স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

standard-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরে প্রথম ৯ মাসে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৪ টাকা। এর আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩২ পয়সা।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিমার শেয়ার প্রতি সম্পদ মূল্য তুলে ধরা হয়।

এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৭.০৩ টাকা। আগের বছর এ সময় ১৮.২২ টাকা ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম

আইনে আয়কর কর্মকর্তাদের স্বেচ্ছাক্ষমতা কমানোর প্রস্তাব এফবিসিসিআই’র

fbcciনিজস্ব প্রতিবেদক :

নতুন আয়কর আইনে আয়কর কর্মকর্তাদের স্বেচ্ছাক্ষমতা কমনোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার মতিঝিলে এফবিসিসিআই’র কার্যালয়ে আয়োজিত নতুন আয়কর আইন বিষয়ে এক মতবিনিময় সভায় এ প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

শফিউল ইসলাম বলেন, ‘কর নির্ধারণ বা মূল্যায়নের ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অধিক ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে কর আদায়ের সময় অনেকে হয়রানির শিকার হন। তাই তাদের ক্ষমতা কমানো উচিত।’

সভায় এফবিসিসিআই’র পক্ষ থেকে আটটি প্রস্তাব তুলে ধরা হয়। অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- শিল্পের মৌলিক কাঁচামালের ওপর পাঁচ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, উচ্চ আদালতে আপিল করার ক্ষেত্রে আরোপিত ২৫ শতাংশ বিরোধীয় কর প্রত্যাহার, কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্যদের কমিশনার পদমর্যাদা না দেওয়া প্রমুখ।

এফবিসিসিআই’র সভাপতি বলেন, ‘সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করতে আয়কর আইন থাকা প্রয়োজনীয়। যা হবে সহজ ও সবার জন্য যুগোপযোগী, বিনিয়োগ ও করদাতা বান্ধব এবং আধুনিক।’

এ সময় তিনি আইনটি বাংলায় অনুবাদের ক্ষেত্রে সহজ, সাবলীল ও ব্যবহারবান্ধব শব্দ চয়ন করার প্রস্তাব দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারমন্যান মো. নজিবুর রহমান, সদস্য পারভেজ ইকবাল ও আব্দুর রাজ্জাক এবং ব্যবসায়ী নেতারা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

ঢাকা ডায়িংয়ের বোর্ড সভা পিছালো

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডায়িং লিমিটেডের বার্ষিকী বোর্ড সভা পিছানো হয়েছে। আগামী ২৯ অক্টোবর আহবান করা হয়েছিল। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

এই বোর্ড সভাটি আগামী ৮ নভেম্বর আহবান করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা পৌনে ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির সর্বশেষ বছরের লভ্যাংশ, ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

গোল্ডেন হার্ভেষ্ট ইন্ডাস্ট্রিজের বার্ষিক বোর্ড সভা আহবান

goldenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি গোল্ডেন হার্ভেষ্ট ইন্ডাস্ট্রি লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২ নভেম্বর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর তেজগাঁতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

জুট স্পিনার্সের বার্ষিক বোর্ড সভা ৩০ অক্টোবর

jute_spinnersস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর পান্থপথের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কােনাে লভ্যাংশ দেয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইনভেষ্টমেন্ট কর্পোরশনের বার্ষিক বোর্ড সভা ২ নভেম্বর

icbস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইনভেষ্টমেন্ট কর্পোরশন অব বাংলাদেশ লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২ নভেম্বর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর কাকরাইলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এনসিসি ব্যাংকের ৫০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা

ncc-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ৫০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মিনহাজ কামাল খান নামে এই উদ্দ্যোক্তা তার থাকা ৩ লাখ ৯৭ হাজার ৩০৪টি শেয়ারের মধ্যে ৫০ হাজার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ ব্যাংকটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা পিছালো

nbl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা পিছানো হয়েছে। আজ ২৬ অক্টোবর আহবান করা হয়েছিল। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

এই বোর্ড সভাটি আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা পৌনে ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. জেমিনী সি ফুডস
  2. ব্র্যাক ব্যাংক
  3. আইডিএলসি
  4. লংকাবাংলা ফাইন্যান্স
  5. সিটি ব্যাংক
  6. ইফাদ অটোস
  7. গ্রামীনফোন লিমিটেড
  8. বিবিএস ক্যাবলস
  9. সাফকো স্পিনিং
  10. আমরা নেটওয়ার্কস।

শেয়ারবাজারে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সুচকের মিশ্রাবস্থা ছিল। দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.৯৯ পয়েন্ট কমে অবস্থান করে ২১৭৩ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৯৯ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৫৮২ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৩টির। আর দর অপরিবর্তিত আছে ৪১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেমিনী সি ফুডস, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, ইফাদ অটোস, গ্রামীনফোন লিমিটেড, বিবিএস ক্যাবলস, সাফকো স্পিনিং ও আমরা নেটওয়ার্কস।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৫৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির কমেছে ১০৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এ দিন টাকায় লেনদেন হয়েছে ৪৪ কোটি ৯৮ লাখ টাকা। যা গতকাল মঙ্গলবার ছিল ৩৩ কোটি ২৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইডিএলসি ও সিটি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ