১০ লাখ শেয়ার কিনবে সিটি ব্যাংক পরিচালক

citi bankস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের একজন পরিচালক ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

হোসাইন খালেদ নামে কোম্পানিটির এই পরিচালক এ সব শেয়ার ক্রয় করবেন।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

‘সঞ্চয়পত্র ও ফিক্সড ডিপোজিটে করারোপ ঠিক হবে না’

mozammelনিজস্ব প্রতিবেদক :

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সঞ্চয়পত্র এবং ফিক্সড ডিপোজিটের ওপর কর আরোপ করা ঠিক হবে না। সাধারণ মানুষ, স্বল্প বেতন পাওয়া মানুষ ব্যাংকে টাকা জমা রাখেন। এখানে শুল্ক আরোপ করা ঠিক হবে না।

নিম্ন আয়ের মানুষকে অব্যাহতি দিয়ে ধনাঢ্যদের ওপরে কর আরোপ করা হোক বলে তিনি মন্তব্য করেন।

বুধবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

মন্ত্রী বলেন, আমি কেবিনেটের সদস্য। কেবিনেটে এই বাজেট পাস হয়েছে। এর বিরুদ্ধে কথা বলা নৈতিকতাবিরোধী। তবে আমি জনগণের ভোটে নির্বাচিত। তাদের কথাও বলতে হবে।

তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, যত বধ্যভূমি আছে, যেখানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ হয়েছে সব জায়গায় একই ধরনের স্মৃতিস্তম্ভ করা হবে। মুক্তিযোদ্ধাদের স্মরণ করার জন্য প্রতি জেলা-উপজেলায় স্মৃতিস্তম্ভ করার প্রকল্প নেওয়া হয়েছে। সব মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে করার প্রকল্প পাস হয়েছে। যাতে ১০০ বছর পরেও নতুন প্রজন্ম বুঝতে পারে এটা একটা মুক্তিযোদ্ধার কবর।

পাকিস্তানি ও রাজাকারদের ঘৃণ্য কাজ স্মরণ করিয়ে দেওয়ার জন্য ঘৃণাস্তম্ভ করার পরিকল্পনাও রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যাতে মানুষ ঘৃণা জানাতে পারেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ভ্যাট আইন ২০১৯ সালে বাস্তবায়নের দাবি দোকান মালিকদের

vatনিজস্ব প্রতিবেদক :

নতুন ভ্যাট আইন ২০১৯ সালে বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলন এ দাবি জানান সংগঠনটির চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন।

তিনি বলেন, নতুন আইনে ভ্যাট আদায় পুরোটাই প্রযুক্তি নির্ভর। আইনটি বাস্তবায়নে ২ লাখ ইসিআর মেশিন প্রয়োজন। তবে এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি কোনো সংস্থাই এ মেশিন আমদানি করার পরিকল্পনা করেনি। ১ জুলাই বাকি মাত্র ২২ দিন। এ সময় মধ্যে আইনটি বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই নতুন ভ্যাট আইন আগামী ২০১৯ সালে বাস্তবায়ন করতে হবে।

হেলাল উদ্দিন বলেন, বর্তমানে ব্যবসা-বাণিজ্যে মন্দাবস্থা বিরাজ করছে। নতুন ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীরা শঙ্কায় আছেন। নতুন কোনো বিনিয়োগকারীরা ব্যবসায় আসছেন না। এ অবস্থায় আইনটি বাস্তবায়ন হলে সার্বিক অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পরতে পারে। ক্ষুদ্র ও মাঝারি অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দেবেন। ফলে চরম অর্থনৈতিক স্থরিবতা সৃষ্টি হবে।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে ২০১৯ সালে ভ্যাট বাস্তবায়নের বেশকিছু যুক্তি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রযুক্তি নির্ভর এ আইনটি বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড (এনবআর) ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেয়ার কথা ছিল। এ জন্য মোটা অঙ্কের বরাদ্দও ছিল। এনবিআর বলছে, তারা ২ লাখ ব্যবসায়ীকে প্রশিক্ষণ দিয়েছে। কিন্তু বাস্তবে ২০০ ব্যবসায়ীও প্রশিক্ষণ পাইনি। ফলে প্রযুক্তি নির্ভর আইনটি প্রশিক্ষণ ব্যতিত বাস্তবায়ন অসম্ভব।

দোকান মালিক সমিতির দাবি, নতুন আইনটি অনেক ক্ষুদ্র ব্যবসায়ী বুঝেন না। বাজেট প্রস্তাবে টার্নওভার ট্যাক্স ৩৬ লাখ পর্যন্ত ভ্যাটের আওতামুক্ত রাখা রয়েছে। একই সঙ্গে দেড় কোটি টাকা পর্যন্ত ৪ শতাংশ ভ্যাট প্রদানের শর্ত দেয়া হয়েছে। তবে এটা কে বা কারা নির্ধারণ করবে তার কোনো দিক নির্দেশনা নেই।

এ সময় সংগঠনের মহাসচিব মো. জহিরুল হক ভুঁইয়াসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মূলধন বাড়াতে পূরবী জেনারেল ইজিএম

purabi-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) দিন নির্ধারণ করেছে। বিমার ইজিএমটি রাজধানীতে আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটির পরিচালনা বোর্ডের সভায় এই ইজিএমের দিন নির্ধারণ করা হয়। এদিন বেলা ৪টায় সমরিতা মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এই ইজিএমে বিমাটি শেয়ারহোল্ডারদের নিকট হতে মূলধন ৫০ কোটি টাকা হতে বাড়িয়ে ১০০ কোটি টাকার করার সম্মতি নিবে। এ জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ৯ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/বি

এমবি ফার্মার দীর্ঘ মেয়াদি ঋণমান ‘এ-’

ambee..smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আর্গস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, কোম্পানিটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এ-’। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসেছে এসটি-২।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের ও অনিরীক্ষিত প্রতিবেদনের হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আর্গস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।

স্টকমার্কেটবিডি.কম/বিএ