যমুনা অয়েলের এমডি আবুল খায়েরের বিরুদ্ধে দুই মামলা

jamuna 1চট্টগ্রাম প্রতিনিধি :

রাষ্ট্রায়ত্ত জ্বালানী তেল পরিশোধনাগার প্রতিষ্ঠান পদ্মা অয়েল লিমিটেডের দুটি উন্নয়ন কাজের প্রায় ৩ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা দায়ের হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলায় আসামি হিসেবে আছেন পদ্মা ওয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল খায়ের। তিনি বর্তমানে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।

দুটি মামলায় পদ্মা অয়েলের আরও চার কর্মকর্তাসহ পৃথকভাবে আসামি হিসেবে আছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) নগরীর সদরঘাট থানায় দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো.সিরাজুল হক বাদি হয়ে মামলা দুটি দায়ের করেছেন। মামলা নম্বর ০৮ ও ০৯ বলে জানিয়েছেন সদরঘাট থানার ওসি মর্জিনা আখতার।

জানা যায়, হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমানে জ্বালানি নেয়ার জন্য হাইড্রেন্ট লাইন নির্মাণে শিডিউল মোতাবেক কাজ না করে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা হয়েছে।

২০১৫-২০১৬ অর্থবছরে হওয়া এই উন্নয়ন কাজ থেকে টাকা আত্মসাতের মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। এরা হলেন, ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স অয়েল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের এমডি মো.ফাহিম জামান পাঠান, প্রকল্প পরিচালক পদ্মা অয়েলের কর্মকর্তা মো.আলী হোসেন এবং এমডি আবুল খায়েরকে।

২০১৬ সালে খুলনার দৌলতপুরে পদ্মা অয়েলের একটি ভবন নির্মাণে শিডিউল মোতাবেক কাজ না করে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে পাঁচজনকে।

আসামিরা হলেন, পদ্মা অয়েলের এমডি আবুল খায়ের, প্রকল্প পরিচালক মো.নূরুল আমিন, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী কে এম আব্দুর রহিম ও প্রকৌশলী সালেকী আহমেদ আইনুল আব্বাসী এবং ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ ইউনূস এন্ড কোম্পানির এমডি আনিসুর রহমান।

উভয় মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক বাংলানিউজকে বলেন, পদ্মা অয়েলের এমডি থাকাকালে আবুল খায়েরসহ অপরাপর আসামিরা পরস্পরের যোগসাজশে কাজ কম করে অর্থ আত্মসাত করেছেন। গত বছর এই দুটি উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। প্রয়োজনীয় অনুসন্ধান শেষে সত্যতা এবং তথ্যপ্রমাণ পেয়ে দুদকের অনুমোদনপূর্বক মামলা দায়ের করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

কন্যাকে শেয়ার প্রদান করলেন ইউনিক হোটেলের স্পন্সর

uniq-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের একজন স্পন্সর হাতে থাকা সব শেয়ার তার কন্যাকে হস্তান্তর করেছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মো. নূর আলী নামে কোম্পানিটির এই স্পন্সর পরিচালক হাতে থাকা ৫৭ হাজার ৯০ হাজার ৯৭৩ টি সব শেয়ার তার কন্যাকে প্রদান করলেন। তার হাতে কোম্পানিটির মোট ১ কোটি ৬৮ লাখ ৭১৮টি শেয়ার ছিল।

এসব শেয়ার তিনি তার কন্যা নাবিলা আলীকে হস্তান্তর করলেন।

ঘোসণার পরে ৩০ এপ্রিলের মধ্যেই উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

পাঁচ দফা দাবি নিয়ে পোশাকশিল্প মালিকরা

bgmeaনিজস্ব প্রতিবেদক :

তৈরি পোশাক রপ্তানির বিপরীতে উৎসে কর আদায় বন্ধ করার দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে কর ও শুল্ক-সংক্রান্ত নীতিমালা কমপক্ষে পাঁচ বছরের জন্য করাসহ মোট ৫ দফা নিয়ে এনবিআরকে জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এসব দাবিদাওয়া তুলে ধরেন বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। আজকের সভায় নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ছাড়াও বিভিন্ন পণ্য রপ্তানিকারক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘উৎসে কর বন্ধ করে দেওয়া উচিত। সেটি না হলে অন্তত দুই বছরের জন্য এটি বন্ধ করা উচিত।’ অবশ্য এনবিআরকে দেওয়া লিখিত প্রস্তাবে বিজিএমইএ উৎসে কর শূন্য দশমিক ৭০ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫০ শতাংশ করা এবং তা আগামী পাঁচ বছর কার্যকর রাখা ও করদায় চূড়ান্ত নিষ্পত্তির দাবি জানিয়েছে।

সুবিধা চাওয়ার কারণ হিসেবে সিদ্দিকুর রহমান বলেন, ‘বিশ্ববাজারে গত বছর পোশাকের চাহিদা কমেছে সাড়ে ৭ শতাংশ। এদিকে ভারত সরকার গত বছর পোশাক রপ্তানিতে নিজেদের অবস্থান শক্ত করতে নিজেদের ব্যবসায়ীদের প্রণোদনা দিচ্ছে। এদিকে আমাদের অবকাঠামো সমস্যা আছে। সারা দিন গ্যাস থাকে না। তারপরও আমরা ডিজেল দিয়ে উৎপাদন অব্যাহত রাখছি।’

বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক রপ্তানিতে ১০ বছরে গড়ে ১৩ শতাংশ প্রবৃদ্ধি ছিল। কিন্তু এখন সেটি ৩ শতাংশে এসে থেমে গেছে। রানা প্লাজা ধসের পর ১ হাজার ২০০ কারখানা বন্ধ হয়ে গেছে। বর্তমানে পোশাক খাত একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আগামী দুই বছর টিকে থাকতে পারলে আমরা ঘুরে দাঁড়াতে পারব। এই দুই বছরের জন্য আমরা নীতিসহায়তা চাইছি।’

আগামী বাজেটে বাস্তবায়নের জন্য বিজিএমইএ প্রাতিষ্ঠানিক বা করপোরেট কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, উৎসে কর কর্তনকে সর্বনিম্ন কর বিবেচনা না করে আগের মতো চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য করা, গ্যাস-বিদ্যুৎ-পানির বিলে মূসক অব্যাহতি, এলইডি (লাইট এমিটিং ডায়োড) বাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া, ফায়ার ফাইটিং পাম্প ও স্প্রিংকলারসহ অগ্নিনিরাপত্তার সব যন্ত্রপাতি শুল্কমুক্ত সুবিধায় আমদানির দাবি জানিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

জিডিপি লক্ষমাত্রা অর্জন হবে না বলে দাবি এডিবি’র

adbনিজস্ব প্রতিবেদক :

রপ্তানি ও প্রবাসী আয় কমে যাওয়ায় লক্ষ্য অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন হবে না বলে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৭ প্রতিবেদন প্রকাশ করে এই পূর্বাভাস দিয়েছে এডিবি। প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে এডিবির ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর চাই লি, অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রমুখ। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট জয়তসানা ভর্মা।

চাই লি জানান, আগামী অর্থবছরেও (২০১৭-১৮) ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হবে বাংলাদেশের। এদিকে চলতি অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরেছে সরকার।

এডিবি মনে করে, এই প্রবৃদ্ধি অর্জিত হবে তখনই, যখন রাজনৈতিক স্থিতিশীল অব্যাহত থাকবে, যা ভোক্তা চাহিদা বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা তৈরি করবে। কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখবে, কিন্তু বেসরকারি খাতে ঋণ প্রবাহ ঠিক রাখবে। স্বাভাবিক আবহাওয়া বিরাজ থাকবে।

জাহিদ হোসেন বলেন, প্রবাসী আয় ও রপ্তানি কমে গেলেও ভালো প্রবৃদ্ধি অর্জন বাংলাদেশের জন্য সমস্যা হবে না। কেননা এ দেশের অর্থনীতিতে অভ্যন্তরীণ চাহিদা আছে। এটি অর্থনীতির সক্ষমতা; যা টেকসই প্রবৃদ্ধির একটি ধরন তৈরি করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিনিয়োগকারীদের হাতে সাইফ পাওয়ারের রাইট শেয়ার

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

রাইট প্রক্রিয়া সম্পন্ন করা আবাসন ও সেবা খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। বৃহস্পতিবার সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে শেয়ার জমা হওয়ার পর শীঘ্রই দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে বলে জানা গেছে।

সূত্রমতে, সাইফ পাওয়ারটেকের রাইট পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ৬ এপ্রিল বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসেবে জমা হয়েছে।

সূত্রটি জানায়, কোম্পানিটির রাইট ইস্যুর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল গত ৭ ফেব্রুয়ারি।

গত ১৭ জানুয়ারি ৫৯৫ তম কমিশন সভায় ১:১ হারে রাইট শেয়ার অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

এই রাইটের মাধ্যমে কোম্পানিটি ১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৩৪৮টি রাইট শেয়ার ইস্যু করবে। ফেসভ্যালু ১০ টাকার সাথে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় রাইট ইস্যু করা হবে। রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ১৭৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ২২০ টাকা সংগ্রহ করবে।

১:১ হারে এই রাইট অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ্যাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. বেক্সিমকো লিমিটেড
  2. সিটি ব্যাংক
  3. সাইফ পাওয়ার
  4. আইডিএলসি
  5. লংকাবাংলা ফাইন্যান্স
  6. ওয়ান ব্যাংক
  7. আরএসআরএম
  8. বেক্স ফার্মা
  9. রিজেন্ট টেক্সটাইল
  10. ব্র্যাক ব্যাংক।

দিনশেষে কমেছে সুচক, লেনদেন ও শেয়ার দর

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন সব ধরণের মূল্য সূচকেরও পতন হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, বৃহস্পতিবার দিনের লেনদেন শেষে ডিএসইতে ১০১৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ১১১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আজ দিনশেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২০.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বেক্সিমকো লিমিটেড, সিটি ব্যাংক, সাইফ পাওয়ার, আইডিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, আরএসআরএম, বেক্স ফার্মা, রিজেন্ট টেক্সটাইল ও ব্র্যাক ব্যাংক।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৬৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও ইষ্টার্ন ব্যাংক।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৮৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

 

হাক্কানী পাল্পের দর বাড়ার কোনো তথ্য নেই

hakkaniস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৩ মার্চ এ শেয়ারের দর ছিল ৫০.৫০ টাকা এবং গতকাল ৫ এপ্রিল এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৫৭.২০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন সিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে বেক্স ফার্মা জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

৪০ লাখ শেয়ার বিক্রয় করবে ইসলামী ব্যাংক

islamiস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইসলামী ব্যাংক লিমিটেডের একজন স্পন্সর ৪০ লাখ শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ইঞ্জিনিয়াস মোস্তফা আনোয়ার নামে ব্যাংকটির এই স্পন্সর নিজের ৪০ লাখ শেয়ার বিক্রয় করার ঘোষণা দিয়েছেন। তার হাতে ব্যাংকটির মোট ৪২ লাখ ২৬ হাজার ৩৩২টি শেয়ার রয়েছে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

এটলাস বিডির তৃতীয় প্রান্তিক বোর্ড সভা

atlasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এটলাস বিডি লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১০ এপ্রিল আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের তৃতীয় প্রান্তিকের ( জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

প্রকৌশল খাতের কোম্পানিটি সেদিন সন্ধ্যা ৫ টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

এই বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস