বৃটিশ আমেরিকান ট্যোবিকোর বোর্ড সভা আহবান

batbcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি বৃটিশ আমেরিকান ট্যোবিকো কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ অক্টোবর

Republic-insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

pragatilifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমেটেড ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল ২৫ অক্টোবর থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমেটেড গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

এর আগে কোম্পানিটি লেনদেন জেড ক্যাটাগতিতে হতো। গতবছর ২০১৬ সালে বিমাটি ৮ শতাংশ নগদ ও ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইউনাইটেড পাওয়ারের বোর্ড সভা ২৯ অক্টোবর

unitedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. ব্র্যাক ব্যাংক
  2. লংকাবাংলা ফাইন্যান্স
  3. গ্রামীনফোন লিমিটেড
  4. ইফাদ অটোস
  5. রংপুর ফাউন্ড্রি
  6. এসিআই লিমিটেড
  7. আমরা নেটওয়ার্কস
  8. শাশা ডেনিমস
  9. বিবিএস ক্যাবলস
  10. এক্সিম ব্যাংক।

ডিএসইতে সামান্য বাড়লেও সিএসইতে লেনদেন আড়াইগুণ

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সুচকের পতন হয়েছে। তবে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় আড়াইগুণ বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৯৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৩১ পয়েন্ট কমে অবস্থান করে ২১৭৩ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৫৩৬ কোটি ৭ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৫২৩ কোটি ২৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪০টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ব্র্যাক ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, গ্রামীনফোন লিমিটেড, ইফাদ অটোস, রংপুর ফাউন্ড্রি, এসিআই লিমিটেড, আমরা নেটওয়ার্কস, শাশা ডেনিমস, বিবিএস ক্যাবলস ও এক্সিম ব্যাংক।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ১৯১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির কমেছে ১৪৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এ দিন টাকায় লেনদেন হয়েছে ১২৭ কোটি ৮৩ লাখ টাকা। যা গতকাল সোমবার ছিল ৫৫ কোটি ৯৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

টেলিকম ও কম্পিউটার সেবা খাতে রপ্তানি দেশের আয় বেড়েছে

yyyস্টকমার্কেট প্রতিনিধি :

পণ্যের পাশাপাশি সেবা রপ্তানিতেও কদর বাড়ছে বাংলাদেশের। বিভিন্ন ধরনের সেবা রপ্তানি হচ্ছে গত কয়েক বছর ধরেই। এখন প্রায় প্রতি মাসেই রপ্তানি খাতে যুক্ত হচ্ছে নতুন নুতন সেবা। শুরুতে নামমাত্র আয় হলেও ২০১৭-১৮ অর্থবছরের দুই মাস জুলাই-আগস্টে রপ্তানি বেড়েছে।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বিভিন্ন ধরনের সেবা রপ্তানি বেড়েছে প্রায় ২৪ শতাংশ। লক্ষ্যমাত্রা থেকে রপ্তানি বেশি হয়েছে ৬ শতাংশেরও বেশি। আয় এসেছে ৬২ কোটি ডলার। একক মাস হিসেবে গত আগস্টে সেবা রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৮ শতাংশ বেশি রপ্তানি হয়েছে এ সময়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সেবা রপ্তানিসংক্রান্ত মাসিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। পণ্যের মতো সেবা রপ্তানির পরিসংখ্যানও এখন থেকে নিয়মিত প্রকাশ করা হবে বলে ইপিবি সূত্রে জানা গেছে।

রপ্তানিতে সেবা বলতে বোঝায়, বিভিন্ন ধরনের পরিবহন যেমন, নৌ-রেল-সড়ক-বিমান পরিবহন, পর্যটন, ব্যাংক-বীমা, টেলিযোগাযোগ এ তালিকায় নির্মাণ, কম্পিউটার ও তথ্য সেবা, মেধা সেবা ইত্যাদি। এসব সেবার সঙ্গে সম্পর্কিত কিছু পণ্যকেও সেবার আওতায় বিবেচনা করা হয়। গত অর্থবছরে (২০১৬-১৭) সেবা রপ্তানি থেকে আয় এসেছে ৩১৬ কোটি ডলারেরও বেশি।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী আলোচ্য দুই মাসে সবচেয়ে বেশি ১৯ কোটি ডলার সেবা রপ্তানি হয়েছে সেবা সম্পর্কিত পণ্য থেকে। আগের একই সময় থেকে এই আয় ১ শতাংশ বেশি। যদিও এ খাতের এ সময়ের লক্ষ্যমাত্রা থেকে আয় কম হয়েছে প্রায় ১৩ শতাংশ। টেলিযোগাযোগ সেবা থেকে সাড়ে ৬ কোটি এবং কম্পিউটার সেবা থেকে ৩ কোটি ডলার রপ্তানি আয় এসেছে। এ ছাড়া বড় আয়ের সেবা খাত হিসেবে পরিবহন সেবার মধ্যে নৌ ও বিমান পরিবহন থেকে প্রায় সমপরিমাণ ৩ কোটি ডলার রপ্তানি আয় এসেছে। পর্যটন, আর্থিক সেবা ও বীমা খাতেও আগের বছরের একই সময়ের তুলনায় বড় ব্যবধানে রপ্তানি বেড়েছে।

ইপিবিসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সেবা রপ্তানি খুব সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। যেমন, দেশের চিকিৎসাসেবা উন্নত হলে এ দেশে সেবা নিতে আসত বিদেশিরা। এখন চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে। সরকারের পক্ষ থেকে সেবা রপ্তানিতে খুব বেশি কিছু করার নেই। ব্যবসায়িক স্বার্থে বেসরকারি খাতকেই এ বিষয়ে এগিয়ে আসতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

পদ্মা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ অক্টোবর

padma lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর বাংলামটরে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিডি ওয়েল্ডিংয়ের বার্ষিক বোর্ড সভা ৩১ অক্টোবর

BD Welding Electrodesস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিডি ওয়েল্ডিং লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৩১ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয় নাই।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

রংপুর ডেইরির বার্ষিক বোর্ড সভা ৩০ অক্টোবর

rang-smbd-300x114স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি রংপুর ডেইরি এন্ড ফুড লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি ১০ লভ্যাংশ দেয় ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ