আরএন স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা

rn spinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

তবে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি।

আগামী ৩০ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৫ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসইতে বারাকা পাওয়ারের লেনদেন বেশি

baraka-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ার লিমিটেড। একোম্পানির মোট ৫৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার কোম্পানিটির শেয়ার ৪,২৮০ বার হাতবদল হয়। এসময় মোট ১ কোটি ৮ লাখ ৫৪ হাজার ২৯৫টি শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৩ হাজার ৮৫৮ বারে ৮৯ লাখ ২৫ হাজার ৫৯৬টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৫২ কোটি ৪২ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা আইডিএলসি ফিন্যান্স ২ হাজার ৯৫৬ বারে ৪০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ৩৮.৬০ কোটি টাকা, একমি ল্যাব ৩৮.০৮ কোটি টাকা, পদ্মা অয়েল ৩৬.০৩ কোটি টাকা, এ্যাপোলো ইস্পাত ৩১.৮ কোটি টাকা, ইফাদ অটোস ৩০.৯১ কোটি টাকা, জিপিএইচ ইস্পাত ২৯.৬৯ কোটি টাকা ও তিতাস গ্যাস ২৮.০৬ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. বারাকা পাওয়ার
  2. লংকাবাংলা ফাইন্যান্স
  3. আইডিএলসি
  4. বেক্সিমকো লিমিটেড
  5. একমি ল্যাব
  6. পদ্মা ওয়েল
  7. এ্যাপোলো ইস্পাত
  8. ইফাদ অটোস
  9. জিপিএইচ ইস্পাত
  10. তিতাস গ্যাস।

ডিএসইতে ১৩০৯ ও সিএসইতে ৮০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ১৩০৯ কোটি টাকা দাঁড়িয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ৮০ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, বুধবার ডিএসইতে ১৩০৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সোমবার সেখানে ১২৯৭ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়। আজ দিন শেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২০.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৭.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৩৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বারাকা পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি, বেক্সিমকো লিমিটেড, একমি ল্যাব, পদ্মা ওয়েল, এ্যাপোলো ইস্পাত, ইফাদ অটোস, জিপিএইচ ইস্পাত ও তিতাস গ্যাস।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সোমবার সেখানে ৬৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল গ্রীন ডেল্টা ও বেক্সিমকো লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৩৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

মালিকানা হস্তান্তর করবে সেন্ট্রাল ফার্মা

Central-Pharma-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্তির তিন বছরের ব্যবধানে মালিকানা হস্তান্তরে আলিফ গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সেন্ট্রাল ফার্মা। এ বিষয়ে আলিফ গ্রুপের সাথে একটি চুক্তি করেছে কোম্পানিটি। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ার হস্তান্তরে সেন্ট্রাল ফার্মার ৫ পরিচালকের সঙ্গে আলিফ গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) হয়েছে। পরিচালকেরা শিগগিরই ব্লক মার্কেটে শেয়ারগুলো আলিফ গ্রুপের কাছে বিক্রি করবেন। শেয়ার বিক্রি সম্পন্ন হলে সেন্ট্রাল ফার্মার পর্ষদে নতুন চেয়ারম্যান, পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে সেন্ট্রাল ফার্মা।

সূত্র জানায়, সেন্ট্রাল ফার্মার পর্ষদের ৫ উদ্যোক্তা ও পরিচালক হলেন, চেয়ারম্যান মোরশেদা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মনসুর আহমেদ, মো: রোকনুজ্জামান, নাসিমা আকতার এবং পারভেজ আহমেদ ভুইয়া।

তাদের হাতে কোম্পানিটির ৩০ দশমিক ০২ শতাংশ শেয়ার রয়েছে। তারা এই শেয়ারগুলো আলিফ গ্রুপের কাছে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

দ্বিতীয় সাবমেরিন ক্যাবল পেল বাংলাদেশ, সংযোগ আগামী মাসে

bsclনিজস্ব প্রতিবেদক :

দ্বিতীয় সাবমেরিন ক্যাবল পেল বাংলাদেশ। এর মধ্যদিয়ে সি-মি-উই-৫ এ যুক্ত হলো বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুলে এই কনসোর্টিয়ামের উদ্বোধন হয় বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) কোম্পানি সচিব আবদুস সালাম। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ইস্তাম্বুলে রয়েছেন।

সি-মি-উই-৫ সাবমেরিন ক্যাবলের উদ্বোধন হলেও এখনই বাংলাদেশ তাতে সংযুক্ত হতে পারছে না। আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সংযোগ উদ্বোধন করা হতে পারে বলে জানান (বিএসসিসিএল) কোম্পানি সচিব আবদুস সালাম।

তিনি আরও জানান,পটুয়াখালী সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন থেকে সমুদ্র পর্যন্ত সংযোগ লাইন তৈরি করা আছে। কিন্তু ঢাকা থেকে পটুয়াখালী পর্যন্ত এখনও ক্যাবল সংযোগ (অপটিক্যাল ফাইবার লাইন) তৈরি হয়নি। এটা বিটিসিএল-এর কাজ। ওরা রেডি হয়ে গেলেই চূড়ান্ত দিনক্ষণ বলা যাবে বলে জানান তিনি।

যদিও এর আগে গত ১৬ জানুয়ারি হাওয়াইয়ের হনলুলুতে ২০ হাজার কিলোমিটার দীর্ঘ এবং ২৪ টেরাবাইট পার সেকেন্ড (টিবি/এস) গতির এই সি-মি-উই-৫ প্রকল্পর উদ্বোধন করা হয়। এই কনসোর্টিয়ামে যুক্ত রয়েছে বাংলাদেশসহ ১৭টি দেশ এবং এই ক্যাবলের মোট ল্যান্ডিং পয়েন্ট রয়েছে ১৮টি, সি-মি-উই-৫ এর ওয়েবসাইটে এ তথ্য রয়েছে।

জানা গেছে, দেশের একমাত্র সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বর্তমানে দেশ পাচ্ছে ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ। অন্যদিকে নতুন সাবমেরিন ক্যাবলে যুক্ত হলে আরও ১ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ পাবে বাংলাদেশ।

প্রসঙ্গত,সি-মি-উই-৫ হলো দক্ষিণ-পূর্ব এশিয়া- মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৫-এর সংক্ষিপ্ত রূপ। এতে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইউএই, ওমান, জিবুতি, ইয়েমেন, সৌদি আরব, মিসর, ইতালি ও ফ্রান্স।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

সূচকের উত্থানে দিনের লেনদেন চলছে

h indexনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে দিনের লেনদেন চলছে। বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৩৮২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দিনের প্রথম ঘন্টা শেষে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেওয়া ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির শেয়ার দর।

এসময় ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক .৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৩১ পয়েন্টে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৪৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

পপুলার ইন্স্যুরেন্সের ফ্লোর স্পেস ক্রয়ের সিদ্ধান্ত

popular-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঢাকা মহানগরে ফ্লোর-স্পেস ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ফ্লোর-স্পেস ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স রাজধানীর মহাম্মদপুরে ৩,৭০০ বর্গফুটের এই ফ্লোর কিনবে। এ ফ্লোর কিনতে ব্যয় হবে ১ কোটি ৬৫ লাখ টাকা।

একটি কার পার্কিংসহ এ ভবনটি আদাবরে নভোদয় হাউজিংয়ে বি ব্লকের ২৫ নম্বর ভবনে অবস্থিত।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

প্রাইম ইন্স্যুরেন্সের ১৩% লভ্যাংশ ঘোষণা

prime-insurance-logo-mm-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটি।

এ সময় বিমাটির শেয়ার প্রতি আয় এসেছে ১ টাকা ৮২ পয়সা। ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬.৩৯ টাকা।

আগামী ৩০ মার্চ বিমার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৫ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এস

প্রাইম ফাইন্যান্সের নো ডেভিডেন্ট ঘোষণা

prime-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান এসেছে ৩ টাকা ৪৮ পয়সা। আর ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০.২১ টাকা।

আগামী ৩০ মার্চ প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৪ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এস