এ্যাপোলো ইস্পাতের আরো ১২ লাখ শেয়ার ক্রয়

appoloস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত মিলস লিমিটেডের একজন স্পন্সর আরো ১২ লাখের বেশি শেয়ার ক্রয় করবে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মিসেস ইভানা ফাহমিদা মোহাম্মদ বেগম নামে কোম্পানিটির এ স্পন্সর ১১ লাখ ৮৬ হাজার শেয়ার ক্রয় করবে।

এর আগে মিসেস রোকসানা বেগম নামে কোম্পানিটির এক স্পন্সর ১৩ লাখ ১৮ হাজার শেয়ার ক্রয় করবে বলে জানায়।

এই শেয়ারগুলো চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করা হবে।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের এজিএমের দিন ও স্থান নির্ধারণ

standard-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বিমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান ও দিন নির্ধারণ করা হয়েছে। বিমার এজিএমটি রাজধানীর স্প্রেক্টা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমার পরিচালনা পর্ষদের সভায় এই এজিএমের দিন নির্ধারণের সিদ্ধান্ত হয়। পরে এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ।

তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লিন্ডে বিডির বোর্ড সভা আহবান

lindeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি লিন্ডে বিডি লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটি এদিন বেলা সাড়ে ৩টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে ব্যাংকটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

বৃটিশ আমেরিকান ট্যোবাকোর বোর্ড সভার দিন পরিবর্তন

batbcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমেরিকান ট্যোবাকো লিমিটেডের বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, পরিবর্তিত এই বোর্ড সভার দিন আগামী ২৭ ফেব্রুয়ারি করা হয়েছে। এদিন বেলা সাড়ে ৫টায় সভাটি অনুষ্ঠিত হবে।

এর আগে ২৬ ফেব্রুয়ারি এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ট্রাষ্ট ব্যাংকের বোর্ড সভা আহবান

trust-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২৬ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটি এদিন বেলা পৌনে ৩টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে ব্যাংকটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

  1. বারাকা পাওয়ার
  2. লংকাবাংলা ফাইন্যান্স
  3. ইসলামী ব্যাংক
  4. সেন্ট্রাল ফার্মা
  5. এ্যাপোলো ইস্পাত
  6. ইফাদ অটোস
  7. ইষ্টার্ণ হাউজিং
  8. শাহজিবাজার পাওয়ার
  9. আমান ফিডস
  10. এএফসি এগ্রো।

শেয়ারবাজারেই বেড়েছে সূচক ও লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারেই সূচক আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন ১২৯৭ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, সোমবার ডিএসইতে ১২৯৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ১২৩২ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়। আজ দিন শেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২১.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২৫ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বারাকা পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, এ্যাপোলো ইস্পাত, ইফাদ অটোস, ইষ্টার্ণ হাউজিং, শাহজিবাজার পাওয়ার, আম ফিডস ও এএফসি এগ্রো।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৬৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইসলামী ব্যাংক ও বারাকা পাওয়ার লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৮৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

মঙ্গলবার শেয়ারবাজার বন্ধ

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

আন্তজার্তিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, প্রতিবছর ২১ ফেব্রুয়ারির দিনটিতে সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর পরের দিন বুধবার থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

এ্যাপোলো ইস্পাতের ১৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

Apollo ispatস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত মিলস লিমিটেডের একজন স্পন্সর ১৩ লাখের বেশি শেয়ার ক্রয় করবে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মিসেস রোকসানা বেগম নামে কোম্পানিটির এ স্পন্সর ১৩ লাখ ১৮ হাজার শেয়ার ক্রয় করবে।

এই শেয়ারগুলো চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করা হবে।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

প্রতিষ্ঠার ২৪ বছর পর নিজ ঠিকানা খুজেঁ পেল বিএসইসি

bsec-1-696x372নিজস্ব প্রতিবেদক :

প্রতিষ্ঠার ২৪ বছর পর স্থায়ী ঠিকানা খুঁজে পেয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাণিজ্যিক এলাকা মতিঝিলের জীবন বীমা টাউয়ার থেকে আগারগাঁওয়ে নতুন ঠিকানা পেয়েছে এক্সচেঞ্জ কমিশন। ইতিমধ্যে সংস্থার কয়েকটি বিভাগ নতুন ভবনে সরিয়ে আনা হয়েছে। চলতি মাসের মধ্যেই অন্য সব বিভাগও সরিয়ে নেওয়া হবে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ২০১২ সালের ১০ ডিসেম্বর আইনে সংশোধন এনে নতুন নামকরণ করা হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন ভবনে স্থানান্তরের আগে দিলকুশায় জীবন বীমা টাওয়ারের ১৪, ১৫, ১৬ ও ২০ তলাজুড়ে ছিল সংস্থাটির অফিস। বর্তমানে সংস্থাটির কার্যালয় ই-৬সি শেরেবাংলানগরের আগারগাঁওয়ে।

গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনের এক মাস পরে মতিঝিল থেকে অফিস সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ভবন নির্মাণ শেষ হলেও অভ্যন্তরীণ সাজসজ্জা না হওয়ায় সরতে সময় লেগেছে বলে জানান কর্মকর্তারা। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান, নতুন ভবনে অফিস সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব অফিস সরিয়ে নেওয়া হবে।

আগারগাঁওয়ে বিএসইসি ভবনটি ০.৩৩ একর জমির ওপর একতলা বেজমেন্টসহ ১০ তলাবিশিষ্ট। আয়তন এক লাখ বর্গফুট। বিজয় সরণি দিয়ে সংসদ ভবন পার হয়ে আগারগাঁও মোড় থেকে বাম পাশে গেলেই রাস্তার পাশে বিএসইসি ভবন। এই ভবনের উত্তর পাশে পাসপোর্ট অফিস।

ভবনের পঞ্চম তলায় কমিশনের চেয়ারম্যান ও নিচতলা প্রশাসনিক (অ্যাডমিন) বিভাগ কার্যক্রম শুরু করেছে। সার্ভেইল্যান্স বিভাগও নতুন ভবনে নেওয়া হয়েছে। অন্যান্য ফ্লোরের সাজসজ্জার কাজও চলছে।

সংস্থাটির কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠার পর থেকে বিএসইসি নিজস্ব কোনো ভবন পায়নি। দীর্ঘদিন থেকেই মতিঝিলের জীবন বীমা টাওয়ারে কার্যক্রম চলছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ