‘অর্থবছর পরিবর্তনের কথা ভাবছেন অর্থমন্ত্রী’

muhitনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে অর্থবছর পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। তবে যা কিছু করা হবে, চিন্তা-ভাবনা করেই করা হবে। আজ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।

এর আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় তারা মন্ত্রীর কাছে বেশ কিছু দাবি-দাওয়া ও প্রস্তাবনা তুলে ধরেন। পাশাপাশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশের মানুষ ডিসেম্বর থেকে জানুয়ারি-এ সময়টাকেই আর্থিক লেনদেনের সময়কাল হিসেবে বিবেচনা করে। এজন্য রাষ্ট্রীয়ভাবেও এই সময়টাকে অর্থবছর হিসেবে ঘোষণার দাবি জানানো হয়।

অর্থমন্ত্রী আরও বলেন, পরিবর্তনের জন্য সরকারের সামনে দুটি প্রস্তাবনা রয়েছে। একটি এপ্রিল থেকে মার্চ এবং আরেকটি ডিসেম্বর থেকে জানুয়ারি মাস। তবে বেশিরভাগের মত ডিসেম্বর থেকে জানুয়ারির পক্ষে।

উল্লেখ্য, বর্তমানে জুলাই থেকে জুন মাস পর্যন্ত সময় ধরে অর্থবছর হিসাব করা হয়।
স্টকমার্কেটবিডি.কম/এমএ

বে লিজিং লভ্যাংশ দিবে ১০-১২ জুলাই

Bay-Leasingস্টকমার্কেট ডেস্ক :
শেয়ারবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশের ওয়ারেন্ট (চেক) বিনিয়োগকারীদের বিতরণ করবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১০ জুলাই সোমবার থেকে ১২ জুলাই বুধবার পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা) বিনিয়োগকারীদের কোম্পানির রাজধানী ঢাকার মতিঝিল দিলকুশা বাণিজ্যিক এলাকায় তে অবস্থিত করপােরেট অফিস ইনোস ট্রেড সেন্টার (লেভেল ১৮, ৫২,৫৩) থেকে লভ্যাংশের চেক সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে।
২০১৬ হিসাব বছরে বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

সিএমসি কামালের ঋণমাণ প্রকাশ করল ইসিআরএল

cmcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামাল লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড(ইসিআরএল)। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে এ- আর স্বল্প মেয়াদি ঋণমান ‘এস-২’ নির্ধারণ করা হয়েছে।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

দুটি ট্যাংক ক্যারিয়ার বানাবে ওয়েস্টার্ন মেরিন

weastaernনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দুটি ট্যাংক ক্যারিয়ার (এলসিটি) নির্মাণের কার্যাদেশ পেয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। সম্প্রতি সেনাবাহিনী ও ওয়েস্টার্ন মেরিনের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ডেপুটি ডিরেক্টর পার্চেজ (আর্মি উইং-১) কর্নেল চৌধুরী ফজলে আলী স্বাক্ষর করেন।

ওয়েস্টার্ন মেরিনের কর্মকর্তারা জানান, এই দুটি লেন্ডিং ক্রাফ্ট ট্যাংক নির্মাণের প্রকল্প মূল্য ধরা হয়েছে প্রায় ৭৭ কোটি টাকা। প্রতিটি ক্রাফট ৬৪ মিটার দীর্ঘ। প্রতিটি ক্রাফট ৮টি করে কমবেট ট্যাংকসহ ৪০ জন অফিসার ও ২০০ জন সৈনিক ধারণ করতে পারবে।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এ ক্রাফট ট্যাংক গুলি নির্মাণ করে আগামী ২২ মাসের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিএন্ডএ টেক্সটাইলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

cnaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে টেক্সটাইল খাতের কোম্পানি সিএন্ডএ টেক্সটাইল লিমিটেডের সম্প্রতি শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ৪ জুলাই শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৬ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ৯.৪০ টাকা। গতকাল ৪ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১১.৩০ টাকায়। এ সময় কোম্পানিটির দর ১.৯০ টাকা অর্থ্যাৎ ২০.২১ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য কিনা… তা জানতে চায় ডিএসই। এ সময় মেঘনা কনডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

৭ দিনের মধ্যে জরিমানা দিতে হবে ট্যানারি মালিকদের

courtনিজস্ব প্রতিবেদক :

হাজারীবাগের ট্যানারি শ্রমিকদের পুনর্বাসন ও কল্যাণে ব্যয় করতে ৫০ হাজার টাকা করে এককালীন জমা দেয়ার নির্দেশনা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ৭ দিনের মধ্যে শ্রম মন্ত্রণালয়ে এই টাকা জমা দিতে বলা হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১২ পৃষ্টার এ রায় প্রকাশ করা হয়। রায় প্রকাশ হওয়ার পরে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, ৭ দিনের মধ্যে ৫০ হাজার টাকা করে জরিমানা হাজারীবাগে ট্যানারি অপসারণ সংক্রান্ত আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।

পুর্ণাঙ্গ রায়ে ৭ দিনের মধ্যে ১৫৫টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫০ হাজার টাকা শ্রম মন্ত্রণালয়ের কাছে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। উক্ত অর্থ ট্যানারি শ্রমিকদের কল্যাণে ব্যয় করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে ট্যানারি বন্ধের দিন পর্যন্ত যে সব শ্রমিক কর্মরত ছিল তাদের মজুরি এক মাসের মধ্যে পরিশোধ করতেও বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. বারাকা পাওয়ার
  2. কেয়া কসমেটিক্স লি.
  3. লংকাবাংলা ফাইন্যান্স
  4. প্যারামাউন্ট টেক্সটাইল
  5. রিজেন্ট টেক্সটাইল
  6. ব্র্যাক ব্যাংক
  7. ফুয়াং ফুডস
  8. সাইফ পাওয়ার
  9. মার্কেন্টাইল ব্যাংক
  10. প্রাইম ব্যাংক।

প্রতিষ্ঠার পর সর্বোচ্চ অবস্থানে ডিএসই’র প্রধান সূচক

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের বৃহৎ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের মূল্য সূচক বেড়েছে।  তবে এদিন লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরণের মূল্য সূচক বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২৭ জানুয়ারি প্রতিষ্ঠার পর বুধবার ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সর্বোচ্চ অবস্থানে স্থিতি পেয়েছে। দিনশেষে সার্বিক মূল্য সূচক ৫৭৮২.৬৫ পয়েন্টে স্থিতি পায়।

ডিএসই সূত্রে জানা যায়, বুধবার দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৬৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার এই লেনদেন ১২২৩ কোটি ৭৪ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে ৫৮ কোটি ৮৬ লাখ টাকা কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২২.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৬.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১২০ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বারাকা পাওয়ার, কেয়া কসমেটিক্স লি., লংকাবাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, ফুয়াং ফুডস, সাইফ পাওয়ার, মার্কেন্টাইল ব্যাংক ও প্রাইম ব্যাংক।

এদিকে, বুধবার দিনেশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৮০ কোটি ৪১ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এমজেএল বাংলােদশ লি.ও বারাকা পাওয়ার।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

তপন চৌধুরী পাওনিয়ার ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান

indexস্টকমার্কেট ডেস্ক :

তপন চৌধুরী  ২০১৭-১৮ বছরের জন্য সর্বসম্মতিক্রমে পাওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (পাওনিয়ার ইন্স্যু) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার রাজধানী নিজস্ব প্রধান কার্যালয়ে কোম্পানির ১৫৮তম বোর্ড মিটিংয়ের পর এই সিদ্ধান্ত গৃহীত হলো।

তপন চৌধুরী স্কয়ার ফার্মাসিটিক্যালস, স্কয়ার টেক্সটাইলস, স্কয়ার হসপিটালসের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রির সাবেক সভাপতি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

রেকর্ড ডেটের জন্য পপুলার ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ

populer lifস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে বিমাখাতের খাতের তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আগামী সোমবার (১০.০৭.২১৭) লেনদেন বন্ধ ঘোষণা করেছে। আজ বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার কোম্পানিটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ রাখবে। আগামী মঙ্গলবার থেকে পুনরায় কোম্পানির লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি