রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকে আয় সামান্য কমেছে

Rupali insস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী  ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) সামান্য কমেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়ে হয়েছে ৭০ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৭১ পয়সা।

২০১৭ সালের জুন পর্যন্ত অর্ধবার্ষিকীতে কোম্পানির শেয়ার প্রতি অায় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১.৩৫ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১.৩৪ টাকা।

কোম্পানিটির ২০১৭ সালের জুন পর্যন্ত এনওসিএফপিএস এসেছে ৫৯ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১.০১ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ২৩.৯৩ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২২.৬৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

সরকারি কোম্পানিগুলো শেয়ার ছাড়া ফের ১ বছর পিছালো

bsecবিশেষ প্রতিবেদক :

শেয়ারবাজারে শেয়ার অফলোডে (শেয়ার ছাড়া) আরও এক বছর সময় পেল সরকারি কোম্পানিগুলো। গতকাল অর্থ মন্ত্রণালয়ে সরকারি কোম্পানির শেয়ার অফলোডের সর্বশেষ অবস্থা নিয়ে অনুষ্ঠিত সভায় কোম্পানিগুলোকে এই সুযোগ দেওয়া হয়। একই সঙ্গে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোসলেউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী চার মাসের মধ্যে কোম্পানিগুলোকে কীভাবে আগামী এক বছরের মধ্যে শেয়ারবাজারে নিয়ে আসা যায় তার প্রতিবেদন তৈরি করবে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সরকারি শেয়ার বাজারে ছাড়া সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী সভাপতিত্ব করেন। বৈঠকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র সচিব ইউনুসুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও সরকারি কোম্পানিগুলোর প্রতিনিধিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, শেয়ারবাজারে কোম্পানির শেয়ার অফলোডে স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন এসেনসিয়াল ড্রাগস লিমিটেড জানিয়েছে তারা বর্তমানে বাজারে ৩০ শতাংশ কম দামে ওষুধ সরবরাহ করছে। সাধারণত সরকারি হাসপাতালগুলোতেই এসেনসিয়াল ড্রাগসের ওষুধ সরবরাহ করা হয়। এমন অবস্থায় শেয়ারবাজারে যাওয়ার বিষয়টি তাদের পর্ষদ সভায় আপাতত স্থগিত রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোম্পানিটিকে ২০১০ সালের ডিসেম্বরের মধ্যে শেয়ার অফলোডের নির্দেশ দেওয়া হয়। এরপর অর্থমন্ত্রী কোম্পানিটিকে সর্বশেষ জুন ২০১১ সাল পর্যন্ত সময় বেঁধে দেন। ৪ সেপ্টেম্বর ২০১৬ সালে অনুষ্ঠিত সভায় আইপিওর মাধ্যমে শেয়ার অফলোডের জন্য একই বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে মতামত প্রদানের সময় দেওয়া হয়। এর উত্তরে কোম্পানিটি জানিয়েছিল শেয়ারবাজারে শেয়ার অফলোডের বিষয়ে পর্ষদ সভায় এ কার্যক্রম আপাতত স্থগিত করেছে।

শিল্প মন্ত্রণালয়ের প্রায় সব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বলে বৈঠকে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাজারে শেয়ার ছাড়তে হলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে লাভজনক প্রতিষ্ঠান হতে হবে। কিন্তু শিল্প মন্ত্রণালয়ের প্রায় সব প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত। একমাত্র ছাতক সিমেন্ট ফ্যাক্টরির সঙ্গে সৌদি আরবের একটি কোম্পানির কথা চলছে। তারা যৌথভাবে সিমেন্ট উত্পাদন করতে সম্মত হলে প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখতে পারে। তখন দেখা যাবে কী করা যায়।

বৈঠকে ইউনিলিভার প্রসঙ্গে বলা হয়, প্রতিষ্ঠানটি লিস্টেট হতে চাচ্ছে না। এ কারণে তারা পরিশোধিত মূলধনও বাড়াচ্ছে না। চেষ্টা করা হবে সরকারি শেয়ারের ১০ শতাংশ বাজারে ছাড়া যায় কি না। তবে কৌশলগত কারণে এসেনসিয়াল ড্রাগসের শেয়ার আপাতত ছাড়া হচ্ছে না বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

গতকালের বৈঠকের আগে শেয়ারবাজারে শেয়ার অফলোডের জন্য তালিকায় থাকা ২৬টি প্রতিষ্ঠানের মতামত প্রদানের সুযোগ দেওয়া হয়। এর মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন টেলিটক বাংলাদেশ লিমিটেড জানায়, শেয়ার অফলোডের লক্ষ্যে বিটিসিএলের গেল চার বছরের ব্যালেন্সশিট আইসিবি পর্যবেক্ষণ করছে। আইসিবির মতামত ইতিবাচক হলে শেয়ার অফলোডের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ৩টি কোম্পানির মধ্যে শেরাটন হোটেল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে হোটেলটি রেনোভেশনের কাজ চলছে। তা ২০১৮ সালের প্রথমার্ধে শেষ হবে। রেনোভেশনের কাজ সম্পন্ন হওয়ার পর রি-ব্রান্ডিং করে শেয়ার অফলোডের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনারগাঁও হোটেল শেয়ারবাজারে শেয়ার অফলোডের বিষয়ে জানিয়েছে, বর্তমানে সংস্থার সংস্কার ও সম্প্রসারণের কার্যক্রম চলছে। যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৪৫০ কোটি টাকা। ওই কার্যক্রম সম্পন্ন হওয়ার পর শেয়ার অফলোডের উদ্দেশ্য অর্জন সম্ভব হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরকারি অংশের শেয়ার শেয়ারবাজারে অফলোডের বিষয়ে জানিয়েছে, সিকিউরিটিজ আইন অনুযায়ী শেয়ার অফলোডর জন্য পর পর তিন বছর লাভজনক অবস্থায় থাকার বিধান রয়েছে। এক্ষেত্রে ২০১৪-১৫ অর্থবছরে বিমান ২৭২ কোটি ২২ লাখ টাকা মুনাফা করেছে। ২০১৫-১৬ অর্থবছরেও মুনাফা অর্জিত হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে লাভজনক অবস্থায় থাকলে শেয়ার অফলোডের বিষয়টি বিবেচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। প্রথম ২ ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৮৩ লাখ লাখ টাকার শেয়ার। কমেছে শেয়ারের দর। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৮ কোটি ৯৪ টাকার শেয়ার। তবে সিএসইতে মূল্য সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৫৬ পয়েন্ট কমে ৫৮২১ পয়েন্টে অবস্থান করছে। স্টক ডিএসই-৩০ সূচক ০.৪০ পয়েন্ট কমে ২১৩০ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ১.০০  বেড়ে ১৩১৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৩৫১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৫১টির ও অপরিবর্তিত ছিল ৬৪টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭.৪৩ পয়েন্ট কমে ১৭ হাজার ৯২৮ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ১৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৭০টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত ছিল ৪১টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

রেকিট বেনকাইজারের নগদ লভ্যাংশ বিও হিসাবে জমা

Reckit ben bdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকাইজার বিডি লিমিটেডের ঘোষিত নগদ ৭৭৫ শতাংশ লভ্যাংশ শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। বৃহস্পতিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির নগদ লভ্যাংশ শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসেবে জমা হয়। ৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে রেকিট বেনকিচার বিডি লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ৭৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৯ জুন অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২৪ মে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

আইএফআইসি ব্যাংকের ইপিএস সামান্য কমেছে

ific-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) সামান্য কমেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় কমে দাঁড়িয়েছে ৯২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৯৩ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১.৪৮ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১.৪৪ টাকা ।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড এনওসিএফপিএস হয়েছে ৭.৭০ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৫.৬৪ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ২৬.৩৩ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২৬.০৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

প্রাইম ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে

prime-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় দাঁড়িয়েছে ০.৮৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১.৪৯ টাকা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) কমে দাঁড়িয়েছে ১.৪৫ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২.২০ টাকা ।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড এনওসিএফপিএস হয়েছে ০.৭৫ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২.৮০ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) কমে দাঁড়িয়েছে হয়েছে ৬.৭৬ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১০.২১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে

Mercantile bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস)  বেড়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় দাঁড়িয়েছে ২.০৩ টাকা । আগের বছর একই সময়ে যা ছিল ১.৩৩ টাকা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড এনওসিএফপিএস হয়েছে ১৫.৩০ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৩.২৭ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ২১.১৮ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২১.০১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

প্রিমিয়ার ব্যাংকের ইপিএস দ্বিগুণের চেয়ে বেশি বেড়েছে

Premier-Bank1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) দ্বিগুণের চেয়ে বেশি বেড়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় দাঁড়িয়েছে ৬০ পয়সা । আগের বছর একই সময়ে যা ছিল ২৪ পয়সা। এই হিসাবে দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বছরের চেয়ে দ্বিগুণের চেয়ে বেশি বেড়েছে।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১.০৩ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৪০ পয়সা ।

ব্যাংকটির ২০১৭ সালের জুন পর্যন্ত এনওসিএফপিএস হয়েছে ১.৫৪ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ১৮.৩৯ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৫.৭১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

পূবালী ব্যাংকের ২য় প্রান্তিকে ইপিএস বেড়েছে

pubaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বেড়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় দাঁড়িয়েছে ৫০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪৪ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১.২০ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৭৮ পয়সা।

ব্যাংকটির ২০১৭ সালের জুন পর্যন্ত এনওসিএফপিএস বেড়ে হয়েছে ৮.৫০ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১.৩১ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ২৬.৫১ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২৭.১২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

লিগ্যাসী ফুটওয়্যারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

legaciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্যানারি শিল্প খাতের কোম্পানি লিগ্যাসী ফুটওয়্যার লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো সংবেদনশীল তথ্য নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ২০ জুলাই থেকে শেয়ারটির দর বেড়েই চলেছে। এ সময়ে শেয়ারটির দর ২৬ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৩০ টাকা ২০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৩ টাক ৪০ পয়সা বা ১২ দশমিক ৬৮ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.