রিজেন্ট টেক্সটাইলের ইপিএস বাড়লেও ন্যাভ কমেছে

logo-regentস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের তৃতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আর্থিক প্রতিবেদনটি পর্যালোচনা করে পরিচালনা বোর্ড।

সূত্র থেকে জানা যায়, কোম্পানিটির এ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (জুলাই’– সেপ্টেম্বর’) তিন মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ২৭ পয়সা।

বছরের ৯ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা। যা আগের বছর একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৬৮ পয়সা।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) ৪ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ঋণাত্বক ৮ পয়সা।

একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৯.৮৬ টাকা। যা গত বছর ৩০ জুন ছিল ৩১.৩৭ টাকা। এ হিসাবে কোম্পানিটির ন্যাভ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ