মুন্নু ও স্ট্যান্ডার্ড সিরামিকের দর ও লেনদেন তদন্ত করবে বিএসইসি

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ার দর ও লেনদেন সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধির কারণে দুই কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বৃহস্পতিবার বিএসইসি এ তদন্তের নির্দেশ দেয়। কোম্পানি দুইটি হলো শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস্‌ খাতের কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে সূত্রে এ তথ্য জানা যায়। দুই সদস্য বিশিষ্ট কমিটির প্রধান করা হয়েছে বিএসইসির উপ-পরিচালক মুস্তারি জাহানকে। অন্য সদস্য হলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডেপুটি ম্যানেজার দেবাশিস রায়। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ছিল ১৪৬ টাকা। গত ৬ সেপ্টেম্বর  সর্বশেষ তা ১২১৬ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে দর বেড়েছে ৭৩২.৮৭ শতাংশ।  গত ৮ আগস্ট কােম্পানির শেয়ার সংখ্যা ৫৬ হাজার ৪২০টি ছিল। গত ৬ সেপ্টেম্বর কােম্পানির শেয়ার সংখ্যা দাঁড়ায় ৩ লাখ ৯১ হাজার ৬১৫টি। এসময়ে শেয়ার লেনদেন বেড়েছে ৫৯৪.১০ শতাংশ।

গত ৮ আগস্ট মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ছিল ২৫২ টাকা। গত ৬ সেপ্টেম্বর সর্বশেষ তা ২৩৯১ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে দর বেড়েছে ৮৪৮.৮০ শতাংশ।  গত ৮ আগস্ট কােম্পানির শেয়ার সংখ্যা ১ লাখ ২১ হাজার ৮২টি ছিল। গত ৬ সেপ্টেম্বর কােম্পানির শেয়ার সংখ্যা দাঁড়ায় ৮ লাখ ৮৯ হাজার ৯৯৪টি। এসময়ে শেয়ার লেনদেন বেড়েছে ৬৩৫.০৩ শতাংশ।

কোম্পানি দুটির শেয়ার দর ও লেনদেন সংখ্যা অস্বাভাবিক বাড়ায় তাদের বিরুদ্ধে এই তদন্ত করবে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/মোদক.

আমরা নেটওয়ার্কসের আইপিও লটারি চলছে

loteryনিজস্ব প্রতিবেদক :

আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারি ড্র অনুষ্ঠান চলছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এই অনুষ্ঠান শুরু হয়।

কোম্পানিটি জানায়, এদিন সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠিত শুরু হয়।

অনুষ্ঠানে কোম্পানির এমডি-চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ইস্যু ম্যানেজার, ডিএসই-সিএসই-সিডিবিএলের প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

কোম্পানি সূত্রে জানা যায়, ২১ কোটি ৯ লাখ টাকার বিপরীতে কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়েছে প্রায় মোট চাহিদার ১৮.০৭ গুণ। যা টাকার অঙ্কে দাঁড়ায় ৩৯৪ কোটি ৩৮ টাকা। আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হবে।

lotery2

গত ১৪ জুন অনুষ্ঠিত কমিশনের ৬০৬তম সভায় বুক বিল্ডিং পদ্ধতিতে এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। এই আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ৫৬ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করে ব্যাংক ঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ, ডাটা সেন্টার ও ওয়াই-ফাই হটস্পট স্থাপন এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

আবেদনকারীদের নিকট হতে প্রতি লটের জন্য ৩৫০০ টাকা জমা নিবে কোম্পানিটি। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) ২১.৯৮ টাকা এবং বিগত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

পিপলস ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

peoples-Insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জাফর আহমেদ পাটোয়ারী নামে কোম্পানির এ পরিচালক মোট ৫৫ হাজার শেয়ার ক্রয় করেন। ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হয় বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করেন। এর আগে ৬ আগস্ট তিনি উল্লিখিত সংখ্যক শেয়ার ক্রয়ের ঘোষণা করেন।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া.

উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির দর বাড়ার কারণ নেই

usmania-sm20130129223753স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ কোম্পানি উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে গতকাল ৬ সেপ্টেম্বর জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ৭৫ টাকা। গত ৬ সেপ্টেম্বর  সর্বশেষ তা ৯৩৫ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময় মাত্র ৪দিনের ব্যধবধানে দর বেড়েছে ১১৪৬.৬৬ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

ইস্টার্ন হাউজিংয়ের বার্ষিক বোর্ড সভা আহবান

eastern-housing-ltdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৪ সেপ্টেম্বর আগস্ট আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ ২০১৬-২০১৭ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সেবা ও আবাসন খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় নিজস্ব প্রধান কার্যালয় মতিঝিলে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ সালের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

এ সভায় সমাপ্ত বছরে কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.