সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ ২০ আগস্ট

shandhaninsস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে বিমাখাতের খাতের তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রোববার (২০.০৮.২১৭) লেনদেন বন্ধ থাকবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, রোববার কোম্পানিটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ রেখেছে। আগামী সোমবার থেকে পুনরায় কোম্পানির লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে মার্কেন্টাইল ব্যাংক

mercantilস্টকমার্কেট ডেস্ক:

মূলধন বাড়াতে সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড । নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে ব্যাংকিং খাতের এ কোম্পানি পুরোপুরি আর্থিক দুর্বলতা থেকে রক্ষা করতে ৩০০ কোটি টাকা ৭ বছরের জন্য নন-কনর্ভাটেবল ফ্লোটিং রেটড সাবঅর্ডিনেটেড বন্ডে ইস্যুকরার এ সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, মূলধন অপরিহার্যতা পূরণ করতে ব্যাসেল-৩ সাবজেটের অধীনে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

এদিকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস দিয়েছছে মার্কেন্টাইল ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

মার্কেন্টাইল ব্যাংকের ৩৭ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

mercantilস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আডিএলসি ফাইন্যান্সে কোম্পানিটির নিকট থাকা ২ কোটি ৮২ লাখ ৭৮ হাজার ৮০৭টি শেয়ারের মধ্যে ৩৭ লাখ ৭০ হাজার ৫০৮টি  শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ ব্যাংকটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

সিএন্ডএ টেক্সটাইলসের দর বাড়ার কারণ নেই

C & A Textiles Limitedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি সিএন্ডএ টেক্সটাইলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ১০ আগস্ট দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৮ জুলাই শেয়ার দর ছিল ১১.৬০ টাকা। গত ১৬ আগস্ট  সর্বশেষ তা ১৩.৭০ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

ঋণাত্মক হিসাবে শর্ত সাপেক্ষে লেনদেনের সময় বাড়ালো বিএসইসি

bsecবিশেষ প্রতিবেদক :

ঋণাত্মক মূলধনধারী বিনিয়োগ হিসাবে লেনদেনের সময় বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ধরনের হিসাবে ১৮ আগস্টের পরিবর্তে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত লেনদেন করতে পারবেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। বিএসইসি সূত্রে বিষয়টি জানা গেছে।

এর আগে এ ধরনের হিসাবে লেনদেনের সময়সীমা বাড়ানোর জন্য বিএসইসিতে আবেদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), ডিএসই ব্রোকারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ)

বিএসইসি মার্জিন রুলস অনুযায়ী কোনো বিনিয়োগকারীর ডেবিট ব্যালান্স ১৫০ শতাংশের নিচে নেমে গেলে ওই হিসাবে শেয়ার কেনাবেচা বন্ধ থাকার কথা। তবে ২০১০ সালের ধস-পরবর্তী বাজার পরিস্থিতি বিবেচনায় কয়েক দফা ধারাটির কার্যকারিতা স্থগিত করা হয়।

সর্বশেষ গত বছরের ৩১ ডিসেম্বর ডিএসই কর্তৃপক্ষ নতুন করে স্থগিতাদেশের জন্য বিএসইসির কাছে আবেদন করে। বিনিয়োগকারীদের সুবিধার কথা বিবেচনা করে ধারাটির কার্যকারিতা ছয় মাস স্থগিত রাখার সিদ্ধান্ত হয়, যার মেয়াদ শেষ হয় আজ।

উল্লেখ্য, ২০১০ সালের পর থেকে টানা দরপতনে অসংখ্য মার্জিন অ্যাকাউন্টে বিনিয়োগকারীর মূলধন ঋণাত্মক হয়ে পড়ে। ওই সব অ্যাকাউন্টে থাকা শেয়ারের মূল্য এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে বিনিয়োগকারীদের নিজস্ব মূলধনের পরিমাণ মাইনাস হয়ে যায়। নিয়ম অনুযায়ী আইন অনুসারে এমন অ্যাকাউন্টে লেনদেন নিষিদ্ধ। তখন তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়।

মার্জিন রুলস অনুযায়ী, কোনো বিনিয়োগকারীর ডেবিট ব্যালান্স ১৫০ শতাংশের নিচে নেমে গেলে ঋণদাতা প্রতিষ্ঠান তার কাছে নতুন করে মার্জিন চাইবে। এ মার্জিনের পরিমাণ এমন হবে, যাতে তার ডেবিট ব্যালান্স ১৫০ শতাংশের ওপরে থাকে। এটা করতে না পারলে ওই বিনিয়োগকারী আর লেনদেনের সুযোগ পান না।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

পূবালী ব্যাংকের মূল্য সংবেদনশীল তথ্য নেই

pubali bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৯ আগষ্ট শেয়ার দর ছিল ২৪ টাকা। গতকাল ১৬ আগস্ট সর্বশেষ তা ২৯ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। ১৬ আগস্ট দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় পূবালী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.