প্রেফারেন্স ও অর্ডিনারি শেয়ার ছেড়ে ৪০০ কোটি টাকা সংগ্রহ করবে জাহিন স্পিনিং

zahinনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিং মিলস লিমিটেড ৪০০ কোটি টাকা মূলধন বৃদ্ধি করবে। বিষয়টি ইতোমধ্যে বোর্ডসভা ও শেয়ারহোল্ডারদের নিয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। গত ২০১৬ সালের ১৫ জুন অনুষ্ঠিত ইজিএমে শেয়ার ছাড়ার এ বিষয়টিকে শেয়ারহোল্ডারদের নিকট হতে অনুমোদন নিয়েছে কোম্পানি।

পাশাপাশি ৩০ কোটি অর্ডিনারি শেয়ার ছেড়ে ৩০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে জাহিন স্পিনিং।

প্রস্তাবিত এই মূলধন বাড়ানোর স্কিম অনুসারে, কোম্পানির ১০০ কোটি টাকার ১০ কোটি প্রেফারেন্স শেয়ার হবে নন কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার।

কোম্পানিটি প্রেফারেন্স শেয়ার ও অর্ডিনারি শেয়ার ছেড়ে ৪০০ কোটি টাকা মূলধন বৃদ্ধি করবে।

এজন্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ও সংশ্লিট প্রতিষ্ঠানের নিকট হতে এই মূলধন বাড়ানোর যুক্তিকতা তুলে ধরে আবেদন করতে হবে। আর তাদের সম্মতি নিতে হবে।
কোম্পানির প্রতিটি শেয়ারের দর ১০ টাকা হিসাবে ৫ কোটি ৫৫ লাখ শেয়ার ইস্যু করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সবজির বাজার আগের বাড়তি দামেই স্থীতিশীল

vegetableনিজস্ব প্রতিবেদক :

পেঁয়াজ ও ডিমের দাম কমলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে ৫ টাকা কমে দেশী পেঁয়াজ ৪৫-৫০ এবং আমদানিকৃতটি ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কেজিতে ৫-১০ টাকা বেড়ে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২৫-১৪০ টাকায়। শাক-সবজি বিক্রি হচ্ছে আগের দামে। ইলিশ মাছের দাম কমলেও বেড়েছে দেশী জাতীয় মিঠাপানির মাছের দাম। ভোজ্যতেল, চিনি, আটা ও ডালের বাজার স্থিতিশীল রয়েছে। পাইকারি পর্যায়ে কেজিতে ৩-৫ টাকা কমেছে চালের দাম।

এদিকে কোরবানি ঈদের পর গত সপ্তাহ পর্যন্ত গরু ও খাসির মাংসের বাজার বন্ধ ছিল। তবে শুক্রবার বাজারে গিয়ে দেখা গেছে, গরুর মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫২০-৫৫০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে।

এদিকে সবজির বাজার আগের বাড়তি দামেই স্থীতিশীল রয়েছে। বাজারে বেগুন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা দরে। এছাড়া শিম ১০০ টাকা, হাইব্রিড টমেটো ১২০ টাকা, শশা ৬০ টাকা, চাল কুমড়া ৫০-৫৫ টাকা, কচুর লতি ৬০-৬৫ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, চিচিঙ্গা ৫৫-৬০ টাকা, করলা ৬০ টাকা, কাকরোল ৫৫ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, কচুরমুখী ৬০ টাকা ও আমড়া ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি ফুলকপি ৩৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা এবং লেবু হালি প্রতি ২০ থেকে ৪০ টাকা, পালং শাক আঁটি প্রতি ২০ টাকা, লালশাক ২০ টাকা, পুঁইশাক ৩০ টাকা এবং লাউশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে। মুদি পণ্যের বাজার ঘুরে দেখা গেছে কেজি প্রতি ছোলা ৮৫ টাকা, দেশি মুগ ডাল ১৩০ টাকা, ভারতীয় মুগ ডাল ৯০ টাকা, মাসকলাই ১২৫ টাকা, দেশি মসুর ডাল ১২০ টাকা, ভারতীয় মসুর ডাল ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে ব্র্যান্ড ভেদে ৫ লিটারের বোতল ৫৩০-৫৪০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজার ঘুরে দেখা গেছে প্রতিকেজি রুই মাছ ২৮০-৪০০ টাকা, সরপুঁটি ৩৮০-৪৫০ টাকা, কাতলা ৩৫০-৪০০ টাকা, তেলাপিয়া ১৪০-১৮০ টাকা, সিলভার কার্প ২৫০-৩০০ টাকা, চাষের কৈ ৩০০-৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রকার ভেদে চিংড়ি ৪০০-৮০০ টাকা, ৭০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশ ৫০০-৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি সাইজের ওজন ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১১শ’ টাকা পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

নাহি অ্যালুমিনামের আইপিও আবেদন গ্রহণ শুরু আজ

Nahiনিজস্ব প্রতিবেদক :

নাহি অ্যালুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১০টা হতে এআবেদন করতে পারবে আগ্রহীরা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

পূর্বঘোষণা অনুযায়ী, কোম্পানিটির আবেদন শুরু হলো। এরপর আগামী ৩ অক্টোবর পর্যন্ত বিনিয়োগকারীরা এ আবেদন করতে পারবেন।

ব্রোকারহাউজের মাধ্যমে এই কোম্পানির আইপিও আবেদন করবে বিনিয়োগকারী।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৮তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। এসব শেয়ারের দর আসে ১৫ কোটি টাকা।

সূত্রটি জানায়, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, নতুন মেশিনারিজ আমদানি, বিল্ডিং নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এই টাকা ব্যয় করবে।

৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৩৩ পয়সা। এসময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১২ টাকা ৭৮ পয়সা।

আর ৯ মাসে অর্থাৎ ৩১ মার্চ, ২০১৭ শেষে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ৮৪ পয়সা। এসময় এনএভি হয় ১৪ টাকা ৬২ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/শুভ