নগদ লভ্যাংশ ঘোষণা করল উত্তরা ফাইন্যান্স

uttara-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড গত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

এ সময় ব্যাংকটির শেয়ার প্রতি আয় এসেছে ৬ টাকা ৬২ পয়সা। আর ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫.৫৪ টাকা।

কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল। এ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২২ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

মূল্য সংবেদনশীল তথ্য নিয়ে এমডি-সেক্রেটারিকে সতর্কপত্র

bsecনিজস্ব প্রতিবেদক :

মূল্য সংবেদনশীল তথ্য যথাসময়ে প্রকাশ না করায় শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিং, পরিচালকগণ, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারিকে সতর্কপত্র দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি’র এনফোর্সমেন্ট বিভাগের উপ-পরিচালক মুস্তারি জাহান স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। তাদেরকে সতর্ক করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চিঠি দিয়েছে কমিশনের এনফোর্সমেন্ট বিভাগ। চিঠির অনুলিপি ডিএসই ও সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক-কেও পাঠানো হয়েছে।

তবে আইন অমান্যের বিষয়ে তাদের দেওয়া ব্যাখ্যা কমিশন আমলে নিয়েছে। তাই তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ তুলে নেওয়া হয়েছে। এর জন্য শাস্তি না দিয়ে তাদেরকে শুধু সতর্ক করা হয়েছে। আর ভবিষ্যতে এ ধরণের কোন কাজ করলে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারিও দিয়েছে কমিশন।

চিঠিতে বলা হয়েছে, আরএন স্পিনিং মূল্য সংবেদনশীল তথ্য যথা সময়ে প্রকাশ না করায় এর পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ ও শুনানিতে ডাকে কমিশন। তারা জানায় উচ্চ আদালতের রায়ের কারণে মূল্য সংবেদনশীল তথ্য যথা সময়ে তারা দাখিল করতে ব্যর্থ হয়েছে। তাই কমিশন তাদের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নিয়েছে।

সিকিউরিটিজ আইন পরিপালনে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে ভবিষ্যতে এ ধরণের কাজ না করার জন্য হুশিয়ারি দিয়েছে কমিশন। পাশাপাশি কোম্পানিটির পরিচালকগণ, ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সেক্রেটারিকে সতর্ক করেছে কমিশন।

স্টকমার্কেটবিডি.কম/এম

তালিকাভুক্ত চারসহ ১১ কোম্পানির টাকা ফেরত দিবে সরকার

courtনিজস্ব প্রতিবেদক :

বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে আদায় করা ৬১৫ কোটি টাকা ফেরত দিতে হবে। এ সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাংকের করা আপিল আজ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারপতির বেঞ্চ আজ এ আদেশ দেন।

হাইকোর্ট ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে নেয়া ৬১৫ কোটি টাকা তিন মাসের মধ্যে ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছিল। এর মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি ফেরত পাচ্ছে ১৬৪ কোটি ৫৫ লাখ টাকা। শেয়ারবাজারের কোম্পানিগুলোর মধ্যে মেঘনা সিমেন্ট ৫২ কোটি টাকা, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট ১৭ কোটি ৫৫ লাখ টাকা এবং ইস্টার্ন হাউজিং ৩৫ কোটি টাকা ফেরত পাবে।

এছাড়া এস আলম গ্রুপের অন্য ৬ প্রতিষ্ঠানের সাথে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল্ড স্টীল সম্মিলিতভাবে ৬০ কোটি টাকা ফেরত পাবে।

পাশাপাশি আইপিও’র পাইপ লাইনে থাকা বসুন্ধরা পেপার এবং ইস্টওয়েস্ট প্রপার্টি লি: সম্মিলিতভাবে ১৫ কোটি টাকা ফেরত পাবে।

এছাড়া দি কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেড এবং বারাউরা টি কোম্পানি লিমিটেডকে ২৩৭ কোটি ৬৫ লাখ, ইউনিক সিরামিক ইন্ডাস্ট্রিজকে ৭০ লাখ, বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডকে ৭ কোটি ১০ লাখ এবং ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টের এক পরিচালককে ১৮৯ কোটি ও ইউনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সত্ত্বাধিকারীকে ৬৫ লাখ টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়।

এই টাকা যেন ফেরত দিতে না হয় সে জন্য হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল করে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকের পক্ষে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম এবং বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী প্রমুখ শুনানি করেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

লেনদেনের শীর্ষে আইএফআইসি ব্যাংক

ific-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানির মোট ৩৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার ৪১৩৭ বার হাতবদল হয়। এসময় মোট ১ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৮৩৫ টি শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। কোম্পানিটির ৬০ লাখ ৪ হাজার ৮৭টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩৫ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা কাসেম ড্রাইসেল ২৪২১ বারে ২৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরএসআরএম স্টিলস ২২ কোটি ৬ লাখ, বেক্সিমকো লিমিটেড ২১ কোটি ২০ লাখ, ব্রেক্স ফার্মা ১৯ কোটি ৯৪ লাখ, ইউনিয়ন ক্যাপিটাল ১৮ কোটি ৯১ লাখ, ব্র্যাক ব্যাংক ১৮ কোটি ৭৯ লাখ, আইপিডিসি ১৬ কোটি ৪৯ লাখ ও ন্যাশনাল ব্যাংক ১৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

মার্জিনধারীদের তথ্য চায় শিপিং কর্পোরেশন

bscস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছে।

ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চায় কোম্পানিটি।

আগামী ২৩ মার্চের এই তালিকা এ secy@bsc.gov.bd মেইলে পাঠাতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসআই

ইবনে সিনার ঋণমান ‘এ২’

ibnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের ঋণমান নির্ধারণ হয়েছে ‘এ২’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল)। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্রিমিয়ার লিজিংয়ের বোর্ড সভা ২৩ মার্চ

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং এণ্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ২৩ মার্চ আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

নন-ব্যাংকিং খাতের কোম্পানিটি সেদিন বেলা ৩ টায় মতিঝিল নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

এই বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস