সাবমেরিন ক্যাবলের লেনদেন বন্ধ বুধবার

bsclস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড আগামীকাল বুধবার বন্ধ রাখবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার কোম্পানিটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ রাখবে।  বৃহস্পতিবার থেকে পুনরায় কোম্পানির লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

দেড়ঘন্টায় ডিএসইতে ৫১ ও সিএসইতে ৫৩% কোম্পানির দর কমেছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

লেনদেনের প্রথম দেড় ঘন্টায় দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫১ শতাংশ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৩ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। ডিএসইতে প্রধান সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। ডিএসইতে লেনদেন হয়েছে ৬৮৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে সিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এসময় সেখানে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার। সিএসইতে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা ৩মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১৮ পয়েন্ট বেড়ে ৬২৭৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ০.৯৭ পয়েন্ট বেড়ে ১৩৮১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৩২ বেড়ে ২২২২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৬৮৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৬৬টির ও অপরিবর্তিত ছিল ৪৩টির দর। এসময়ে দর কমেছে ৫১ (৫১.৮৭) শতাংশ কোম্পানির।

এদিকে ১২টা ১মিনিট পর্যন্ত দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১৯.৭৭ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫০১ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ৩৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ১৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৬৮টির, কমেছে ১০৫টির ও অপরিবর্তিত ছিল ২২টির দর। এসময়ে দর কমেছে ৫৩ ( ৫৩.৮৪) শতাংশ কোম্পানির।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

এস ই এম এল ফান্ডের নগদ লভ্যাংশ বিতরণ

mutualfundsস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে গত ১৭ সেপ্টেম্বর ইউনিট হোল্ডারদের বিও একাউন্টে জমা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যাদের বিইএফটিএন একাউন্টে লভ্যাংশ যায়নি তাদেরকে গ্রাহক একাইন্টস চেক কুরিয়ারের মাধ্যমে প্রদান করা হবে।

৩০ জুন ২০১৭ সালের সমাপ্ত হিসাব বছরে ফান্ডটি যথাক্রমে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, ফান্ড দুইটির বার্ষিক ট্রাস্টি সভা (এজিএম) গত ৮ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। রেকর্ড ডেট ছিল গত ৩১ আগস্ট।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

১ মাসে শাহজালাল ব্যাংকের দর বেড়েছে ২৯৬.৯৩%

shajalal bankস্টকমার্কেট ডেস্ক :

গত এক মাসের ব্যবধানে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২৯৬.৯৩ শতাংশ। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২০ আগস্ট কোম্পানির শেয়ার দর ছিল ২৬১ টাকা। গত ১৮ সেপ্টেম্বর সর্বশেষ তা ১০৩৬ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৯৬.৯৩ শতাংশ।

সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি গত ১৭ সেপ্টেম্বর তা জানতে চায় ডিএসই।

এ সময় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

ডিএসই’র নোটিশের জবাব দিল সাফকো স্পিনিং

safko-smbdস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস্‌ লিমিটেড। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সিএসই সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট কোম্পানির শেয়ার দর ছিল ২৯৫ টাকা। গত ১৮ সেপ্টেম্বর সর্বশেষ তা ১৪১৯ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩৮১.০১ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি ১৮ সেপ্টেম্বর তা জানতে কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় ডিএসই।

এ সময় সাফকো স্পিনিং মিলস্‌ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

১ মাসে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের দর বেড়েছে ১০০৮.৯০%

FIRSTSBANKস্টকমার্কেট ডেস্ক :

গত এক মাসের ব্যবধানে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১০০৮.৯০ শতাংশ। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়,  গত ২০ আগস্ট কোম্পানির শেয়ার দর ছিল ৩৮২ টাকা। গত ১৮ সেপ্টেম্বর সর্বশেষ তা ৪২৩৬ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ১০০৮.৯০ শতাংশ।

সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি গত ১৭ সেপ্টেম্বর তা জানতে চায় ডিএসই।

এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

ডিএসই’র নোটিশের জবাব দিল মেঘনা সিমেন্ট

MEGHNACEM-SMBDস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস্‌ লিমিটেড। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সিএসই সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট কোম্পানির শেয়ার দর ছিল ৯ টাকা। গত ১৮ সেপ্টেম্বর সর্বশেষ তা ১৪৯ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৫৫৫.৫৫ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি ১৭ সেপ্টেম্বর তা জানতে কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় ডিএসই।

এ সময় মেঘনা সিমেন্ট মিলস্‌ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

তালিকাভুক্ত তিনটি বৃহৎ কোম্পানির নামে কর ফাঁকির অভিযোগ

nrbবিশেষ প্রতিবেদক :

ভ্যাট বাবদ সরকারের রাজস্বের প্রায় ৪০ শতাংশ জোগান দিচ্ছে বিভিন্ন খাতের ছয়-সাতটি প্রতিষ্ঠান। ভ্যাট প্রদানে সেরা করদাতার পুরস্কারও পাচ্ছে তারা। শীর্ষ করদাতা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই আবার আছে বড় অংকের রাজস্ব ফাঁকির অভিযোগ। এদের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি), গ্রামীণফোন ও তিতাস গ্যাসের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ভ্যাট ফাঁকির অভিযোগে এসব প্রতিষ্ঠানের কোনো কোনোটির বিরুদ্ধে মামলা করেছে এনবিআর। কোনো কোনো প্রতিষ্ঠানের কাছে আবার পাওনা চেয়ে দাবিনামা পাঠানো হয়েছে।

এনবিআরের নজরদারির কারণেই বড় বড় প্রতিষ্ঠানের রাজস্ব ফাঁকির এ চিত্র উঠে আসছে বলে জানান এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগর জ্যেষ্ঠ সচিব মো. নজিবুর রহমান। তিনি বলেন, সঠিকভাবে রাজস্ব প্রদানকারী ব্যবসায়ীদের সর্বোচ্চ প্রণোদনা ও করখেলাপিদের বিরুদ্ধে কঠোর নীতি অনুসরণ করা হচ্ছে। মামলায় আটকে থাকা রাজস্ব আদায়ে বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে। ভবিষ্যতে ফাঁকি রোধেও মাঠপর্যায়ে জোরালো পদক্ষেপ নেয়া হয়েছে। এনবিআর থেকে সব পর্যায়েই নজরদারি বাড়ানো হয়েছে।

এনবিআরের তথ্যমতে, ভ্যাট খাতে এখন পর্যন্ত মোট ৩৫ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে।

তামাক খাতের প্রতিষ্ঠান বিএটিবির কাছে এনবিআর পাওনা দাবি করেছে ২ হাজার ৪১৪ কোটি টাকা। এর মধ্যে ২০০৯-১০ থেকে ২০১২-১৩ অর্থবছর পর্যন্ত মিথ্যা মূল্য ঘোষণায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ ১ হাজার ৯২৪ কোটি টাকা ফাঁকি দেয়ার অভিযোগ তুলে মামলা করে এনবিআর। এ দাবিকে অযৌক্তিক উল্লেখ করে উচ্চ আদালতে কোম্পানির পক্ষে রিট করা হলেও সরকারের পক্ষে রায় আসে। তবে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আবার আপিল বিভাগে আবেদন করেছে কোম্পানিটি। আগামী ৫ অক্টোবর এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

রাজস্ব ফাঁকির অভিযোগ উঠলেও একক প্রতিষ্ঠান হিসেবে ভ্যাট বাবদ সরকারের কোষাগারে রাজস্ব জমায় শীর্ষে রয়েছে বিএটিবি। সর্বশেষ অর্থবছরে এনবিআরকে ১৩ হাজার ৯৫৫ কোটি টাকা পরিশোধ করে প্রতিষ্ঠানটি, যা এ খাতে আহরিত রাজস্বের ২০ শতাংশের বেশি।

ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ সরকারের কোষাগারে রাজস্ব প্রদানকারী শীর্ষ প্রতিষ্ঠানগুলোর অন্যতম গ্রামীণফোন লিমিটেড। ২০১৬-১৭ অর্থবছরও দেশের শীর্ষ সেলফোন অপারেটরটি এ বাবদ ২ হাজার ২৯৬ কোটি টাকা সরকারের কাষাগারে জমা দিয়েছে। এ প্রতিষ্ঠানের বিরুদ্ধেও রয়েছে ২ হাজার ২ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ।

রাজস্ব প্রদানে শীর্ষ তালিকায় থাকার পাশাপাশি ফাঁকির অভিযোগেও শীর্ষে থাকা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম রাষ্ট্রায়ত্ত গ্যাস বিরতণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ১ হাজার ৮৮০ কোটি টাকার রাজস্ব পরিশোধ করে ভ্যাট খাতে মোট রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকায় ৫ নম্বরে রয়েছে প্রতিষ্ঠানটি। তবে গ্যাস বিতরণে পেট্রোবাংলার বকেয়ার বাইরে প্রতিষ্ঠানটি আরো হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে বলে অভিযোগ এনবিআরের।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

কেডিএস এক্সেসরিজের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ

kds-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

আগামী ৩১ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১১ অক্টোবর।

উক্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ২.২০ টাকা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য (ন্যাভ) দাঁড়িয়েছে ২৪.৮০ টাকা। এই বছর এনওসিএফপিএস দাঁড়িয়েছে ২.৬০ টাকা।

আগের বছর এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক