দর বাড়ার শীর্ষেও বিবিএস ক্যাবলস

BBS-2(1)স্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ ১০ দর বৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড। গত ১৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত বিগত সপ্তাহে এন ক্যাটাগরির এই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৯ দশমিক ৪৫ শতাংশ। সিএসই’র সাপ্তাহিক লেনদেনের ওপর তৈরিকৃত প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন গড়ে ৩৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে এই কোম্পানির ১১৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে কোম্পানিটি লেনদেনের শীর্ষ স্থানেও অবস্থান করছে। কোম্পানিটি গত ৩১ জলাই শেয়ারবাজারে লেনদেন শুরু করে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্যাংকিং খাতের আরেক কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড। এ ক্যাটাগরির এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১৭ দশমিক ৫০ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৫ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৪৬ কোটি ৩০ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে প্রকৌশল খাতের কোম্পানি মুন্নু জুট স্ট্যাফলারস লিমিটেড। এ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ার দর ১৬ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৪০ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১ কোটি ১৮ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া শীর্ষ ১০ দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ব্যাংক লি.’র ১৫.৭৩ শতাংশ, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইস লি.’র ১২.২৯ শতাংশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লি.’র ১১.৬৬ শতাংশ, ডাচ বাংলা ব্যাংক লি.’র ১১. ৪০ শতাংশ, ইবনে সিনা ফার্মাসিটিক্যালস ইন্ডাস্ট্রি লি.’র ৯.৮১ শতাংশ, বিডি অটোকারস লি.’র ৯.৬৯ শতাংশ এবং মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লি.’র ৯.৩৫ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

গত সপ্তাহে ৯টি মিউচ্যুয়াল ফান্ডসহ ১২টি কোম্পানির লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ৯টি ফান্ডসহ মোট ১২টি কোম্পানি গত ১৩ আগস্ট থেকে ১৭ সমাপ্ত সপ্তাহে লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই’র সাপ্তাহিক লেনদেনের ওপর তৈরিকৃত প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। ৯টি মিউচ্যুয়াল ফান্ড ও ২টি কোম্পানি নগদ লভ্যাংশ ও একটি কোম্পানি নো ডিভিডেন্ট ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লি: ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটি এর আগের বছর ৭.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটি এর আগের বছর ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটি এর আগের বছর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটি এর আগের বছর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটি এর আগের বছর ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান:স্কীম ওয়ান ৬.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটি এর আগের বছর ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটি এর আগের বছর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটি এর আগের বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

বিমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ট ঘোষণা করেছে। বিমাটি এর আগের বছরও নো ডিভিডেন্ট ঘোষণা করে।

প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেড লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি এর আগের বছর ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি এর আগের বছর ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিট হোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটি এর আগের বছর নো ডিভিডেন্ট ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/মোদক.

ডিএসইতে লেনদেনের শীর্ষে বিবিএস ক্যাবলস

BBS-2স্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড। এসময়ে এন ক্যাটাগরির এ কোম্পানিটির মোট ১১৪ কোটি ৪২ লাখ ৭০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৯৩৯ কোটি ৪০ লাখ ৭১ হাজার টাকা।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। গত ১৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ৪৫ শতাংশ।

এই সপ্তাহে কোম্পানিটির ১১৪ কোটি ৪২ লাখ ৭০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ৩৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৯৩৯ কোটি ৪০ লাখ ৭১ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্যাংকিং খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের শেয়ার দর ১ দশমিক ৫০ শতাংশ কমেছে। এই সপ্তাহে কোম্পানিটির ৮৩ কোটি ৮১ লাখ ১৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ২৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪০৯ কোটি ৪৯ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্যাংকিং খাতের কোম্পানি উত্তরা ব্যাংক। গত সপ্তাহে কোম্পানিটির ৭১ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ২২০ কোটি ৯৮ লাখ ১১ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৭৩ শতাংশ।

শীর্ষ ১০এর তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইফাদ অটোস লি., সিঅ্যান্ডএ টেক্সটাইলস লি., সিটি ব্যাংক লি., ফরচুন সুজ লি., পূবালী ব্যাংক লি., গ্রামীণফোন লি. ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

সিএসইতে নিম্ন সূচকে সাপ্তাহিক লেনদেন কমেছে ২৩.৪১%

cse-logo-sস্টকমার্কেট ডেস্ক :

গত ১৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত বিগত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন এর আগের সপ্তাহের তুলনায় ২৩ দশমিক ৪১ শতাংশ কমেছে। ৩ কার্যদিবসে মোট ২২৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। সূচকেরও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। সিএসই’র সাপ্তাহিক লেনদেনের ওপর তৈরিকৃত প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

এদিকে, সিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে দেখা গেছে, গত সপ্তাহের ৩ কার্যদিবসে মোট ২২৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ২৯৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এ সপ্তাহে লেনদেন কমেছে ৬৮ কোটি ৬৫ লাখ টাকা বা ২৩.৪১ শতাংশ। সিএসই সূচক ২০৮ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৯৯ পয়েন্টে। যা এর আগে সপ্তাহে ছিল ১৮ হাজার ৩০৭ পয়েন্ট।

এই সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৯.২৫ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২.৬০ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ২৫ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এই সপ্তাহে কোম্পানির দর বাড়া কোম্পানির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭১টি। এ সপ্তাহে দর কমা কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৮টিতে। এ সপ্তাহে দর  অপরিবর্তিত রয়েছে ১৮টির।

এর আগের সপ্তাহে ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এই সপ্তাহে দর বাড়া কোম্পানির সংখ্যা ১০৬টি ছিল। এ সপ্তাহে দর ১৭০টিতে কমেছিল এবং অপরিবর্তিত থাকে ১১টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/মোদক.

ডিএসইতে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন কমেছে ৪৯.৪৬%

DSE LOGOস্টকমার্কেট ডেস্ক :

গত ১৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত বিগত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন এর আগের সপ্তাহের তুলনায় ৪৯ দশমিক ৪৬ শতাংশ কমেছে। ডিএসইতে সূচকেরও নিম্নমুখী অবস্থা রয়েছে। সপ্তাহে লেনদেন কমেছে ২ হাজার ৪৪৬ কোটি ৪১ লাখ টাকা বা ৪৯.৪৬ শতাংশ।  ডিএসই’র সাপ্তাহিক লেনদেনের ওপর তৈরিকৃত প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে দেখা গেছে, গত সপ্তাহের ৩ কার্যদিবসে মোট ২ হাজার ৪৪৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। গত সপ্তাহের চেয়ে লেনদেন ২ হাজার ৪৪৩ লাখ ৪ হাজার বা ৪৯.৪৬ শতাংশ কমেছে। এর আগের সপ্তাহে লেনদেন ছিল ৪ হাজার ৮৭৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৯ শতাংশ বা ৪০.৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫,৮৬১ পয়েন্টে। যা এর আগে সপ্তাহে ছিল ৫,৯৯১ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক ০.৭৮ শতাংশ বা ১৬.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১০৯ পয়েন্টে । যা এর আগে সপ্তাহে ছিল ২১২৫ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক ৭৯ শতাংশ বা ১০.৩৬ কমে দাঁড়িয়েছে ১৩০৪ পয়েন্টে। যা গত সপ্তাহে ছিল ১৩১৪ পয়েন্ট।

এই সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৬ দশমিক ১৮ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪ দশমিক ৬৩ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৭ দশমিক ৬৬ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৫৩ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এ সপ্তাহে দর বেড়েছে ৯০টি কোম্পানির। এর অাগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে দর কমা কোম্পানির সংখ্যা কমেছে ৩৯টি। এর আগের সপ্তাহে দর বেড়েছিল ১২৯টি কোম্পানির।

এ সপ্তাহে দর কমা কোম্পানির সংখ্যা বেড়েছে ৪৫টি। এই সপ্তাহে দর কমেছে ২৩০টি কোম্পানির । এর অাগের সপ্তাহে দর কমেছিল ১৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। দর অপরিবর্তিত রয়েছে ১৪টির। যা এর আগের সপ্তাহে ছিল ২০টি। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/মোদক.