মোবাইল কোম্পানিগুলো থেকে সরকারের আয় সাড়ে ২৪ হাজার কোটি টাকা

tananaনিজস্ব প্রতিবেদক :

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ২০০০ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত মোবাইল কোম্পানিগুলো থেকে সরকার ২৪ হাজার ৫৯৬ কোটি ৪১ লাখ টাকা আয় করেছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, চলতি অর্থবছরে মোবাইল কোম্পানিগুলো থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ১ হাজার ৫৮২ কোটি ৮৯ লাখ টাকা।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে মোট আয়ের মধ্যে গ্রামীণ ফোন থেকে ১১ হাজার ৩৬০ কোটি ৪৮ লাখ টাকা, রবিআজিয়াটা থেকে ৫ হাজার ২৭৩ কোটি ৭৩ লাখ টাকা, বাংলা লিংক থেকে ৫ হাজার ২০৮ কোটি ৩ লাখ টাকা, এয়ারটেল থেকে ১ হাজার ৫৯৫ কোটি ৬৯ লাখ টাকা, টেলিটক থেকে ৪৬০ কোটি ৯৮ লাখ টাকা ও সিটিসেল থেকে ৬৯৭ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

কেয়া কসমেটিকসের বোর্ড সভা মঙ্গলবার

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন শিল্প খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের বোর্ড সভা আগামী মঙ্গলবার আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিটি ৭ মার্চ বেলা ৩টায় রাজধানীর গুলশানে নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

এই বোর্ড সভায় কোম্পানিটির পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে সর্বশেষ আর্থিক প্রতিবেদন শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

দিনশেষে লেনদেনে সেরা বারাকা পাওয়ার

baraka-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ার লিমিটেড। এদিন কোম্পানির মোট ৪৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার ৩৮৭২ বার হাতবদল হয়। এসময় মোট ৯৩ লাখ ৫ হাজার ৭২৯টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। কোম্পানিটির ৭৬ লাখ ১২ হাজার ৬৯৬টি শেয়ার হাতবদল হয়। যার বাজার দর ৪৭ কোটি ২৭ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা রতনপুর স্টিলস লিমিটেড ৪৭১৫ বারে ৪২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংক ২২ কোটি ৬৪ লাখ, শাশা ডেনিমস ২০ কোটি ৯৬ লাখ, প্যাসিফিক ডেনিমস ১৮ কোটি ২৯ লাখ, বেক্সিমকো লিমিটেড ১৬ কোটি ৪৭ লাখ, ইফাদ অটোস ১৫ কোটি ৯৪ লাখ, জিপিএইচ ইস্পাত ১৫ কোটি ৬৮ লাখ ও এ্যাকটিভ ফাইন ১৪ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

শাশা ডেনিমসের অন্তবর্তীকালীন লভ্যাংশ ব্যাংকে জমা

shasa logo 2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে । বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে এই লভ্যাংশ পাঠিয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

নিয়ম অনুযায়ী, যাদের লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে এখনো পৌঁছায়নি, তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত চলতি হিসাব বছরের জন্য শাশা ডেনিমস লিমিটেড শেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সামিট পাওয়ারের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান নির্ধারণ হয়েছে ‘এএএ’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল)। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সময় কোম্পানিটির স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-১’।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

 

স্টকমার্কেটবিডি.কম/বিএ

পতন দিয়ে শুরু সপ্তাহের লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের মূল্য সূচকের পতন হয়েছে। এদিন লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন একই থাকলে আগের দিনের চেয়ে কমেছে সূচক । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, রবিবার ডিএসইতে ৭৯৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৮৩০ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়। আজ দিন শেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৩.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৯৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১০ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বারাকা পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, রতনপুর স্টিলস, ইসলামী ব্যাংক, শাশা ডেনিমস, প্যাসিফিক ডেনিমস, বেক্সিমকো লিমিটেড, ইফাদ অটোস, জিপিএইচ ইস্পাত ও এ্যাকটিভ ফাইন।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৪২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল প্যাসিফিক ডেনিমস ও আমান ফিড লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৬৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. বারাকা পাওয়ার
  2. লংকাবাংলা ফাইন্যান্স
  3. রতনপুর স্টিলস
  4. ইসলামী ব্যাংক
  5. শাশা ডেনিমস
  6. প্যাসিফিক ডেনিমস
  7. বেক্সিমকো লিমিটেড
  8. ইফাদ অটোস
  9. জিপিএইচ ইস্পাত
  10. এ্যাকটিভ ফাইন।

মতিন স্পিনিংয়ের দর বাড়ার কারণ নেই

matin-spinning-logo-mmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি এ শেয়ারের দর ছিল ৩৭.৬০ টাকা এবং গতকাল ৪ মার্চ এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৪৪.৯০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে মতিন স্পিনিং লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

শেফার্ড ইন্ডাস্ট্রিজের লেনদেন শুরু চলতি সপ্তাহে

sherpardস্টকমার্কেট ডেস্ক :

চলতি সপ্তাহের শেষের দিকে সেকেন্ডারি শেয়ারবাজারে শুরু হতে পারে শেফার্ড ইন্ডাস্ট্রিজের লেনদেন। গত বৃহস্পতিবার আইপিওতে শেয়ার বরাদ্দ পাওয়া বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে শেয়ার পাঠিয়েছে কোম্পানিটি। সেন্ট্রাল ডিপোজিটরি কোম্পানি সিডিবিএলও এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে জানা যায়, আইপিও শেয়ার বিও অ্যাকাউন্টে হস্তান্তরের পর সাধারণত একটি কোম্পানি সেকেন্ডারি বাজারে লেনদেন শুরুর আবেদন করে। কোম্পানিটির আবেদন পাওয়ার পর দাপ্তরিক কাজ শেষ করে লেনদেন শুরু করতে দুই থেকে তিন দিন সময় প্রয়োজন।

সে হিসেবে অন্য সব কিছু ঠিক থাকলে আগামী বুধ অথবা বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরুর সম্ভাবনা আছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

কেনিয়ায় পোশাক রপ্তানিতে ২৫% শুল্ক দেয় বাংলাদেশ

garmetnsনিজস্ব প্রতিবেদক :

পোশাক রপ্তানিতে কেনিয়ায় ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। এই শুল্ক বাধা নিরসন করলে বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে। তৈরি পোশাকশিল্পে নিজেদের দেশে যৌথ বিনিয়োেগর জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে কেনিয়া।

সফররত কেনিয়ার বাণিজ্য প্রতিনিধিদল গতকাল শনিবার বিকেলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠকে এসব তথ্য জানায় শিল্প মালিকরা।

কেনিয়ার শিল্প বাণিজ্য ও সমবায় মন্ত্রণালয়ের মুখ্য সচিব জুলিয়াস কোরির নেতৃত্বে দেশটির সরকারি ও বেসরকারি খাতের ১২ সদস্যের বাণিজ্য-বিনিয়োগ সংক্রান্ত প্রতিনিধি গতকাল ঢাকা সফরে আসেন। দুপুরে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ ও বিকেলে বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেন।

কেনিয়ার প্রতিনিধিদলের সঙ্গে বিকেলে বিজিএমইএর কার্যালয়ে বৈঠকে সংগঠনটির সহসভাপতি মোহাম্মদ নাছির ও পরিচালক মিরান আলী উপস্থিত ছিলেন। পরে জানতে চাইলে মিরান আলী প্রথম আলোকে বলেন, চীন পোশাক ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে। এই সুযোগে কেনিয়া নিজেদের পোশাকশিল্পে বিনিয়োগ বাড়াতে চায়। সে জন্যই বাংলাদেশের অভিজ্ঞতা শুনতে এসেছে। কেনিয়াতে যৌথ বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এদিকে বিকেএমইএর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কেনিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরূহা সুলতানা। তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছর বাংলাদেশ কেনিয়াতে ১ কোটি ৭ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে। তার বিপরীতে কেনিয়া মাত্র ৩০ লাখ ডলারের পণ্য বাংলাদেশে রপ্তানি করতে পেরেছে। উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির সুযোগ আছে।

বৈঠকে সভাপতিত্ব করেন বিকেএমইএর সহসভাপতি এ এইচ আসলাম সানি। িতনি বলেন, পোশাক রপ্তানিতে কেনিয়ায় ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। এই শুল্ক বাধা নিরসন করলে বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম