প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমাদের দাবি রক্ষা করেন : বিজিএমইএ

bgmeaনিজস্ব প্রতিবেদক :

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট তৈরি পোশাক শিল্পবান্ধব নয় বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

রাজধানীর কারওয়ান বাজারে রোববার দুপুরে বিজিএমইএ সম্মেলন কক্ষে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ক এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান এসব কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘এখন পর্যন্ত আমরা যা দেখছি, তাতে বলতে পারব না যে, এ বাজেট তৈরি পোশাক শিল্পবান্ধব। তবে এখনও অনেক সময় আছে। এই সময়ের মধ্যে অর্থমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমাদের দাবি রক্ষা করেন তখন আমরা বলতে পারবো এ বাজেট পোশাক শিল্পবান্ধব।’

তিনি বলেন, ‘পোশাক শিল্পকে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিকূলতা মোকাবেলা করে এগিয়ে যেতে হচ্ছে। ইউরোর দরপতন, বেক্সিট এবং গ্যাস সংকটসহ বিভিন্ন কারণে এ খাতে উৎপাদন ব্যয় বেড়েছে ১৮ শতাংশ। তাই আগামী দুই বছর তৈরি পোশাক রফতানিতে উৎসে কর প্রত্যাহার করতে হবে।’ এ ছাড়া এ শিল্পের করপোরেট ট্যাক্স হার ২০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করার দাবি জানায় সংগঠনটি।

তিনি বলেন, ‘শিল্পে নতুন বিনিয়োগ উৎসাহিত করতে শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে রাজস্ব নীতিসহ অন্য সব নীতি কৌশল ৫ বছরের জন্য স্থিতিশীল রাখতে হবে।’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘দীর্ঘদিন ধরে নতুন বাজারে প্রবেশের চেষ্টা করলেও আশানুরূপ ফল পায়নি। গত ১০ মাসে নতুন বাজারে রফতানি প্রবৃদ্ধি মাত্র ১ দশমিক ২১ শতাংশ। গত বছর এ প্রবৃদ্ধি ছিল ১৫ থেকে ২০ শতাংশ।’ এ ক্ষেত্রে নতুন বাজারে রফতানি বৃদ্ধিতে ৫ শতাংশ নগদ সহায়তার দাবি জানিয়েছেন সিদ্দিকুর রহমান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন—বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাসির, এমএ মান্নান কোচি, ফারুক হাসান এবং সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

গ্লোবাল ইন্স্যুরেন্স ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে

global-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করেছে। এই কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত অর্থবছরে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে আনা হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ৫ জুন থেকে উভয় শেয়ারবাজারে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

কোম্পানিটি এখন হতে সব ধরণের ঋণ সহযোগিতা নিতে পারবে না।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

পপুলার লাইফের বোর্ড সভা ১২ জুন

popular-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দুই বোর্ড সভা আগামী ১২ জুন আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ২ টা ৩০ মিনিটে মতিঝিল অবস্থিত নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য সর্বশেষ বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

প্রগতি লাইফের দুটি বোর্ড সভা আহবান

progoti lস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দুই বোর্ড সভা আগামী ১৪ জুন আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, আরেকটি বোর্ড সভায় বিমার সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ২ টা ৩০ মিনিটে কারওয়ানবাজারে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

  1. ইউনাইটেড পাওয়ার
  2. মবিল যমুনা
  3. আরএসআরএম
  4. রিজেন্ট টেক্সটাইল
  5. অগ্নি সিস্টেমস
  6. লংকাবাংলা ফাইন্যান্স
  7. ডরিন পাওয়ার
  8. সামিট পাওয়ার
  9. সিটি ব্যাংক
  10. প্যারামাউন্ট টেক্সটাইল।

শেয়ারবাজারে লেনদেন কমলেও বেড়েছে সূচক

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দিনের লেনদেন কমলেও বেড়েছে মূল্য সূচক। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, রবিবার দিনের শেষে ডিএসইতে ৪৬০ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই লেনদেন ৫২৬ কোটি ৪ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৫.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২৮ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৬০টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – ইউনাইটেড পাওয়ার, মবিল যমুনা, আরএসআরএম, রিজেন্ট টেক্সটাইল, অগ্নি সিস্টেমস, লংকাবাংলা ফাইন্যান্স, ডরিন পাওয়ার, সামিট পাওয়ার, সিটি ব্যাংক ও প্যারামাউন্ট টেক্সটাইল।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই লেনদেন ৪২ কোটি ৭ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৫২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ডরিন পাওয়ার ও মবিল যমুনা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

মার্জিনধারীদের তথ্য চায় বে-লিজিং

bayস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছে।

ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চায় কোম্পানিটি।

আগামী ২৫ জুনের ব্রোকার হাউজগুলোকে এই তালিকা দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসআই

বিচ হ্যাচারির মূল্য সংবেদনশীল তথ্য নেই

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ১৮ মে এ শেয়ারের দর ছিল ১৩ টাকা এবং গতকাল ১ জুন এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১৬ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে বিচ হ্যাচারি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/

ডিবিএল সিরামিকসের শেয়ার বেচবে মতিন স্পিনিং

matin-spinning-logo-mmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড কোম্পানির হাতে থাকা ডিবিএল সিরামিকসের শেয়ারগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মতিন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা বোর্ড কোম্পানির নামে থাকা ডিবিএল সিরামিকসের ২ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবে। শেয়ারগুলোর বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৯.৪৯ টাকা।

১০০ টাকা অভিহিত মূল্যের এই শেয়ার শুধুমাত্র ডিবিএল সিরামিকসের চলমান শেয়ার হোল্ডাররা ক্রয় করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/বি