প্রশ্নপত্র ফাঁস : জনতা ব্যাংকের লিখিত পরীক্ষার ফল স্থগিত

janata-smbdনিজস্ব প্রতিবেদক :

জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশসহ পরবর্তী কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

গত ২১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীনে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত ও ফলাফল বাতিলে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ১৫ জন পরীক্ষার্থী গত সপ্তাহে রিটটি করেন। যা আজ শুনানির জন্য ওঠে।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি প্রথম আলোকে বলেন, ২১ এপ্রিল অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষার ফল প্রকাশ ও পরবর্তী কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত ও ফলাফল বাতিলে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে। তিনি বলেন, অর্থসচিব, আইনসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির সভাপতিসহ সাত বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আল আরাফাহ ব্যাংকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

al-arafaস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল আরাফাহ ব্যাংক লিমিটেডের স্পন্সর ৮ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আলহাজ আব্দুস সামাদ নামে কোম্পানিটির এই স্পন্সর পরিচালকের হাতে থাকা ৮ লাখ শেয়ার বিক্রয় করবেন।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/

  1. ইফাদ অটোস
  2. অগ্নি সিস্টেমস
  3. ইউনাইটেড পাওয়ার
  4. ডরিন পাওয়ার
  5. এসিআই লিমিটেড
  6. বিএসসি
  7. প্যারামাউন্ট টেক্সটাইল
  8. বিডিকম অনলাইন
  9. ইভেন্সি টেক্সটাইল
  10. লংকাবাংলা ফাইন্যান্স।

শেয়ারবাজারে লেনদেন ও সূচকের উত্থান

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন গতদিনের চেয়ে বেড়েছে। এদিন দুই শেয়ারবাজারেই সূচকের উত্থান হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার দিনের শেষে ডিএসইতে ৫৬০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার এই লেনদেন ৪৫৮ কোটি ২৪ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২১.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১১.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৯৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১১২টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে –ইফাদ অটোস, অগ্নি সিস্টেমস, ইউনাইটেড পাওয়ার, ডরিন পাওয়ার, এসিআই লিমিটেড, বিএসসি, প্যারামাউন্ট টেক্সটাইল, বিডিকম অনলাইন ও ইভেন্সি টেক্সটাইল।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার এই লেনদেন ২৫ কোটি ৮৭ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইফাদ অটোস ও ডরিন পাওয়ার।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

বিবিএস ক্যাবলসের আইপিও আবেদন শুরু ২৩ মে

bbsনিজস্ব প্রতিবেদক :

বিবিএস ক্যাবলস লিমিটেডের শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৩ মে। এরপর আগামী ৪ জুন পর্যন্ত বিনিয়োগকারীরা এ আবেদন করতে পারবে।

গত ১৩ এপ্রিল কমিশনের ৬০২তম সভায় কোম্পানিটিকে আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে মোট ২০ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে বেনকো ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেনট লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করবে।

গত ৩০ জুন ২০১৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪৬ পয়সা। আর ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ এসেছে (এনএভি) ১৬ টাকা ৭৮ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এ

সেফ’র ভাইস চেয়ারম্যান হলেন ডিএসই’র এমডি

md-dseস্টকমার্কেট ডেস্ক :

সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জ (সেফ) দক্ষিণ এশিয়ান অঞ্চলের ২৮ সদস্যের একটি ফোরাম যা এশিয়াভুক্ত দেশসমূহের শেয়ারবাজারের উন্নয়নের জন্য কাজ করছে। এই ফোরামের মাধ্যমে সদস্য দেশগুলো এক্সচেঞ্জের প্রযুক্তি ব্যবহার, আন্তর্জাতিক হিসাব মান, ক্রস বর্ডার লিস্টিং কে উৎসাহিতকরণ, শেয়ারবাজারে সর্বোত্তম লেনদেন ব্যবস্থা প্রচলন, মানব সম্পদ উন্নয়নে সহযোগিতসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করছে।

সেফ সার্কের একটি স্বীকৃত সংস্থা। দক্ষিণ এশিয়া অঞ্চলের এই সংস্থাটি গত এক দশকের অধিক সময় যাবৎ দক্ষিণ এশিয়ার আর্থিক বাজারের উন্নয়নের জন্য সিকিউরিটিজ মার্কেটের উপর বিভিন্ন সম্মেলনের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় মে ১১-১২, ২০১৭ তারিখে মুম্বাইতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফেডারেশন অফ এক্সচেঞ্জের ১৩তম বার্ষিক সাধারণ সভা এবং বার্ষিক সম্মেলনে ডিএসই’র পরিচালক অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মোঃ আশরাফ খান, এনডিসি, পিএসসি এবং ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান অংশগ্রহণ করেন।

সেফ-এর বার্ষিক সাধারণ সভায় ২০১৭-২০১৯ সাল মেয়াদে বিএসই লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিষ চৌহানকে নতুন চেয়ারম্যান এবং কে.এ.এম.মাজেদুর রহমান ও রাজিভা বন্দরনায়েক কে নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

বোম্বে স্টক এক্সচেঞ্জ লিঃ প্রথমবারের মত সেফ এর সভাপতি নির্বাচিত হয়ে সেবি, অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা এবং সেফ সদস্যদের সহায়তায় দক্ষিণ এশিয়ার পুঁজিবাজার উন্নয়নে কাজ করতে অঙ্গীকার ব্যক্ত করেছে। সেফ এর পরবর্তী সম্মেলন ঢাকায় করার প্রস্তাব করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

রমজানে শেয়ারবাজার কার্যক্রমের সময় পরির্বতন

dseস্টকমার্কেট ডেস্ক :

আসন্ন রমজানে শেয়ারবাজারের বিভিন্ন কার্যক্রমের সময় পরির্বতন করেছে উভয় স্টক এক্সচেঞ্জ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, উভয় স্টক এক্সচেঞ্জের দাফতরিক কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত হয়েছে। এই সময়ের মধ্যে সকাল ১০.০৫ থেকে ১০.২৫ টা পর্যন্ত ওপেনিং অকশন কল চলবে।

ওপেনিং প্রাইস পাবলিকেশন চলবে ১০.২৫ থেকে ১০.৩০ টা পর্যন্ত। এরপর সাড়ে ১০টায় দৈনিক লেনদেন শুরু হবে। লেনদেন চলবে দুপুর ২ টা পর্যন্ত । অর্থাৎ স্বাভাবিক সময়ের তুলনায় লেনদেন ৩০ মিনিট কমবে।

ক্লোজ প্রাইস প্রকাশ করা হবে ২টা থেকে ২.০৫টা পর্যন্ত। ক্লোজিং প্রাইস ট্রেড হবে ২.১০টা পর্যন্ত। বিকেল তিনটা পর্যন্ত পোস্ট ক্লোজ চলবে। দুপুর আড়াই টা পর্যন্ত চেকগ্রহণ ও প্রদানের সময় নির্ধারিত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

পোশাক কারখানায় বারাকা পাওয়ার বিনিয়োগ

baraka-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড পোশাক কারখানায় বিনিয়োগ করেছে। বিনিয়োগকৃ এই পোশাক কারখানায় বারাকা পাওয়ারের মালিকানা হলো ৫১ শতাংশ। সোমবার ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় চলমান উৎপাদনে থাকা একটি পোশাক কারখানা কেনার (অধিগ্রহণ) সিদ্ধান্ত হয়।

শতভাগ রপ্তানিমুখী এই তৈরি পোশাক কারখানার মূল্য ধরা হবে ৩০ কোটি টাকা। তবে অতিরিক্ত খরচ হয়েছে আরও ১০ কোটি টাকা। সব মিলে মোট খরচ হয়েছে ৪০ কোটি টাকা।

মোট ব্যয়ে ৭০ শতাংশ ব্যাংক ঋণের মাধ্যমে অর্থায়ন করা হয়। বাকি অর্থের ৫১ শতাংশ অর্থায়ন করেছে বারাকা পাওয়ার।

সেই হিসেবে বারাকা পাওয়ারের ৫১ শতাংশের মালিকানার জন্য খরচ হয় ৬ কোটি ১২ লাখ টাকা।

কোম্পানিটির প্রতি বছর প্রকল্পটি থেকে গড় নিট আয় হবে ৬ কোটি ৯১ লাখ টাকা। বর্তমানে উৎপাদনে থাকা কোম্পানিটি গাজীপুরের টঙ্গীতে অবস্থিত। বারাকা পাওয়ার প্রতিষ্ঠানটির ৫১ শতাংশের মালিক।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

আমান সিমেন্টের নতুন কারখানার যাত্রা শুরু

amanস্টকমার্কেট ডেস্ক :

বছরে ৩৫ লাখ টন উৎপাদনক্ষমতা নিয়ে আমান গ্রুপের একটি সিমেন্ট কারখানার যাত্রা শুরু হলো। আমান সিমেন্ট মিলস ইউনিট-২ নামের এ কারখানাটি একক ইউনিট হিসেবে দেশের সর্বোচ্চ উৎপাদনক্ষম সিমেন্ট কারখানা।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল রোববার রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক জমকালো অনুষ্ঠানে এ সিমেন্ট কারখানার উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং আমান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, মুক্তবাজার অর্থনীতিতে আমদানি শুল্ক আরোপের মাধ্যমে দেশীয় শিল্প সুরক্ষার সুযোগ অনেক কমে গেছে। এর ফলে স্বল্পোন্নত দেশের উদীয়মান শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় বাজেটে শুল্ক কাঠামো নির্ধারণ করা হচ্ছে। দেশীয় শিল্পের স্বার্থ ক্ষুণ্ন হতে পারে, এমন সিদ্ধান্ত সরকার নেবে না।

অনুষ্ঠানে আমান গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই বহুমুখী শিল্প উৎপাদনের মাধ্যমে আমান গ্রুপ জাতীয় অর্থনীতিতে অবদান রেখে আসছে। তিনি বলেন, জার্মানির উৎপাদন প্রযুক্তিতে নির্মিত তাদের নতুন কারখানায় রয়েছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত উৎস থেকে এই কারখানার কাঁচামাল সংগ্রহ করা হচ্ছে।

আমান সিমেন্ট মিলস ইউনিট-২ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৫০ একর জমিতে গড়ে ওঠা আমান ইকোনমিক জোনে প্রতিষ্ঠিত। এটিই দেশের কোনো অর্থনৈতিক অঞ্চলে উৎপাদন শুরু করা প্রথম কারখানা। এই অর্থনৈতিক অঞ্চলে এরই মধ্যে আমান সিমেন্ট ছাড়াও আমান প্যাকেজিং, আমান শিপইয়ার্ড, আমান ফুড অ্যান্ড বেভারেজ, একিন ফিড, আমান গ্রিন এনার্জিসহ আরও কয়েকটি কারখানা স্থাপন করা হয়েছে।

বিজ্ঞপ্তি