২ ঘন্টায় ডিএসইতে লেনদেন ৩৯২ কোটি, সিএসইতে ২২ কোটি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। প্রথম ২ ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। তবে সিএসইতে মূল্য সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টা ৩১ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০.১৭ পয়েন্ট বেড়ে ৫৯৩১ পয়েন্টে অবস্থান করছে। স্টক ডিএসই-৩০ সূচক ৩.৭৫ পয়েন্ট বেড়ে ২১২৯ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৯ কমে ১৩১৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৩৯২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৬১টির ও অপরিবর্তিত ছিল ৪৪টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১২.৫৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪২০ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ২২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ১৯৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৬২টির, কমেছে ৯৯টির ও অপরিবর্তিত ছিল ২৬টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

আশুগঞ্জে ১৫০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট প্রকল্প বাস্তবায়নে আগ্রহী শাহজিবাজার

Shahjibazarনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড বাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোম্পানির সহযোগী মিডল্যান্ড পাওয়ার কোম্পানিকে সাথে নিয়ে একটি পাওয়ার প্লাট প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি জানিয়েছে, গত ১০ অাগস্ট বাংলাদেশ বিদ্যুৱ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) মিডল্যান্ড পাওয়ার কোম্পানিকে চুক্তি চূড়ান্তের পূর্ববর্তী পত্র লেটার অব ইনটেন্ট (এলওঅাই) মিডল্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেডের কাছে পাঠিয়েছে। শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের সহযোগী মিডল্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেডে শাহজিবাজারের ৪৯ শতাংশ মূলধন রয়েছে।

নির্মাণ, মালিক ও পরিচালন ভিত্তিতে (বিওও) উচ্চ জ্বালানি তৈল চালিত ১৫০ মেগাওয়াট ধারণক্ষমতা সম্পন্ন এ আইপিপি পাওয়ার প্লান্ট প্রকল্প বাস্তবায়িত হবে। এ প্রকল্পের মেয়াদ হবে বাণিজ্যিক কার্যক্রম শুরু দিন থেকে (সিওডি) অাগামী ১৫ বছর। ধারণা করা হচ্ছে,  নতুভাবে এ বাণিজ্যিক কার্যক্রম শুরুর পরে কোম্পানিটির মুনাফায় ইতিবাচক প্রভাব ফেলবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

ব্যাংক উদ্দ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা

islamiস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একজন উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানির উদ্দ্যোক্তা মোহাম্মদ আব্দুল্লার হাতে থাকা ১৫ লাখ ৬৮ হাজার ৬৪২টি শেয়ারের মধ্যে ৬৮ হাজার ৬৪২টি শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের লভ্যাংশ ঘোষণা

BSRMLTDস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড। একই বছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ অন্তবর্তীকালীন লভ্যাংশ দেয়।

আগামী ২৮ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৭ সেপ্টেম্বর।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ৩.৮৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৬.১২ টাকা।

আর শেয়ার প্রতি সম্পদমূল্য (ন্যাভ) দাঁড়িয়েছে ৫৫.৭৫ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৫২.৮৪ টাকা।

এনওসিএফপিস দাঁড়িয়েছে ঋণাত্মক ১১.৩৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ঋণাত্মক ১০.৭৪ টাকা।

আগের বছর ২০১৫ সালে এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

সান লাইফের বোর্ড সভা বিকালে : আসতে পারে লভ্যাংশ

sunlife-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা আর্থিক খাতের কোম্পানি সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৩ আগস্ট আহবান করা হয়েছে। এই সভায় লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা আজ বেলা পৌনে তিনটায় বনানীতে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। একই দিন প্রথম ও দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আহবান করেছে বিমাটি।

এ সভায় চলতি বছরের ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। এছাড়া শেয়ারহোল্ডারদের এজিএম ও রেকর্ড ডেট নির্ধারণ করা হবে।

চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

গতবছর ২০১৫ সালে বিমাটি নো ডেভিডেন্ট ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

কে এন্ড কিউ বিডির দর বাড়ার কারণ নেই

kayস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ১০ আগস্ট দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৬ জুলাই শেয়ার দর ছিল ৭৩.১০ টাকা। গত ১০ আগস্ট  সর্বশেষ তা ৯২.২০ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক বোর্ড সভা আহবান

farest lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৭ আগস্ট আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা চারটায় তোপখানা রোড পুরানা পল্টনে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। এছাড়া শেয়ারহোল্ডারদের এজিএম ও রেকর্ড ডেট নির্ধারণ করা হবে।

এ সভায় চলতি বছরের ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত বছরের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

গতবছর ২০১৫ সালে বিমাটি নো ডেভিডেন্ট৩৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.