এনভয় টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

envoyস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস ও ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার অনুষ্ঠিত এই বোর্ড সভা সূত্রে জানা যায়, চলতি বছরের জুন শেষ হওয়া ২০১৭ সালে এনভয় টেক্সটাইল লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৫ টাকা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮.৫১ টাকা।

আগামী ১৪ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৫ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আইটি কনসালটেন্সের শেয়ারহোল্ডারদের বোনাস ও নগদ লভ্যাংশ

ITC-Logo-230x155-145x150স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আইটি কনসালটেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ বোনাস ও ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার অনুষ্ঠিত এই বোর্ড সভা সূত্রে জানা যায়, চলতি বছরের জুন শেষ হওয়া ২০১৭ সালে আইটি কনসালটেন্স লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.২২ টাকা।

আগামী ৪ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ৫ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

১৯ অক্টোবর থেকে শুরু গৃহায়ণ অর্থায়ন মেলা

imagesবিশেষ প্রতিবেদক :

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হবে তিনদিনব্যাপী গৃহায়ণ অর্থায়ন মেলা ২০১৭। বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এই মেলার আয়োজন করবে। বুধবার (১১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী।

এসময় উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের সিনিয়র সহসভাপতি নুরুন নবী চৌধুরী।

প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে এই মেলা শেষ হবে ২১ অক্টোবর। মেলায় ৮২ টি প্রতিষ্ঠান অংশ নেবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. সিটি ব্যাংক
  2. লংকাবাংলা ফাইন্যান্স
  3. ব্র্যাক ব্যাংক
  4. উত্তরা ব্যাংক
  5. আমরা নেটওয়ার্কস
  6. এক্সিম ব্যাংক
  7. শাহজালাল ব্যাংক
  8. ইসলামী ব্যাংক
  9. আল-আরাফাহ ব্যাংক
  10. ইউসিবি।

সূচকের পতন হলেও টাকার লেনদেন বেড়েছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২০৮ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ১০৯২ কোটি ৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৭৬৫ কোটি ১০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৫টির। দর অপরিবর্তিত আছে ২৮টির।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৪৯৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির কমেছে ১৭৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এ দিন টাকায় লেনদেন হয়েছে ৪৮ কোটি ৩৪ লাখ টাকা। যা গত দিন ছিল ৪৯ কোটি ৩৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে উত্তরা ব্যাংক ও সিটি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এমটিবির ২৫ লাখ শেয়ার বিক্রি করবে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের এক কর্পোরেট পরিচালক ২৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকের কর্পোরেট পরিচালক পাইওনিয়ার ইন্স্যুরেন্সের নামে থাকা ৩ কোটি ৫৫ লাখ ৯২ হাজার ৪২১টি শেয়ারের মধ্যে ১৫ লাখ শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ ব্যাংকটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

জাহিন টেক্সটাইলের বোর্ড সভা ২৬ অক্টোবর

zahinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি জাহিন টেক্সটাইল মিলস লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর আহবান করা হয়েছে। বুধবার  ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর উত্তরায় নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এ্যাপেক্স ফুডস ও স্পিনিংয়ের বোর্ড সভা আহবান

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি এ্যাপেক্স ফুডস ও এ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৯ অক্টোবর আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টা ও সাড়ে ৩টায় গুলশান নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানির ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া এই বোর্ড সভায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে এ্যাপেক্স ফুডস ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর এ্যাপেক্স স্পিনিং ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে লেনদেন

h indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে লেনদেন।

বুধবার লেনদেন শুরুর দেড় ঘন্টায় দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২২৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো= সিটি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক, আমরা নেটওয়ার্কস, এক্সিম ব্যাংক লিমিটেড, শাহজালাল ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড,  আল-আরাফাহ ব্যাংক ও ইউসিবি লিমিটেড।

এ সময় লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, দর কমেছে ১৩০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৫৫ লাখ ২১ হাজার টাকা।

এদিকে, দুপুর ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএসইএক্স আগের দিনের চেয়ে ১১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬৫৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, দর কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৮ কোটি ৪ লাখ ৪৬ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিকাশে নতুন বিনিয়োগের খবরে ব্র্যাক ব্যাংকের দর ও লেনদেনে উল্লম্ফন

bracবিশেষ প্রতিবেদক :

সহযোগী কোম্পানি বিকাশে নতুন বিনিয়োগকারী আসার খবরের পর শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের শেয়ারের এমন উল্লম্ফন হয়েছে যে আরেকটু হলেই সার্কিট ব্রেকার ছুঁয়ে ফেলতো।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন শেষে ব্যাংক খাতের এই শেয়ারের দর একলাফে আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়ে যায়; লেনদেনও বাড়ে প্রায় ৫ গুণ।

দিন শেষে ব্র্যাক ব্যাংকের শেয়ার আগের দিনের চেয়ে সাড়ে ৮টাকা বেড়ে ৯৫ টাকা ৬০ পয়সায় অবস্থান করছে, যা চলতি বছরের মধ্যে শেয়ারটির সর্বোচ্চ দর বৃদ্ধি।

নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ারের দরবৃদ্ধি একদিনে সর্বোচ্চ ১০ শতাংশ ছাড়ালেই ওই কোম্পানির লেনদেন বন্ধ হয়ে যায়।

একদিনের হিসাবে এর আগে ২৮ মার্চ এই শেয়ারের দাম সর্বোচ্চ বেড়েছিল। সেদিন এই শেয়ারের দাম আগের দিনের চেয়ে ৬ টাকা ৪০ পয়সা বা প্রায় ৮ শতাংশ বেড়ে ৮৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।

মঙ্গলবার সকালে লেনদেন শুরু হওয়ার পর ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, মোবাইলে আর্থিক লেনদেন সেবাদাতা ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি বিকাশের সঙ্গে প্রাথমিক সমঝোতার আওতায় একটি কৌশলগত বিনিয়োগকারী বিকাশের সংখ্যালঘু শেয়ারধারণ করতে পারেন।

তবে প্রযোজ্য সব ধরণের আইনি কার্যক্রম সম্পন্ন করাসহ পারস্পরিক আলোচনা, নির্দিষ্ট পরিমাণ শেয়ারধারণ সম্পন্ন করার চুক্তি ও শর্তানুযায়ী সবকিছু হওয়ার পরই এটা চূড়ান্ত হবে।

একেবারেই প্রাথমিক পর্যায়ের এই খবরের পর মঙ্গলবার ব্র্যাক ব্যাংকের শেয়ার সর্বোচ্চ ৯৫ টাকা ৮ পয়সা পর্যন্ত লেনদেন হয়, যার সর্বনিম্ন দর ছিল ৮৭ টাকা ৫ পয়সা।

এর আগে ৪ এপ্রিল এবছরের মধ্যে ব্র্যাক ব্যাংকের শেয়ারের সর্বোচ্চ সমাপনী দর ছিল ৯৫ টাকা ৫০ পয়সা; পরদিনই সর্বোচ্চ লেনদেন হয় ৩৮ কোটি ৮৭ লাখ টাকা।

বিকাশের ২০১৬ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্র্যাক ব্যাংকের হাতে সহযোগী এই কোম্পানির ৫১ শতাংশ শেয়ার আছে।

বাকি ৪৯ শতাংশ শেয়ারের মধ্যে ৩৬ দশমিক ৫০ শতাংশ যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মানি ইন মোশন এলএলসি ও ১২ দশমিক ৫০ শতাংশ শেয়ার ধারণ করে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন।

এখন নতুন করে কৌশলগত কোনো বিনিয়োগকারী এলে এই তিন কোম্পানির কাউকে কিছু শেয়ার ছেড়ে দিতে হবে।