হতে ১৬ জানুয়ারি পর্যন্ত নেওয়া হয়।

কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি ওয়াসিন প্লান্টের ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেরিনারিজ ক্রয় ও স্থাপন, ইটিপি সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৬ সালের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ১৮ টাকা ৭০ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

৫৮৯তম কমিশন সভায় শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

স্টকমার্কেটবিডি.কম/এম

বাংলাদেশ শিপিংয়ের বোর্ড সভা ১২ ফেব্রুয়ারি

bscস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারী কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের বোর্ড সভা আগামী ১২ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমাটি এদিন বেলা ৪টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এস

শেফার্ড ইন্ডাস্ট্রিজের লটারি অনুষ্ঠান শেষ : ফলাফলটি প্রক্রিয়াধীন

sherpardস্টকমার্কেট ডেস্ক :

সদ্য আইপিও আবেদন জমা নেওয়া শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমেটেডের লটারি ড্র অনুষ্ঠান শেষ হয়েছে। রাজধানীর রমনায় ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠান হয়েছে। ফলাফলটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

আজ সোমবার সকাল ১০ টায় রাজধানীর রমনায় ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই ড্র অনুষ্ঠানটি শুরু হয়।
এর আগে আইপিও আবেদন ৮ ফেব্রুয়ারি হতে ১৬ জানুয়ারি পর্যন্ত নেওয়া হয়।

কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি ওয়াসিন প্লান্টের ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেরিনারিজ ক্রয় ও স্থাপন, ইটিপি সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৬ সালের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ১৮ টাকা ৭০ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

৫৮৯তম কমিশন সভায় শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্যাসিফিক ডেনিমসের লেনদেন আগামীকাল

pacific_coverস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত প্যাসিফিক ডেনিমসের লেনদেন শুরু হবে আগামীকাল ৭ ফেব্রুয়ারি। এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানিটির লেনদেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু হবে। কোম্পানিটির ট্রেডিং কোড- “PDL” এবং ডিএসইতে কোম্পানি কোড- ১৭৪৭৩ নির্ধারণ হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করেছে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া ইউনিট সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

আমরা নেটওয়ার্কসের বিডিং : প্রথম দিন দরপ্রস্তাব একটি

amranetনিজস্ব প্রতিবেদক :

আইপিও বুক বিল্ডিং প্রক্রিয়ায় ইলেকট্রনিক দরপ্রস্তাবের প্রথম দিনে আমরা নেটওয়ার্কস কোম্পানির শেয়ার কিনতে একটিমাত্র দরপ্রস্তাব পাওয়া গেছে। অথচ এ কোম্পানির শেয়ার কিনতে এখন পর্যন্ত ১৫০টিরও বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নিবন্ধন নিয়েছে। তবে একমাত্র দরপ্রস্তাব কাদের তা জানা যায়নি।

দুই স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসইর যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত ইলেকট্রনিক বিডিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, একটি প্রতিষ্ঠান ১০ টাকা অভিহিত মূল্যের এ শেয়ার কিনতে ১৫ টাকা দরপ্রস্তাব করেছে। এ দরে ২৩ লাখ ৪৩ হাজার ৭০০টি শেয়ার মোট ৩ কোটি ৫২ লাখ টাকায় কিনতে চায় প্রতিষ্ঠানটি।

আইপিওর বুক বিল্ডিং প্রক্রিয়ায় আমরা নেটওয়ার্ক কোম্পানি ৫৬ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করতে চায়। প্রথম দিনে কেউ দরপ্রস্তাবে আগ্রহী না হওয়ার বিষয়ে জানতে সংশ্লিষ্ট কোম্পানির এবং ইস্যু ব্যবস্থাপক লংকাবাংলা ইনভেস্টমেন্টের কর্মকর্তাদের মন্তব্য পাওয়া যায়নি।

তবে বাজার সংশ্লিষ্টরা জানান, কয়েক দিন ধরে শেয়ারবাজারে দরপতন চলছে। দরপতন দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা থাকলে আইপিওতে শেয়ার চাহিদাও কমে যায়। গতকাল বিকেল সাড়ে ৩টায় দরপ্রস্তাব গ্রহণ শুরু হয়েছে, তা বিরতিহীনভাবে চলবে আগামী ৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এস