বিনিয়োগ বাড়াতে ওরিয়ন ফার্মা নতুন ঋণচুক্তি

orionস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড নতুন ঋণচুক্তি করছে। কোম্পানিটি জার্মানির ফ্রাংকফুটের বিএইচএফ ব্যাংকের সঙ্গে একটি ঋণচুক্তি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, উৎপাদন বাড়ানোর জন্য ৩৪ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেবে ওরিয়ন ফার্মা। এর ফলে কোম্পানিটিকে বছরে দুই দশমিক ১৫ শতাংশ হারে সুদ দিতে হবে। কোম্পানিটিকে ঋণদাতা প্রতিষ্ঠানকে ব্যবস্থাপনা ফি ও কমিটমেন্ট ফিও দিতে হবে।

গত বছরের ৭ ডিসেম্বর প্রতিষ্ঠান দুটির মধ্যে ঋণচুক্তি সম্পন্ন হয়। আর গত বুধবার বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিআইডিএ) ২২ ফেব্রুয়ারি এ চুক্তি অনুমোদন করেছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডিএসতে লেনদেনে এগিয়ে লংকাবাংলা ফাইন্যান্স

lankaনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এদিন কোম্পানির মোট ৪৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার কোম্পানিটির শেয়ার ২৯১০ বার হাতবদল হয়। এসময় মোট ৭৬ লাখ ১৬ হাজার ৬০৫টি শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৯১ লাখ ৫ হাজার ৮৩৯টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৪১ কোটি ৮৫ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা তিতাস গ্যাস ৩৮৫২ বারে ২৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এ্যাকটিভ ফাইন ২৮.৪৯ কোটি, বারাকা পাওয়ার ২৩ কোটি, ওরিয়ন ফার্মা ২১ কোটি ৫ লাখ, সিঙ্গার বিডি ২০ কোটি ৮৫ লাখ, এএফসি এগ্রো ১৮ কোটি ৪২ লাখ, বেক্সিমকো লিমিটেড ১৭ কোটি ৭২ লাখ ও এ্যাপোলো ইস্পাতের ১৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

সিঙ্গার বিডির নিজস্ব জমি পুর্নঃমূল্যায়ন

singerস্টকমার্কেট ডেস্ক :

শেয়াররবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেড নিজস্ব করবিহীন জমি পুর্নঃমূল্যায়ন করেছে। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সম্পদ পুর্নমূল্যায়নের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, পুর্নঃমূল্যায়নের আগে সম্পদের মূল্য ছিল ৩৮ কোটি ৯২ লাখ ৫৮ হাজার টাকা। আর পুর্নঃমূল্যায়নের পর মূল্য দাঁড়িয়েছে ৫৬ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ পুর্নঃমূল্যায়নের পর সম্পদের মূল্য বেড়েছে ১৭ কোটি ১৯ লাখ ২২ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. ইসলামী ব্যাংক
  3. তিতাস গ্যাস
  4. এ্যাকটিভ ফাইন
  5. বারাকা পাওয়ার
  6. ওরিয়ন ফার্মা
  7. সিঙ্গার বিডি
  8. এএফসি এগ্রো
  9. বেক্সিমকো লিমিটেড
  10. এ্যাপোলো ইস্পাত।

ডিএসইতে ৩৭৩ কোটি টাকা লেনদেন কম ও সূচকের পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের মূল্য সূচক কমেছে। এদিন লেনদেনের পরিমাণ ০০০কোটি টাকা কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, সোমবার ডিএসইতে ১০২০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ১৩৯৩ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়। আজ দিন শেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে ৩৭৩ কোটি টাকা কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৭.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০২৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – লংকাবাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস, এ্যাকটিভ ফাইন, বারাকা পাওয়ার, ওরিয়ন ফার্মা, সিঙ্গার বিডি, এএফসি এগ্রো, বেক্সিমকো লিমিটেড ও এ্যাপোলো ইস্পাত।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৯০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বারাকা পাওয়ার ও ইসলামী ব্যাংক।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

এলপিজি ব্যবসায় নামছে বেক্সিমকো-ওরিয়ন-নাভানা

lpgনিজস্ব প্রতিবেদক :

যেখানে প্রাকৃতিক গ্যাসের সংযোগ নেই ও সংকট চলছে, সেখানে জ্বালানি চাহিদা মেটাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসই (এলপিজি) ভরসা। এ কারণে বাংলাদেশে প্রতিনিয়ত এলপিজি সিলিন্ডারের চাহিদা বাড়ছে। ফলে বিদেশিদের পাশাপাশি দেশি ব্যবসায়ীরাও এ ব্যবসায় মনোযোগী হয়েছেন। বেক্সিমকো, ওরিয়ন, নাভানা নতুন করে এলপিজি ব্যবসায় নামছে। পাশাপাশি শ্রীলঙ্কাভিত্তিক লাফ্স গ্যাস বাংলাদেশ গ্রাহকদের নিরাপদ সিলিন্ডার দিতে দেশেই সিলিন্ডার কারখানা করার পরিকল্পনা করছে। আরও নানামুখী পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে প্রতিষ্ঠানটি।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশে ৪৮টি প্রতিষ্ঠান এলপিজি ব্যবসার অনুমোদন পেলেও বাজারে রয়েছে হাতে গোনা কয়েকটি। ব্যবসার বড় অংশই বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণে। এরপরই রয়েছে বিএম, যমুনা, লাফ্স, ওমেরা, টোটাল ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। এ খাতের উদ্যোক্তারা গঠন করেছেন এলপিজি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামের একটি সংগঠন। আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এর বর্তমান চেয়ারম্যান।

জানা গেছে, ২০১৬ সালে বসুন্ধরা এলপি গ্যাস ৭৭ হাজার মেট্রিক টন এলপিজি বিক্রি করেছে; যা পুরো বাজারের বিক্রির ২৩ দশমিক ৮ শতাংশ। যমুনা এলপিজি বিক্রি করেছে ৬৭ হাজার ৩৪৩ মেট্রিক টন বা ২০ দশমিক শূন্য ৮ শতাংশ, বিএম এনার্জি ৪৮ হাজার ৮২৮ মেট্রিক টন বা ১৫ দশমিক ১ শতাংশ। এ ছাড়া ওমেরা পেট্রোলিয়াম বিক্রি করেছে ৪৩ হাজার ১৩৫ মেট্রিক টন বা ১৩ দশমিক ৩ শতাংশ, লাফ্স গ্যাস বিক্রি করেছে ৪১ হাজার ৯৮০ মেট্রিক টন বা ১৩ শতাংশ, টোটাল গ্যাস বিক্রি করেছে ৩৫ হাজার ৮০০ টন বা ১১ দশমিক ১ শতাংশ ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিক্রি করেছে ৯ হাজার ৪৯৩ মেট্রিক টন বা ২ দশমিক ৯ শতাংশ। দেশে এখন ২৩টি এলপিজি টার্মিনাল নির্মাণ হয়েছে। আরও ১৬টি টার্মিনাল নির্মাণ-প্রক্রিয়ার মধ্যে আছে। এ ছাড়া সিলিন্ডারে গ্যাস ভরতে নির্মাণ হয়েছে ৪৩টি প্ল্যান্ট।

এদিকে, দেশে এলপিজি সিলিন্ডার ও ট্যাংকার উৎপাদনেও নতুন বিনিয়োগ আসছে। গত বছরে বিভিন্ন খাতের ১৬টি কোম্পানি মিলে এ জন্য ‘স্টার কনসোর্টিয়াম লিমিডেট’ নামের একটি কনসোর্টিয়াম বা জোট গঠন করে। এর প্রধান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। প্রাথমিকভাবে ১ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ৯৪ কোটি টাকা বিনিয়োগ করে সিলিন্ডার ও ট্যাংকার উৎপাদনের কারখানা করবে এই জোট। তারা এলপিজি সিলিন্ডার ও ট্যাংকার নির্মাণে সহায়তা নেওয়ার জন্য ইরানের সারভিগ্যাস কোম্পানির সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে। এর সদস্যরা হলো পেডরোলো এন কে হোল্ডিংস, ক্রাউন গ্রুপ অ্যান্ড জিপিএইচ ইস্পাত, ইউনিক-বোরাক গ্রুপ, নিটল-নিলয় গ্রুপ, ক্রাউন স্টিল, ইন্টিগ্রেটেড ল্যান্ড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, ক্যাথারিস ডেভেলপমেন্ট, ইনসেপ্টা ফার্মা, মহসিন টি হোল্ডিংস, উইলশেয়ার, ইলেকট্রো মার্ট, রেস ম্যানেজমেন্ট, সাদ মূসা গ্রুপ, দাতো এবিডি নূর হোল্ডিংস এসডিএন বিএইচডি ও জাপান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট।

শ্রীলঙ্কাভিত্তিক প্রতিষ্ঠান লাফ্স গ্যাসও বাংলাদেশে সিলিন্ডার কারখানা নির্মাণের পরিকল্পনা করছে। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তিলক ডি সিলভা ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় লাফ্স হোল্ডিংয়ের প্রধান কার্যালয়ে বলেন, গ্রাহকদের নিরাপদ সিলিন্ডার দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের সব মানুষের সঙ্গে কাজ করতে আরও নানা পরিকল্পনা রয়েছে। শ্রীলঙ্কায় ৪০টি সুপার স্টোর রয়েছে। বাংলাদেশেও একই পরিকল্পনা রয়েছে। তিনি জানান, চারটি দেশে লাফ্স গ্যাসের কার্যক্রম চলছে। মালদ্বীপেও যাওয়ার প্রক্রিয়া চলছে।

তিলক ডি সিলভা বলেন, বাংলাদেশের মোংলার প্ল্যান্টে উৎপাদন বৃদ্ধিতে কাজ চলছে। এ জন্য শুধু বাংলাদেশের জন্যই একটি বড় জাহাজ কেনা হয়েছে। যার মাধ্যমে সহজেই মোংলায় প্ল্যান্টে কাঁচামাল সরবরাহ করা যায়।

১৯৯৫ সালে পরিবহনে গ্যাস রূপান্তর ব্যবসার মাধ্যমে যাত্রা শুরু হয় লাফ্স গ্রুপের। ২০১৫ সালে পেট্রিডেকের পুরোটাই কিনে নেয় লাফ্স গ্যাস বাংলাদেশ। এরপরই বাংলাদেশের বাজারে মনোযোগ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। পেট্রিডেক এলপিজির পেট্রিগ্যাসই মূলত বর্তমানে লাফ্স গ্যাস। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, যশোর, রাজশাহী ও ঢাকায় এলপি গ্যাস স্টেশন রয়েছে লাফ্স গ্যাসের। এসব স্টেশন থেকে পরিবহনে এলপি গ্যাস সরবরাহ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এফ

সাইফ পাওয়ারটেকের রাইট সাবস্ক্রিপশন আগামীকাল

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে। আর এই সাবস্ক্রিপশন জমা শেষ হবে আগামী ২০ মার্চ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, কোম্পানিটির রাইট ইস্যুর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল গত ৭ ফেব্রুয়ারি।

গত ১৭ জানুয়ারি ৫৯৫ তম কমিশন সভায় ১:১ হারে রাইট শেয়ার অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

এই রাইটের মাধ্যমে কোম্পানিটি ১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৩৪৮টি রাইট শেয়ার ইস্যু করবে। ফেসভ্যালু ১০ টাকার সাথে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় রাইট ইস্যু করা হবে। রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ১৭৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ২২০ টাকা সংগ্রহ করবে।

১:১ হারে এই রাইট অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ্যাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট।

রাইট শেয়ার ছেড়ে উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে।

এতে ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এএফসি এগ্রোর অপ্রকাশিত মূল্য তথ্য নেই

afc-agro-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে এএফসি এগ্রো বায়োটিক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ৫ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৯ টাকা ৪০ পয়সা। গতকাল ২৬ ফেব্রুয়ারি তা ৬৩ টাকায় সর্বশেষ লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে এএফসি এগ্রো বায়োটিক জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ফুয়াং সিরামিকসের বোর্ড সভা ২ মার্চ

fuwanস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি ফুয়াং সিরামিকস লিমিটেডের বোর্ড সভা আগামী ২ মার্চ আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিটি এদিন বেলা সাড়ে ৩টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

এসআইবিএলের ৫ লাখ শেয়ার বিক্রয় ঘোষণা

siblস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি স্যোসাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) একজন স্পন্সর ৫ লাখ শেয়ার বিক্রয় করার ঘোষণা দিয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ড. এম এ মান্নান নামে ব্যাংকটির এই স্পন্সর ৫ লাখ শেয়ার বিক্রয় করবে। তার হাতে ব্যাংকটির মোট ১ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ৬৩ শেয়ার রয়েছে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হয়েছে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর