শেয়ার বিক্রয় করবে এসআইবিএলের স্পন্সর

siblস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি স্যোসাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) একজন স্পন্সর ২ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ড. এম এ মান্নান নামে ব্যাংকটির এই স্পন্সর ২ লাখ শেয়ার বিক্রয় করা ঘোষণা দেন। তার হাতে ব্যাংকটির মোট ১ কোটি ৪২ লাখ ৯০ হাজার ৬৩ শেয়ার রয়েছে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

এশিয়া প্যাসিফিকের বোর্ড সভা ২৮ মার্চ

Asia-Pac-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ মার্চ আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটি সেদিন বেলা সাড়ে ৩ টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

এই বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

  1. এবি ব্যাংক
  2. সিটি ব্যাংক
  3. লংকাবাংলা ফাইন্যান্স
  4. ইউসিবি
  5. ন্যাশনাল ব্যাংক
  6. ইসলামী ব্যাংক
  7. আইএফআইসি
  8. ব্র্যাক ব্যাংক
  9. রতনপুর স্টিল
  10. বেক্সিমকো লিমিটেড।

শেয়ারবাজারে লেনদেন ও সূচকের বড় উত্থান

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। এদিন আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, মঙ্গলবার ডিএসইতে ১২৬৩ কোটি ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ১১০৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আজ দিনশেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে অনেকটাই বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২৯.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৬৫ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৬৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – এবি ব্যাংক, সিটি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ইউসিবি, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, আইএফআইসি, ব্র্যাক ব্যাংক, রতনপুর স্টিল ও বেক্সিমকো লিমিটেড।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ৫৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এবি ব্যাংক ও ইষ্টার্ণ ব্যাংক।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৬৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

 

ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনে ভোটগ্রহণ চলছে

Dse election 21 Marchনিজস্ব প্রতিবেদক :

শেয়ারহোল্ডার পরিচালকের দুই শূন্যপদ পূরণে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসই লবিতে সকাল ১০টা ৩০ থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ চলছে। এই ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই চলবে। দুই পরিচালক পদে প্রার্থী হিসেবে লড়ছেন স্টক এক্সচেঞ্জটির চারজন সদস্য।

জানা গেছে, চলতি বছর বর্তমান শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ শাজাহান ও খাজা গোলাম রসূলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শূন্য দুই পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করা চার সদস্য হলেন— কান্ট্রি স্টক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাজা আসিফ আহমেদ, ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান খান, র্যাপিড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হানিফ ভূইয়া ও এসএআর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান।

নির্বাচন অনুষ্ঠানের জন্য এরই মধ্যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেছে ডিএসই। কমিশনের অন্য দুই সদস্য হলেন— হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-উর-রশিদ ও এমঅ্যান্ডজেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর উদ্দিন আহমেদ।

ভোট গণনা শেষে আজ ফলাফল জানা গেলেও আনুষ্ঠানিকভাবে ২৩ মার্চ ডিএসইর ৫৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন পরিচালকদের নাম ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইষ্টার্ণ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

eblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড গত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস আর ২৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি।

এ সময় ব্যাংকটির শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় এসেছে ৩ টাকা৮৬ পয়সা। আর ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৯.৬৪ টাকা।

ব্যাংকটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ এপ্রিল। এ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৭ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

লভ্যাংশ ঘোষণা করল ব্র্যাক ব্যাংক

bracস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড গত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস আর ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি।

এ সময় ব্যাংকটির শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় এসেছে ৬ টাকা ২৮ পয়সা। আর ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩১.৩৪ টাকা।

ব্যাংকটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ এপ্রিল। এ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৭ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

টাকা মুদায় শেয়ার কিনতে পারবে বিদেশীরা

bbনিজস্ব প্রতিবেদক :

বিদেশী বিনিয়োগকারীরা নিজেদের হিসাব থেকে বাংলাদেশী টাকায় সরাসরি দেশীয় কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবেন। তাই এখন থেকে মুদ্রার মান পরিবর্তনজনিত কোন ঝুঁকিতে পড়তে হবে না বিদেশীদের জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনের মাধ্যমে রবিবার বিষয়টি স্পষ্ট করে সকল ব্যাংককে (টাকার অথোরাইজড ডিলার) ব্যাখ্যা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে ফরেন এক্সচেঞ্জ ট্রাঞ্জেকশন-২০০৯ বিধিমালার চ্যাপ্টার ৯ এর পরিচ্ছদ ২(এ)(বি) ও চ্যাপ্টার ৪ এর পরিচ্ছদ ১৬ সম্পর্কে ব্যাখ্যা দেয়া হয়েছে। ব্যাখ্যায় বলা হয়েছে, শেয়ার কেনার জন্য প্রবাসীদের ব্যাংকের বিদেশী শাখা কিংবা প্রতিনিধির কাছে থাকা নিজ হিসাবে টাকা জমা করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক টাকা জমা হওয়া হিসাবের উপর সার্টিফিকেট ইস্যু করতে পারে। দেশীও কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে টাকা প্রদানে সার্টিফিকেটটি সহায়তা করবে।

সার্টিফিকেট ইস্যুর জন্য দুটি ছক তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক উর্ধতন কর্মকর্তা বলেন, সার্টিফিকেট ইস্যুকারী ব্যাংক প্রবাসী হিসাবধারীর কেনা শেয়ারের মূল্য টাকা কিংবা বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে পারবে। এক্ষেত্রে মুদ্রার মান একইভাবে হিসাব করা হবে। অর্থাৎ প্রবাসী বিনিয়োগকারীরা শুধু শেয়ার কেনার নির্দেশ দেবেন বাকি সব কাজ ব্যাংক করবে।

তিনি আরও বলেন, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) আরও সহজ ও ঝুঁকিমুক্ত করার জন্য বিধিমালার ব্যাখ্যা দেয়া হয়েছে। কারণ বৈদেশিক মুদ্রার মান খুবই অস্থিতিশীল। প্রতিদিনই এর দর ওঠানামা করে। তাছাড়া এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য জাপানের বিনিয়োগ উন্নয়ন সংস্থা দি জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছিল।

ফরেন এক্সচেঞ্জ ট্রাঞ্জেকশন-২০০৯ বিধিমালার চ্যাপ্টার ৯ এর পরিচ্ছদ ২(এ)(বি) এ বলা হয়েছে, কেবল মাত্র ব্যাংকের মাধ্যমে টাকায় পরিবর্তন যোগ্য বৈদেশিক মুদ্রার বিনিময়ে শেয়ার কিনতে পারবেন প্রবাসীরা।

চ্যাপ্টার ৪ এর পরিচ্ছদ ১৬ এ বলা হয়েছে ব্যাংক শুধুমাত্র টাকায় রূপান্তরযোগ্য বৈদেশিক মুদ্রায় প্রবাসীদের হিসাব খুলতে এবং রক্ষণাবেক্ষণ করতে পারে। সেক্ষেত্রে হিসাবে থাকা ফান্ডের মানের কোন পরিবর্তন হবে না।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এনসিসি ব্যাংক ৩৫৫টি শেয়ার সার্টিফিকেট হারিয়েছে

ncc-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক (এনসিসি) তার হাতে থাকা ৩৫৫টি শেয়ার সার্টিফিকেট হারিয়েছে। বিষয়টি সকলের অবগতির জন্য জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

সিএসই জানায়, সার্টিফিকেট নং ০৮৩৬৬২ এবং ডিসটিঙ্ক নং ০৪১৮০৯২১-০৪১৮০৯৬৫ এর ৪৫টি শেয়ার; সার্টিফিকেট নং ০১০৬১৮৪ এবং ডিসটিঙ্ক নং ০৫৬২১৩৭১-০৫২৬১৪০৯ এর ৩৯টি শেয়ার; সার্টিফিকেট নং ০৮৩৬৬৮ এবং ডিসটিঙ্ক নং ০৪১৮১২১৬-০৪১৮১২৫৫ এর ৪০টি শেয়ার; সার্টিফিকেট নং ০১০৬১৯৫ এবং ডিসটিঙ্ক নং ০৫২৬১৯১০-০৫২৬১৯৪০ এর ৩১টি শেয়ার; সার্টিফিকেট নং ০৮৩৬৭৪ এবং ডিসটিঙ্ক নং ০৪১৮১৫০৬-০৪১৮১৫৫০ এর ৪৫টি শেয়ার; সার্টিফিকেট নং ০৮৩৬৮০ এবং ডিসটিঙ্ক নং ০৪১৮১৮০১-০৪১৮১৮৪০ এর ৪০টি শেয়ার; সার্টিফিকেট নং ০১০৬২১৭ এবং ডিসটিঙ্ক নং ০৫২৬২৯৮০-০৫২৬৩০১০ এর ৩১টি শেয়ার; সার্টিফিকেট নং ০৮৩৬৮৬ এবং ডিসটিঙ্ক নং ০৪১৮২০৯১-০৪১৮২১৩৫ এর ৪৫টি শেয়ার এবং সার্টিফিকেট নং ০১০৬২২৮ এবং ডিসটিঙ্ক নং ০৫২৬৩৫১১-০৫২৬৩৫৪৯ এর ৩৯টি শেয়ার হারিয়ে গেছে বলে জানিয়েছে এনসিসি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডিএসইর পরিচালক নির্বাচন আজ : প্রার্থী ৪ জন

dse1নিজস্ব প্রতিবেদক :

শেয়ারহোল্ডার পরিচালকের দুই শূন্যপদ পূরণে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসই লবিতে সকাল ১০টা ৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে। দুই পরিচালক পদে প্রার্থী হিসেবে লড়ছেন স্টক এক্সচেঞ্জটির চারজন সদস্য।

জানা গেছে, চলতি বছর বর্তমান শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ শাজাহান ও খাজা গোলাম রসূলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শূন্য দুই পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করা চার সদস্য হলেন— কান্ট্রি স্টক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাজা আসিফ আহমেদ, ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান খান, র্যাপিড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হানিফ ভূইয়া ও এসএআর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান।

নির্বাচন অনুষ্ঠানের জন্য এরই মধ্যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেছে ডিএসই। কমিশনের অন্য দুই সদস্য হলেন— হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-উর-রশিদ ও এমঅ্যান্ডজেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর উদ্দিন আহমেদ।

ভোট গণনা শেষে আজ ফলাফল জানা গেলেও আনুষ্ঠানিকভাবে ২৩ মার্চ ডিএসইর ৫৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন পরিচালকদের নাম ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ