নিজস্ব প্রতিবেদক :
গত সপ্তাহজুড়ে নয় কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত বছরের জন্য ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩২ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৫৯ পয়সা ও ১৬ টাকা ৩৩ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২ মে সকাল ৯টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ। এজিএমের স্থান পরে জানানো হবে বলে কোম্পানিটি জানিয়েছে।
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড: ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানির ইপিএস হয়েছে তিন টাকা ১০ পয়সা ও এনএভি ১৯ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল যথাক্রমে দুই টাকা ৭৭ পয়সা ও ১৮ টাকা ৪২ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ। এজিএমের সময় ও স্থান পরে জানানো হবে।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড: ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় ইপিএস হয়েছে সাত টাকা আট পয়সা এবং এনএভি ৩৫ টাকা ৫৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে পাঁচ টাকা ৮১ পয়সা ও ৩০ টাকা ৯৭ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ সকাল ১০টায় র্যাডিসন ব্ল– ঢাকা ওয়াটার গার্ডেন হোটেল, বিমানবন্দর সড়ক, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকায় এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ।
প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা দেয়নি কোম্পানিটি। ওই বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছে তিন টাকা ৪৮ পয়সা এবং এনএভি হয়েছে ১০ টাকা ২১ পয়সা, যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৫৩ পয়সা ও ১৩ টাকা ৬৯ পয়সা। আগামী ৩০ মার্চ সকাল সাড়ে ১০টায় পিএসসি কনভেনশন হল, পুলিশ স্টাফ কলেজ, মিরপুর-১৪, ঢাকায় এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ।
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাববছরের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় ইপিএস হয়েছে এক টাকা ৮২ পয়সা এবং এনএভি ১৬ টাকা ৩৯ পয়সা। এটি আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে দুই টাকা ১১ পয়সা ও ১৫ টাকা ৮৩ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ এজিএম সকাল ১১টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (এমআইএএম), ৬৩ নিউ ইস্কাটন, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ।
আরএন স্পিনিং মিলস লিমিটেড: ৩০ জুন, ২০১৬ সমাপ্ত ১৮ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। তবে কোম্পানিটি ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ সকাল সাড়ে ১০টায় শালবন মাল্টিপারপাস হল, কুমিল্লায় বিজিবিতে এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ। ওইদিন কোম্পানিটির গত চার বছরের এজিএম ১৫ মিনিটের বিরতি দিয়ে পর পর অনুষ্ঠিত হবে।
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড : ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এ সময় কোম্পানির ইপিএস হয়েছে আট টাকা ৮১ পয়সা ও এনএভি ৮৮ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল যথাক্রমে ১৫ টাকা ১০ পয়সা ও ৮৩ টাকা ৭৭ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ সকাল ১০টায়, কনভেনশন হল, সেনামালঞ্চ, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকায় এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ।
ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড :
কোম্পানিটির পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় এসেছে ১ টাকা ৮৪ পয়সা। আর ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.২৯ টাকা।
আগামী ২৭ এপ্রিল প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৬ মার্চ।
রিলায়েন্স ইন্স্যুরেন্স :
এই ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৩ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৫ টাকা।
আগামী ৩০ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।
স্টকমার্কেটবিডি.কম/এফ