ডিএসইতে জুলাই মাসে ২০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গত জুলাই মাসেও নিট ২০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন বিদেশীরা। গত মাসে বিদেশী বিনিয়োগকারীদের পত্রকোষে ৬২৫ কোটি টাকার শেয়ার কেনার আদেশ কার্যকর হয়েছে। এর বিপরীতে বিক্রি হয়েছে প্রায় ৪২৫ কোটি টাকার।

ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ফলে গত ১১ মাসে বিদেশীরা বিক্রির তুলনায় শেয়ার কিনেছেন বেশি। এর মোট পরিমাণ ২ হাজার ২৬৪ কোটি টাকা। এই সময়ে তারা ৩ হাজার ৬৫০ কোটি টাকার বিক্রির বিপরীতে ৬ হাজার ১১৪ কোটি টাকার শেয়ার কিনেছেন।

সর্বশেষ গত বছরের আগস্টে বিদেশীদের সম্মিলিত শেয়ার কেনার তুলনায় বিক্রির পরিমাণ ছিল বেশি। যদিও ব্যবধান ছিল মাত্র ৩ কোটি ৭৬ লাখ টাকা। ওই মাসে বিদেশীদের পত্রকোষে বিভিন্ন কোম্পানির ৩৬৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার কেনার বিপরীতে ৩৭৩ কোটি ১ লাখ টাকার বিক্রি হয়েছিল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত মাসে বিদেশী বিনিয়োগকারীরা সর্বমোট প্রায় এক হাজার ৫০ কোটি টাকার শেয়ার কেনাবেচা করেছেন। একই সময়ে ডিএসইতে সর্বমোট ২০ হাজার ৯২৯ কোটি টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়। ক্রয় ও বিক্রয় উভয় দিক বিবেচনায় নিলে ডিএসইর লেনদেনে বিদেশীদের অংশ ছিল মোটের আড়াই শতাংশ।

পর্যালোচনায় দেখা গেছে, নিট বিনিয়োগে থাকলেও গত জুনের তুলনায় জুলাই মাসে বিদেশীরা ১০৬ কোটি টাকার শেয়ার কম কিনেছেন। বিপরীতে জুনের তুলনায় ৮৪ কোটি টাকার শেয়ার বেশি বিক্রি করেছেন। জুনে বিদেশীরা ৭৩১ কোটি টাকার শেয়ার কিনেছিলেন। বিক্রি করেছিলেন ৩৪১ কোটি টাকার শেয়ার।

বাজার সংশ্লিষ্টরা জানান, নিট বিনিয়োগ কমে যাওয়া কোন খারাপ লক্ষণ নয়। এতে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। কেননা বিদেশী বিনিয়োগকারীরা স্থানীয়দের তুলনায় অনেক বেশি বিশ্লেষণনির্ভর বিনিয়োগ করে থাকেন। জুনের পর জুলাই মাসে কিছু শেয়ারের দর অনেকটা বৃদ্ধির প্রেক্ষাপটে তারা মূলধনী মুনাফা নিয়েছেন। এতে বিক্রি বেড়েছে বলে তারা মনে করেন।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

জুলাই মাসে প্রবাসী আয় কমেছে

dollarনিজস্ব প্রতিবেদক :

নতুন অর্থবছরের (২০১৭-২০১৮) প্রথম মাসেই (জুলাই) প্রবাসী আয়ের নিম্নগতি দেখা গেছে। জুলাইয়ে প্রায় ১০ কোটি ডলারের রেমিটেন্স কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১১১ কোটি ৫৫ লাখ ডলারের অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। গত জুনে এসেছিল ১২১ কোটি ৪৬ লাখ ডলার। একমাসের ব্যবধানে প্রবাসী আয় কমেছে প্রায় ১০ কোটি ডলার।

তবে গত বছরের জুলাই মাসের তুলনায় এ বছরের জুলাইয়ে রেমিটেন্স বেড়েছে। গত বছরের জুলাই মাসে প্রবাসীরা ১০০ কোটি ডলার পাঠিয়েছিলেন। সে হিসেবে গত বছরের জুলাই এর চেয়ে এ বছরের জুলাই মাসে রেমিটেন্স বেড়েছে প্রায় ১১শতাংশ।

গত ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসী আয় কমেছিল প্রায় সাড়ে ১৪ শতাংশ। আলোচ্য অর্থবছরে ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছিল বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা। তার আগের অর্থবছরে রেমিটেন্স আসে ১ হাজার ৪৯৩ কোটি ১১ লাখ ডলার। গত অর্থবছরের শুরু থেকেই রেমিটেন্স প্রবাহ নিম্মমুখী ছিল।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

ওআইম্যাক্স ইলেক্ট্রোড আইপিও আবেদন ৫-১৩ সেপ্টেম্বর

oiনিজস্ব প্রতিবেদক :

ওআইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডের শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। এরপর আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগকারীরা এ আবেদন করতে পারবেন। কোম্পানিটির ইস্যু ম্যানেজার এমটিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ স্টকমার্কেটবিডি.কমকে এ তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে গত ৯ মে মঙ্গলবার কমিশনের ৬০৪তম সভায় আইপিওটি অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১.৫ কোটি শেয়ার ছেড়ে মোট ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে এমটিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল ক্রয় করবে।

গত ৫ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ওয়েটেড এভারেজ ইপিএস ছিল ২ টাকা ৩ পয়সা। আর ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ এসেছে (এনএভি) ১৪ টাকা ৮৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

ব্যাংক উদ্দ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা

premier-leasing-logoস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

৩ লাখ ১৯ হাজার ৫০৪টি শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন কোম্পানির উদ্দ্যোক্তা
নাফিজা কে চৌধুরী।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

রেকর্ড ডেট শেষে পিপলস লিজিংয়ের লেনদেন শুরু

peoplesস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে নন-ব্যাংকিং আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড রেকর্ড শেষে আজ সোমবার (০৮-০৮-২০১৭) লেনদেন শুরু করছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (০৭-০৮-২০১৭) কোম্পানিটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ রাখে। আজ সোমবার থেকে পুনরায় কোম্পানিটি লেনদেন শুরু করে বলে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

বহাল থাকছে আশিয়ান সিটি প্রকল্পে নিষেধাজ্ঞার রায়

courtবিশেষ প্রতিবেদক :

রাজধানীর উত্তরার দক্ষিণখান মৌজায় অবস্থিত আশিয়ান সিটি আবাসিক প্রকল্প অবৈধ ঘোষণার রায় বাতিল করে হাইকোর্টের রিভিউর রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আশিয়ান সিটি বিষয়ে হাইকোর্টের রিভিউর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে আশিয়ান সিটির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। অপরদিকে রিটকারী সংগঠনগুলোর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন ও আইনজীবী ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ আদেশের ফলে আশিয়ান সিটির আবাসিক প্রকল্প অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আগের রায় বহাল থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। তারা জানান, আশিয়ান সিটির রাজধানীর উত্তর খান, দক্ষিণ খানসহ চারটি মৌজায় সকল প্লট বিক্রি ও উন্নয়নসহ সকল কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

আশিয়ান সিটির প্রকল্পের কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে ২০১২ সালের ২২ ডিসেম্বর রিট আবেদন করে আইন ও সালিস কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ব্লাস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি ও পরিবেশ বাঁচাও আন্দোলন।

তাদের অভিযোগ, ১৯৭২ সালের ল্যান্ড হোল্ডিং লিমিটেশন অর্ডার অনুসারে বাংলাদেশের কেউ ৩৩ একর বা ১০০ বিঘার বেশি জমি রাখতে পারে না।

কিন্তু আশিয়ান সিটি প্রকল্পের কাগজপত্র অনুসারে তারা ৪৩ দশমিক ১১ একর ভূমিতে আবাসন প্রকল্পের অনুমোদন পেয়েছে। প্রকল্প এলাকা প্লাবন ভূমি ও নিচু জমি হওয়ায় এবং সেখানে খাল থাকায় জলাধার আইন অনুসারেও ওই জমিতে আবাসন প্রকল্প করা যায় না বলে রিট আবেদনে উল্লেখ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রেকর্ড ডেটের জন্য ন্যাশনাল ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ আজ

national life-smbdস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে বিমাখাতের খাতের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আজ সোমবার (০৮.০৮.২১৭) লেনদেন বন্ধ রয়েছে। আজ লেনদেন ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ সোমবার কোম্পানিটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ রেখেছে। আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় কোম্পানির লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

৮টি মিউচ্যুয়াল ফান্ডের বার্ষিক ট্রাস্টি সভা ১৩ আগস্ট

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮টি মিউচ্যুয়াল ফান্ডের বার্ষিক ট্রাস্টি সভা আগামী ১৩ আগস্ট আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ইমপ্লয়েজ প্রভিডেন্ট ওয়ান : স্ক্রিম  ওয়ান,  মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই ট্রাস্টি সভাগুলোয় ফান্ডের চলতি বছরের ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভাগুলোয় চলতি বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

  1. আইএফআইসি ব্যাংক
  2. সিটি ব্যাংক
  3. বিবিএস ক্যাবলস
  4. ইস্টার্ন ব্যাংক
  5. ন্যাশনাল ব্যাংক
  6. মার্কেন্টাইল ব্যাংক
  7. ওয়ান ব্যাংক
  8. প্রাইম ব্যাংক
  9. ফুওয়াং ফুড
  10. সিএন্ড এ টেক্সটাইলস

ডিএসইতে ১১৮৭ কোটি ও সিএসইতে ৬৮ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় বেড়েছে লেনদেন। তবে কমেছে অধিকাংশ শেয়ারদর। সেখানে ১১৮৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গত কয়েকদিনের মতো অাজও সূচক ৫৮৬০ পয়েন্ট অতিক্রম করে। যা সূচকটির যাত্রা শুরুর পর সর্বোচ্চ। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় বেড়েছে লেনদেন। এদিন ৬৮ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। তবে এদিন কমেছে শেয়ারদর। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ সোমবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৮৭ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৬৮ কোটি ৩ লাখ টাকা বেশি। গতকাল রবিবার সেখানে ৯১৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ৫.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯১৩ পয়েন্টে। সূচকটি যাত্রার সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১২৫ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১০২টির, কমেছে ২০২টির আর অপরিবর্তিত থাকে ২৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–  আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, বিবিএস ক্যাবলস, ইস্টার্ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, ফুওয়াং ফুড ও সিএন্ড এ টেক্সটাইলস।

এদিকে, আজ সোমবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৮ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৪ কোটি ৮৭ লাখ টাকা বেশি। গতকাল রবিবার এই লেনদেন ৬৩ কোটি ৫৯ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইএফআইসি ব্যাংক ও বিবিএস ক্যাবলস ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.