সূচকের মিশ্র প্রবণতায় বেড়েছে লেনদেন, কমেছে শেয়ার দর

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবদেক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় বেড়েছে লেনদেন ও কমেছে শেয়ার দর। ডিএসইতে ৬৫৬ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় কমেছে লেনদেন ও শেয়ার দর। সিএসইতে ৩০ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৫৬ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৪ কোটি ৭৬ লাখ টাকা বেশি। গতকাল সোমবার সেখানে ৬৩১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ৩.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২১২৪ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত থাকে ৬১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– সিটি ব্যাংক, ইফাদ অটোস, লংকাবাংলা ফাইন্যান্স, শাহজিবাজার পাওয়ার কো., ফুয়াং ফুড, জেনারেশন নেক্সট ফ্যাশনস, মার্কেন্টাইল ব্যাংক, কেয়া কসমেটিক্স, ওয়ান ব্যাংক ও প্রাইম ব্যাংক।

এদিকে, আজ মঙ্গলবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৭ কোটি ৪৯ লাখ টাকা কম। গতকাল সোমবার এই লেনদেন ৩৮ কোটি ২০ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুড ও লার্ফাজ সুরমা সিমেন্ট ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

বিবিএসের আইপিও শেয়ার বিওতে জমা : লেনদেন রবিবার

bbsনিজস্ব প্রতিবেদক :

বিবিএস ক্যাবলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বরাদ্দ শেয়ার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা হয়েছে। আগামী রবিবার (৩০ জুলাই) এই শেয়ার লেনদেন শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, আগামীকাল এসব শেয়ার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দেওয়ার পক্রিয়া সম্পন্ন করবে সিডিবিএল। ইতোমধ্যে এ কোম্পানিটির শেয়ার অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আনুমোদন সাপেক্ষ বিবিএস ক্যাবলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী রবিবার।

এর আগে গত ২২ জুন কোম্পানিটির আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয়।

কোম্পানিটি জানায়, কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়েছে প্রায় মোট চাহিদার ৪৮ গুণ। আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হয়েছে।

কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয় গত ২৩ মে। এরপর আগামী ৪ জুন পর্যন্ত বিনিয়োগকারীরা এ আবেদন করে।

গত ১৩ এপ্রিল কমিশনের ৬০২তম সভায় কোম্পানিটিকে আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে মোট ২০ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে বেনকো ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেনট লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করবে।

গত ৩০ জুন ২০১৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪৬ পয়সা। আর ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ এসেছে (এনএভি) ১৬ টাকা ৭৮ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এ

এক্সিম ব্যাংকের বোর্ড সভা আহবান

স্exim-smbdটকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এক্সপোর্ট-ইমপোর্ট বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় গুলশানে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই

Janata-Insurance.স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা আর্থিক খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা তিনটায় গুলশানে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

২৪ ঘণ্টার মধ্যে সিটিসেল চালুর নির্দেশ

ciy cellবিশেষ প্রতিবেদক :

বন্ধ থাকা মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেল আগামী ২৪ ঘণ্টার মধ্যে চালু করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

এর আগে, সোমবার (২৪ জুলাই) নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির কমিশন বৈঠকে সিটিসেলের লাইসেন্স বাতিল চূড়ান্ত করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ৩১ জুলাই বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে সিটিসেলের গ্রাহকদের দুই সপ্তাহের মধ্যে বিকল্প সেবা গ্রহণের অনুরোধ জানায়। সে হিসেবে ১৬ আগস্ট পর্যন্ত সময় পান গ্রাহকরা। যদিও ১৪ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, ‘বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য সিটিসেলের গ্রাহকরা আরও সময় পাবেন।’

এরপর সিটিসেল উচ্চ আদালতে গেলে বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর চলে যায়। বিটিআরসি ওই নোটিশের পর আপিল বিভাগে যায় প্রতিষ্ঠানটি। আপিল বিভাগ গত বছরের ২৯ আগস্ট এই অপারেটরকে বকেয়া ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা দুই কিস্তিতে পরিশোধ করার শর্তে কার্যক্রম চালিয়ে যেতে বলে। এজন্য তারা সময় পেয়েছিল দুই মাস।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন

City geninsস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা আর্থিক খাতের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভার তারিখ আগামী ২৭ জুলাই থেকে পরিবর্তন ২৯  জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা তিনটায় দিলকুশায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

গ্লাক্সোস্মিথক্লাইন বিডির দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে

স্glaxo-smbdটকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইন বিডি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমে দাঁড়িয়েছে ৪.৬১ টাকা। আগের বছর একই সময়ে যা ছিল ৪.৭৬ টাকা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে বিমাটির শেয়ার প্রতি প্রতি অায় (ইপিএস) কমে দাঁড়িয়েছে ১৯.২৭  টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২৫.৩২ টাকা।

কোম্পানিটির ২০১৭ সালের জুন পর্যন্ত এনওসিএফপিএস এসেছে ৪২.৩৯ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৩.৯৫ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ১৮৩.৯৩ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৮৬.৪৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

প্রাইম মিচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ৩০ জুলাই

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিচ্যুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিকের ট্রাস্টি সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই ট্রাস্টি সভায় ফান্ডের চলতি বছরের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

মিউচ্যুয়াল ফান্ড খাতের খাতের প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা এদিন বেলা ৩টায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

রেকিট বেনকিজারের বোর্ড সভা ৩০ জুলাই

Reckit ben bdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৪টা ১৫ মিনিটে গুলশানে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

সোস্যাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই

Social-Islami-Bank-Limitedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে ১২টায় মতিঝিলে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.