রিজেন্ট টেক্সটাইলের বোর্ড সভা বিকালে

logo-regentস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আজ মঙ্গলবার বিকালে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বস্ত্র খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৪টায় চট্টগ্রামে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

বিদেশী বিনিয়োগে স্বল্পোন্নত দেশে বাংলাদেশ ৪র্থ

unনিজস্ব প্রতিবেদক :

স্বল্প উন্নত দেশগুলোতে (এলডিসি) প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে বাংলাদেশ ৪র্থ স্থানে অবস্থান করছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি বলছে, ২০১৬ সালে বাংলাদেশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহ দাঁড়িয়েছে ২.৩ বিলিয়ন ডলারে। যা এর আগের বছর থেকে ৪ শতাংশ বেশি। তবে এলডিসিভুক্ত দেশগুলোতে এর সার্বিক হার কমেছে। ৪৮টি দেশের এই হার ১৩ শতাংশ কমেছে। ২০১৬ সালে এলডিসিভুক্ত দেশগুলোতে বিনিয়োগ ছিল ৩৮ বিলিয়ন ডলার। যা এর আগের বছর ছিল ৪৪ ডলার।

এশিয়াতে বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার ও নেপাল এলডিসিভুক্ত। জাতিসংঘ পৃথিবীর বিভিন্ন দেশকে স্বল্পোন্নত, উন্নয়নশীল ও উন্নত এ তিন ক্যাটাগরিতে ভাগ করে।

আঙ্কট্যাড এর আগে এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ ২০১৮ সালের মধ্যে এলডিসি থেকে বের হওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করবে। ২০২১ সালের মধ্যে এলডিসি থেকে বের হওয়ার জন্য বিবেচিত নির্দিষ্ট মানদণ্ড সন্তোষজনকভাবে বজায় রাখতে সক্ষম হবে। ২০২৪ সালে চূড়ান্তভাবে এলডিসি থেকে বের হতে সক্ষম হবে বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/