গ্রামীণফোনের ‘০১৩’ সিরিজের নম্বর বাতিল করে বন্ধ সিম বিক্রির নির্দেশ

gramnনিজস্ব প্রতিবেদক :

বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে দেয়া নতুন নম্বর সিরিজ বরাদ্দের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

তবে নতুন সিরিজের বরাদ্দ না দিলেও সংস্থাটি গ্রামীণফোনের ব্লক, নিবন্ধনবিহীন ও বাতিল সিম পুনরায় বিক্রির অনুমতি দিয়েছে। বিটিআরসিসহ সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সম্প্রতি টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তাদের বিরোধিতার কারণে মূলত গ্রামীণফোনের চাওয়া নতুন নম্বর সিরিজের বরাদ্ধ বাতিল করা হয়।

কর্মকর্তারা বলেন, নতুন নম্বর সিরিজ দেশের সম্পদ। তাই কোনোভাবেই বিনামূল্যে ঠিক হবে না। এছাড়া ভবিষ্যতে আরও চড়া দামে সিরিজ বিক্রি করা যাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে গ্রামীণফোনের মোট প্রায় ৫ কোটি ৯৯ লাখ সক্রিয় গ্রাহক রয়েছে। নতুন সিরিজের কথা বিবেচনা করে বিটিআরসি গত বছর ২১ আগস্ট শর্তসাপেক্ষে গ্রামীণফোনের নামে ‘০১৩’ নম্বর সিরিজ বরাদ্দ দিয়েছিল।

তবে কমিশন পুনরায় আলোচনা ও নিরীক্ষা কার্যক্রমসহ আরও কয়েকটি পুরানো সমস্যার সমাধান করতে অপারেটরটিকে এই সিরিজ দেয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটে।

যোগাযোগ করা হলে বিটিআরসির চেয়ারাম্যান ড. শাজাহান মাহমুদ বলেন, ১১ মে থেকে নতুন সিম বিক্রির সমস্যা নিয়ে নিয়ে গ্রামীণফোন আমাদের চিঠি দেয়। আবেদনের প্রেক্ষিতে তাদের একটি সিরিজ বরাদ্দ দেয়া হয়।

‘কিন্তু আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিটিআরসি ওই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে। তবে বিকল্প হিসেবে এখন থেকে গ্রামীণফোন তাদের ব্লক সিমগুলো বিক্রি করতে পারবে। এটি তাদের জন্যে একটি সুযোগ।’

তিনি জানান, অবৈধ ভিওআইপি ব্যবহারের দায়ে অভিযুক্ত সিমের বিপরীতে গত জানুয়ারি মাসে ৭ কোটি টাকা জরিমানা বাবদ বিটিআরসির কাছে জমা দেয়া সাপেক্ষে গ্রামীণফোনকে এসব সিম পুনরায় বিক্রির অনুমতি দেয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

লাফার্জ সুরমার এজিএম ভেন্যু

lafarge-holcim-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু জানিয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এ কোম্পানির এজিএম ডেল্টা লাইফ টাওয়ার, লেভেল ১৩, গুলশান-২, ঢাকাতে এ অনুষ্ঠিত হবে।

বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। এর আগে কোম্পানিটি ৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশের ঘোষণা দেয়। সবমিলে কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

প্রথম দিন ৫’শ কোটির নিচে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৫০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। এদিন দুই শেয়ারবাজারেই কমেছে সূচক। রবিবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, রবিবার দিনের শেষে ডিএসইতে ৪৫৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার এই লেনদেন ৬৩৪ কোটি ২২ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৫.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৯.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৮২ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ২০১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে –ইফাদ অটোস, প্যারামাউন্ট টেক্সটাইল, বিএসসি, ডরিন পাওয়ার, লংকা বাংলা ফাইন্যান্স, এসিআই লিমিটেড, জাহিন স্পিনিং, ফাস ফাইন্যান্স, বিডিকম অনলাইন ও বেক্সিমকো লিমিটেড।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার এই লেনদেন ৩৮ কোটি ৯৬ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬১৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএসসি ও জাহিন স্পিনিং।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

  1. ইফাদ অটোস
  2. প্যারামাউন্ট টেক্সটাইল
  3. বিএসসি
  4. ডরিন পাওয়ার
  5. লংকা বাংলা ফাইন্যান্স
  6. এসিআই লিমিটেড
  7. জাহিন স্পিনিং
  8. ফাস ফাইন্যান্স
  9. বিডিকম অনলাইন
  10. বেক্সিমকো লিমিটেড।

ফ্যামিলি টেক্সটাইলের ইপিএস .০০০৩ পয়সা

familyস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলি টেক্সটাইল লিমিটেডের পরিচালনা সভা চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের ৩ মাসে (জানুয়ারী-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .০০০৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল .০৭০ পয়সা। এহিসাবে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় কমেছে।

এ বছরের ৩ মাসে কোম্পানিটির ন্যাভ দাঁড়িয়েছে ১৩.০৭ টাকা। যা গত বছর ৩১ ডিসেম্বর ছিল ১৩.৬৮ টাকা।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্বক ০.০০২। যা গত বছর একই সময়ে ছিল .৯৮৬ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

শাহজালাল ব্যাংকের শেয়ার কেনার সম্পন্ন

sahjalal-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের একটি কর্পোরেট স্পন্সর ২০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড নামে এই কর্পোরেট স্পন্সর ব্যাংকটির ২০ হাজার শেয়ার ক্রয় করল।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে চলমান মার্কেটে ক্রয় করা হয়।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

ইংল্যান্ডের তেল কোম্পানির শেয়ার কিনবে ইফাদ অটোস

ifadস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস লিমিটেড ইংল্যান্ডের একটি তেল কোম্পানি শেয়ার কিনবে। সাবসিডিয়ারি এই কোম্পানিটির ৪৯ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে তারা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, ইংল্যান্ডভিত্তিক তেল কোম্পানি গলফ ওয়েল ইন্টারন্যাশনাল লিমিটেডের সাব সিডিয়ারি কোম্পানি গলফ ওয়েল বাংলাদেশ লিমিটেডের শেয়ার কিনবে ইফাদ অটোস। ইতোমধ্যে কোম্পানিটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইফাদ। কোম্পানির ৪৯ শতাংশ শেয়ার কিনতে ব্যয় হবে ১.৬৮৫ মিলিয়ন মার্কিন ডলার।

গলফ ওয়েল বাংলাদেশ লিমিটেড আমাদের দেশে লূব্রিকেন্টস, গ্রিজসহ পাইভেট কারের বিভিন্ন ধরণের দ্রব্যাদি বিক্রি করে থাকে।

অন্যদিকে মাদার কোম্পানি গলফ ওয়েল ইন্টারন্যাশনাল লিমিটেড সারা বিশ্বের প্রায় ৭৩ টি দেশে ব্যবসা পরিচালনা করে আসছে।

গলফ ওয়েল বাংলাদেশ লিমিটেডে বিনিয়োগ করলে ইফাদ অটোসের বাৎসরিক মুনাফা প্রায় ৪.৩৬ কোটি টাকা বৃদ্ধি পাবে। নিজস্ব অর্থায়নে এই বিনিয়োগ করবে ইফাদ অটোস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/