অসুস্থ প্রতিযোগিতার কারণে পিছিয়ে পড়ছে নতুন ব্যাংক

surনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেছেন, নতুন ৯টি বেসরকারি ব্যাংকের মধ্যে দুই-তিনটির অবস্থা খুবই নাজুক। এই ব্যাংকগুলোর মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা চলছে। এই অসুস্থ প্রতিযোগিতার কারণেই তারা পিছিয়ে পড়ছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে ‘অ্যান ইভালুয়েশন অব দ্য পারফরমেন্স অব নিউ কর্মাশিয়াল ব্যাংকস’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কর্মশালায় প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. সোহেল মোস্তফাসহ চার সদস্যের একটি টিম।

প্রতিবেদনে বলা হয়, নতুন ব্যাংকগুলো করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) ক্ষেত্রে অর্থ ব্যয়ে নির্দেশনা মানছে না। কর ছাড় পেতে নানাভাবে সিএসআরের পেছনে অস্বাভাবিক অর্থ ব্যয় করছে এসব ব্যাংক।

এস কে সুর চৌধুরী বলেন, ‘ব্যাংকগুলোর মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা চললেও এখনই বলার সময় আসেনি যে, নতুন এই ব্যাংকগুলোর অবস্থা খুবই দুর্বল বা ভালো। যে দুই-তিনটি ব্যাংকে বড় ধরনের বিচ্যুতি দেখা দিয়েছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক যথাযথ ব্যবস্থা নিচ্ছে। সার্বিকভাবে তাদের মনিটরিং করা হচ্ছে।’

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকের সংখ্যা অনেক বেশি। সরকার এত ব্যাংকের অনুমোদন না দিলেও পারতো।’ তিনি উল্লেখ করেন, ‘ব্যাংকের শাখা বাড়ানো উচিত। ভারতে ১২ হাজার মানুষের জন্য একটি ব্যাংকের শাখা আছে। আমাদের ব্যাংকগুলোর লক্ষ্য নির্ধারণ করতে হবে, ১০ হাজার মানুষের জন্য একটি ব্যাংকের শাখা।’

অনুষ্ঠানে আরাে বক্তব্য দেন মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন, বিআইবিএম-এর মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মেহমুদ হুসাইন, বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমেদ চৌধুরী ও বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক ইয়াছিন আলী চৌধুরী।

স্টকমার্কেটবিডি.কম/

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

dividendনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিট হোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ড ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ট্রাস্টি সভায় ২০১৬ সালের জুলাই থেকে ৩০ জুন ২০১৭ সাল পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে মিউচ্যুয়াল ফান্ডটি।

আর আগামী ১০ সেপ্টেম্বর আগষ্ট ফান্ডটি রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ডেল্টা লাইফকে জড়িমানা : মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ না করার অভিযোগ

bsecবিশেষ প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত ব্যক্তি ছাড়া) ২ লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি। আইন ভঙ্গের দায়ে কোম্পানির পরিচালকদের এই জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার বিএসইসির ৬০৯তম সভায় কোম্পানিগুলোর বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)। বিএসইরি নিবার্হী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোম্পানিটি ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়ে মাত্র ৩ লাখ ৩১ হাজার ৫০০ শেয়ার কেনে। এতে কোম্পানিটি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন বিধিমালা ২০০২ এর বিধি ৭ পরিপালন করেনি।

কোম্পানিটি শেয়ার কেনার ঘোষণা দিয়ে সম্পূর্ণ শেয়ার না কেনায় সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর ধারা ১৮ ভঙ্গ করেছে। যা মিথ্যা তথ্যের শামিল।

এ পরিমাণ শেয়ার বিক্রির ঘোষণা দেওয়ায় কোম্পানির শেয়ার দর ১৫ শতাংশ বেড়ে যায়। এতে অন্য বিনিয়োগ বিনিয়োগকারীরা শেয়ার কিনতে উৎসাহিত হয়। এর ফলে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর ধারা ১৭ ভঙ্গ করে।

এছাড়া শেয়ার কেনার বিষয়টি কোম্পানির পরিচালনা পর্ষদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এটাকে মূল্য সংবেদনশীল তথ্য আকারে প্রকাশ করা হয়নি।

এসব কারণে কোম্পানির প্রত্যেক পরিচালককে এই জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

তিন কোম্পানি বন্ড ছেড়ে ১৪০০ কোটি টাকা সংগ্রহ করবে

bsecবিশেষ প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং ও নন ব্যাংকিং খাতের তিন কোম্পানি বন্ড ছেড়ে ১৪০০ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিগুলো হলো: ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

আজ বৃহস্পতিবার বিএসইসির ৬০৯তম সভায় কোম্পানিগুলোর বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)। বিএসইরি নিবার্হী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড :

টায়ার-২ মুলধনী শর্ত প্রতিপালনের জন্য ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়বে, যার মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, আনলিস্টেট, ফ্লোটিং রেটিড মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে ফুল রিডেম্পশন হবে।যা শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট বডি, ফান্ড ইত্যাদি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন।

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড :

আর্থিক প্রয়োজন মিটানোর শর্ত প্রতিপালনের জন্য ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়বে, যার মেয়াদ হবে ৩ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, আনলিস্টেট, ফ্লোটিং রেটিড মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৩ বছরে ফুল রিডেম্পশন হবে।যা শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট বডি, ফান্ড ইত্যাদি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড :

টায়ার-২ মুলধনী ও ঝুকিভিত্তিক সম্পদ রেশিও শর্ত প্রতিপালনের জন্য ৪০০ কোটি টাকার নন-কনভার্টেবল মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়বে, যার মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, আনলিস্টেট, ফ্লোটিং রেটিড মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে ফুল রিডেম্পশন হবে।যা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট বডি এবং হাই নেট ওর্থ বিনিয়োগকারী প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন।

কোম্পানিগুলো এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে টাইয়ার টু, মূলধন ভিত্তি শক্তিশালী করবে। উক্ত বন্ডগুলোর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মিশর থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

tofailবিশেষ প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পবিত্র ঈদুল আজহায় কোরবাণীর পশু এবং পেঁয়াজসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের কোন সংকট হবে না।

মন্ত্রী বলেন, সরকারের বিশেষ উদ্যোগে এখন দেশে পর্যাপ্ত গরু উৎপাদন হচ্ছে। দেশের চাহিদা পূরণে আর গরু আমদানির প্রয়োজন নেই। এছাড়া মিশর থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে আমদানিকৃত এ পেঁয়াজ ছাড়ের জন্য চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যে এ পেঁয়াজ বাজারে আসবে।

বাণিজ্যমন্ত্রী আজ সচিবালয়ে মন্ত্রণালয়টির সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে পেঁয়াজ, রসুন, আদা, গরম মসলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ঈদুল আযহার সময়কার চাহিদার পরিমাপে পেঁয়াজ, লবন, আদা, রসুনসহ সব নিত্য পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও মজুত রয়েছে।

তিনি বলেন, পেঁয়াজ প্রধানত: প্রতিবেশি দেশ থেকে আমদানি করা হয়। কিন্তু বন্যার কারণে এবার সেখানেও পিঁয়াজের দাম বেশি। এজন্য আমদানিকৃত পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।

মন্ত্রী বলেন, আসন্ন ঈদে চামড়া শিল্প এবং ভোজ্য লবনের চাহিদা মেটাতে ৫ লাখ মেট্রিক টন লবন আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দেশে চালু ২৩২টি লবন মিলকে ২ হাজার ১৫০ মেট্রিক টন করে লবন আমদানির অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে কক্সবাজারের লবন উৎপাদনকারি ও মিল মালিকরাও রয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবসাবান্ধব সরকার ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে। সরকারের সহযোগিতায় ব্যবসায়ীরাও বাণিজ্য ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখছেন। ঈদুল আজহাকে সামনে রেখে যাতে কোন পণ্যের মূল্য বৃদ্ধি না পায়, এ জন্য তিনি ব্যবসায়ী ও সংবাদমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার পেঁয়াজ ও লবন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করে যাচ্ছে। আগামীতে বাংলাদেশ এ ক্ষেত্রেও স্বয়ংসম্পূর্ণ হবে। এ প্রসঙ্গে তিনি দেশে এখন চাহিদা মোতাবেক বিদ্যুৎ উৎপাদন ও লোডসেডিং বন্ধের কথা উল্লেখ করেন।
সভায় বাণিজ্যসচিব শুভাশীষ বসু, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর, আমদানি ও রপ্তানি অধিদফতরের প্রধান নিয়ন্ত্রক আফরোজা খান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতর, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দউপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ছয় মাসে মোবাইলের গ্রাহক বেড়েছে ৯৬ লাখ, ইন্টারনেট ৫৯ লাখ

btrcবিশেষ প্রতিবেদক :

বছরের প্রথম ছয় মাসে মোবাইলের গ্রাহকের সংখ্যা বেড়েছে ৯৬ লাখ। জুন পর্যন্ত দেশে মোবাইলের গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ৫৯ লাখ, যা ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল ১২ কোটি ৬৩ লাখ। একই সময়ে দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা বেড়েছে ৫৯ লাখ। জুন পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৮৬ লাখ, যা ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল ৬ কোটি ২৭ লাখ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে সবচেয়ে বেশি গ্রাহক বেড়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার। ছয় মাসে প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা ১ কোটি ৩৬ লাখ বেড়ে হয়েছে ৩ কোটি ৯৫ লাখ। এ সময়ে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা বেড়েছে ৩৬ লাখ। যদিও ৬ কোটি ১৫ লাখ গ্রাহক নিয়ে এখনো ব্যবহারকারীর তালিকায় শীর্ষে আছে গ্রামীণফোন।

বর্তমানে বাংলালিংক ব্যবহার করছেন ৩ কোটি ১৫ লাখ গ্রাহক। ছয় মাসে অপারেটরটির গ্রাহকসংখ্যা বেড়েছে ৬ লাখ।
তবে গ্রাহকসংখ্যা কমেছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের। ছয় মাসে টেলিটকের গ্রাহক কমেছে ৪ লাখ। জুন পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখ।

বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা সাত কোটি ৩৩ লাখ ৪৭ হাজার। গত ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল ৬ কোটি ৭২ লাখ ৪৫ হাজার।

বিটিআরসির তথ্যে দেখা যায়, ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই এ সেবা নিচ্ছেন মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে। ছয় কোটি ৮৬ লাখ ৫০ হাজার গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে।

অন্যদিকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ৪৬ লাখ ২২ হাজার।

তবে বিটিআরসির প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ওয়াইম্যাক্স ইন্টারনেটে ক্রমাগত আগ্রহ হারাচ্ছেন গ্রাহকরা। ওয়াইম্যাক্স গ্রাহক দাঁড়িয়েছে ৭৫ হাজারে, গত বছর জুন নাগাদ গ্রাহক সংখ্যা ছিল ৩ লাখ ৫২ হাজার।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

নির্ধারিত সময়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে ব্যর্থ হোটেল ইন্টার কন্টিনেন্টাল

hotelস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বাংলাদেশ সার্ভিস কোম্পানি  নির্ধারিত সময়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু হচ্ছে না হোটেল ইন্টার কন্টিনেন্টালের। হোটেল রূপসী বাংলা সজ্জিতকরণ শেষে ঢাকা ইন্টারকন্টিনেন্টাল ঢাকা নামে ২০১৮ সালের শুরুর দিকে নতুন রূপে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। বৃহস্পতিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পুন:সজ্জিতকরণ প্রকল্পের বিষয়ে ২০১৬ সালের ১৫ মের একটি সংবাদের উদ্ধৃতি দিয়ে কোম্পানিটি জানিয়েছে, পুন:সজ্জিতকরণের কাজ সম্পন্ন ও পরীক্ষা, নতুন ভাবে কার্যক্রম পরিচালনা, ভারসাম্য আনয়ন ও সকল যন্ত্রপাত্রির উপযুক্ততার সত্যায়ন শেষে ২০১৮ সালের শুরুর দিকে নতুন এই ব্যান্ডে বাণিজ্যিকভাবে আত্মপ্রকাশ করবে হোটেল রূপসী বাংলা ।

বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের মালিকানার অধীনে হোটেল রূপসী বাংলাকে নতুন চেহারায় রূপ দেওয়ার চলমান প্রকল্প ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্নের পুন:সময়সীমা নির্ধারিত করা হয়েছে। এর আগে, ২০১৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্প সম্পন্নের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। আর ২০১৭ সালে বাণিজ্যিকভাবে হোটেলটির কার্যক্রম শুরুর কথা ছিল।

ঢাকায় ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এ হোটেলটির ১৯৮১ সালে সম্প্রসারণ এবং বিভিন্ন সময়ে কিছু কিছু সংস্কার হলেও আন্তর্জাতিক ‘ফাইভ স্টার’ মানে তোলার জন্য বেশ কিছুদিন ধরেই বিশ্বের হোটেল পরিচালনা কোম্পানিগুলোর পক্ষ থেকে তাগাদা আসছিল।

অতিথিদের জন্য এই হোটেলে বর্তমানে ২৭২টি বিভিন্ন ধরনের কক্ষ রয়েছে, যার প্রতিটির গড় আয়তন ২৪ থেকে ২৬ বর্গমিটার। কর্তৃপক্ষ বলছে, ফাইভ স্টার হোটেলের আন্তর্জাতিক মান রক্ষার জন্য সংস্কারের মাধ্যমে কক্ষগুলো বড় করা হবে। ফলে কক্ষসংখ্যা কমে হবে ২৩০টি। এছাড়া আসবাব, সুইমিং পুল, জিমনেশিয়ামের আধুনিকায়নসহ অন্যান্য সেবাও যুক্ত করা হবে৷ এই সংস্কার কাজে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৩০ থেকে ৪৫০ কোটি টাকা, যা ব্যাংক লোনের মাধ্যমে জোগাড় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

এনসিসি ব্যাংকের নগদ লভ্যাংশ বিতরণ

ncc1-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ক্রেডিট ও কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে। বৃহস্পতিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যাদের বিইএফটিএন একাউন্টে লভ্যাংশ যায়নি তাদেরকে ডিভিডেন্ট ওয়ারেন্টস আগামী ৬ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত কোম্পানির শেয়ার বিভাগ এনএনসি ব্যাংক ভবন (৩য় তলা), ১৩/১ এবং ১৩/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল,  সি/এ, ঢাকা-১০০০ থেকে অফিস চলাকালীন সময়ে সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে ন্যাশনাল ক্রেডিট ও কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৭ জুলাই অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২২ মে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

  1. সিএন্ড এ টেক্সটাইলস
  2. ফরচুন সুজ
  3. ইফাদ অটোস
  4. বিবিএস ক্যাবলস
  5. সিটি ব্যাংক
  6. লংকাবাংলা ফাইন্যান্স
  7. আইএফআইসি ব্যাংক
  8. গ্রামীণফোন
  9. জেনারেশন নেক্সট ফ্যাশনস
  10. কনফিডেন্ট সিমেন্ট

সূচকের উত্থানে লেনদেন সামান্য বেড়েছে, কমেছে শেয়ারদর

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেনে সামান্য উত্থান হয়েছে । কমেছে শেয়ারদর। সেখানে ৯৬১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গত কয়েকদিনের মতো অাজও সূচক ৫৮৬০ পয়েন্ট অতিক্রম করে। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় কমেছে লেনদেন। এদিন ৫৩ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। তবে এদিন কমেছে শেয়ারদর। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৬১ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৯৫ কোটি ৮২ লাখ টাকা বেশি। গতকাল বুধবার সেখানে ৮৬৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ১১.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১২৫ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১১৫টির, কমেছে ১৭৩টির আর অপরিবর্তিত থাকে ৪৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–  সিএন্ড এ টেক্সটাইলস, ফরচুন সুজ, ইফাদ অটোস,  বিবিএস ক্যাবলস, সিটি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক,  গ্রামীণফোন, জেনারেশন নেক্সট ফ্যাশনস ও কনফিডেন্ট সিমেন্ট ।

এদিকে, আজ বৃহস্পতিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৩ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৪৫ লাখ টাকা বেশি। গতকাল বুধবার এই লেনদেন ৫২ কোটি ৭৫ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৫.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সিএন্ড এ টেক্সটাইলস ও বিবিএস ক্যাবলস ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.