নিজস্ব প্রতিবেদক :
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের মূল্য সূচকের পতন হয়েছে। এদিন লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন একই থাকলে আগের দিনের চেয়ে কমেছে সূচক । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, রবিবার ডিএসইতে ৭৯৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৮৩০ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়। আজ দিন শেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৩.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৯৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১০ পয়েন্টে।
এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বারাকা পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, রতনপুর স্টিলস, ইসলামী ব্যাংক, শাশা ডেনিমস, প্যাসিফিক ডেনিমস, বেক্সিমকো লিমিটেড, ইফাদ অটোস, জিপিএইচ ইস্পাত ও এ্যাকটিভ ফাইন।
এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৪২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল প্যাসিফিক ডেনিমস ও আমান ফিড লিমিটেড।
এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৬৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
স্টকমার্কেটবিডি.কম/এম