রংপুর ডেইরি’র দর বাড়ার কারণ নেই

RD-Milkস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালকিাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের (আরডিফুড) সম্প্রতি শেয়ার দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১১ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৬.৬০ টাকা। গত ৭ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ২১.১০ টাকায়। এ সময় কোম্পানিটির দর ৪.৫০ টাকা অর্থ্যাৎ ২৭.১০ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য কিনা… তা জানতে চায় ডিএসই। এ সময়  রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

বঙ্গজ লিমিটেডের মূল্য সংবেদনশীল তথ্য নেই

bangasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালকিাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেডের সম্প্রতি শেয়ার দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১১ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ১২৩.৮০ টাকা। গত ৭ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৪৭.১০ টাকায়। এ সময় কোম্পানিটির দর ২৩.৩০ টাকা অর্থ্যাৎ ১৮.৮২ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য কিনা… তা জানতে চায় ডিএসই। এ সময় বঙ্গজ লিমিটেডের  পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

একমির আইএসও সনদ ৯০০১:২০১৫ ভার্সনে উন্নীত

acmeeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মাসিটিক্যালস এন্ড কেমিক্যালস খাতের কোম্পানি দি একমি ল্যাবেরটিরজ লিমিটেডের আইএসও সনদ ৯০০১:২০০৮ থেকে ৯০০১:২০১৫ ভার্সনে উন্নীত হয়েছে । রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৬ জুলাই রাজধানীর মিরপুরের কল্যাণপুরে কোম্পানির করপোরেট কার্যালয়ে ৭৬তম পরিচালনা বোর্ড
সভায় সিদ্ধান্ত মোতাবেক এ তথ্য সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো।

দি একমি ল্যাবেরটিরজ লিমিটেড কোম্পানি অব ওরিন রেজিস্ট্রার ইনকরেপারেশন ইএসএ’র সনদকৃত বাংলাদেশের ফার্মাসিটিক্যালস খাতের প্রথম কোনো কোম্পানি আইএসও সনদ ৯০০১:২০১৫ ভার্সনে উন্নীত হলাে।  ওরিন রেজিস্ট্রার ইনকরেপারেশন ইএসএ’ একমির প্রাসঙ্গিক সকল বিভাগের তথ্য নিরীক্ষা পর কোম্পানিটির এ সনদ উন্নীত হলো।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

লার্ফাজ সুরমার নগদ লভ্যাংশ বিওতে জমা

Lafarge-Surma-Cement smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লার্ফাজ সুরমা সিমেন্ট লিমিটেডের ঘোষিত লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন), ব্যাংক ট্রান্সফার, রেমিট্রান্স এবং ওয়ারেেন্টসের মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে রবিবার এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে লার্ফাজ সুরমা সিমেন্ট লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৫ জুন অনুষ্ঠিত হয়েছে । কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ১৬ মে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

২০১৬-১৭ অর্থবছরে বিদেশী বিনিয়োগ বেড়েছে চার গুণ

high indexনিজস্ব প্রতিবেদক :

গত বছর চাঙ্গাভাব ফিরে এসেছে দেশের শেয়ারবাজারে। ২০১৬-১৭ অর্থবছর শেষে এক বছরের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৬৮ শতাংশের বেশি বেড়েছে। এ সময়ে বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার বেচাকেনা বেড়েছে ২৩ দশমিক ৮২ শতাংশ। তবে বিদেশীদের নিট বিনিয়োগে প্রবৃদ্ধি ৪০০ শতাংশেরও বেশি।

স্টক এক্সচেঞ্জের উপাত্ত অনুসারে, ২০১৬-১৭ অর্থবছরে ডিএসইতে কার্যদিবস মোট ও গড় লেনদেন বেড়েছে। বছরজুড়ে সেখানে ১ লাখ ৮০ হাজার ৫২২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

ডিএসইতে দৈনিক গড় লেনদেন ছিল ৭৫৫ কোটি ৩২ লাখ টাকা। এ সময়ে সেখানে মোট লেনদেন চলে ২৪৭ দিন। অন্যদিকে ২০১৫-১৬ অর্থবছর ২৩৯ কার্যদিবসে মোট ১ লাখ ৭ হাজার ২৪৬ কোটি টাকা লেনদেন হয়েছিল ডিএসইতে। ওই বছর দৈনিক গড় লেনদেন ছিল ৪৩৪ কোটি ১৯ লাখ টাকা।

এদিকে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেনে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ডিএসই। সদ্যসমাপ্ত অর্থবছরের সিংহভাগ সময়েই বিদেশীদের ক্রয়াদেশ তুলনামূলক বেশি দেখা গেছে। এ সময় ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেন ছিল ১০ হাজার ৯ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১ হাজার ৯২৫ কোটি বা ২৩ দশমিক ৮২ শতাংশ বেশি। সে সময় বিদেশী তহবিলগুলোর ক্রয়াদেশ ছিল ৬ হাজার ১৩৮ কোটি টাকার।

বিপরীতে তারা বিক্রি করেছে ৩ হাজার ৮৭০ কোটি টাকার সিকিউরিটিজ। পূর্ববর্তী (২০১৫-১৬) অর্থবছরে বৈদেশিক লেনদেন ছিল ৮ হাজার ৮৩ কোটি টাকা। এর মধ্যে ক্রয়াদেশ ৪ হাজার ২৬৭ কোটি টাকা ও বিক্রয় ৩ হাজার ৮১৬ কোটি টাকা। এ হিসাবে গেল অর্থবছরে ডিএসইতে বিদেশী বিনিয়োগ আগের বছরের তুলনায় ১ হাজার ৮১৬ কোটি ৮২ লাখ টাকা বেড়েছে, শতকরা হিসাবে যা ৮০২ দশমিক ২৭ ভাগ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফাস ফাইন্যান্সের বোনাস শেয়ার বিতরণ

fas-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারেনন-ব্যাংকিং আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের বোনাস শেয়ার বাংলােদশ ইলেকট্রনিক ফান্ডস  ট্যান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে রবিবার এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির বোনাস শেয়ার শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস শেয়ার দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৫ জুন অনুষ্ঠিত হয়েছে । কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ১৫ মে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

মার্জিনধারীদের তথ্য চায় প্রিমিয়ার ব্যাংক

Premier-Bank1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে ব্যাংকিং আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২০১৬ সালের লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছে।

ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চায় কোম্পানিটি।

আগামী ২০ জুলাই ব্রোকার হাউজগুলোকে এই তালিকা দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসআই