আইটি কনসালট্যান্সের ১ম প্রান্তিক ইপিএস ১৯ পয়সা

ITC-Logo-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আইটি কনসালট্যান্সে লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১২ পয়সা । এ হিসাবে চলতি বছরের ১ম প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৪১ টাকা। যা ২০১৭ সালের ৩০ জুন ছিল ১৬.২২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

নর্দার্ণ জুটের ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

northern-juteস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪.০৪ টাকা । গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৩.০২ টাকা । এ হিসাবে চলতি বছরের ১ম প্রান্তিকে কোম্পানির লোকসান বেড়েছে।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৬.৩৯ টাকা। যা ২০১৭ সালের ৩০ জুন ছিল ৯১.০৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

হাওয়েল টেক্সটাইলসের ১ম প্রান্তিক বোর্ড সভা আহবান

hawelস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪ টায় রাজধানীর গুলশানে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

নূরানী ডায়িংয়ের ১ম প্রান্তিক বোর্ড সভা আহবান

nuraniস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডায়িং ও সোয়েটার লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ নভেম্বর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪ টায় রাজধানীর পল্টনে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

প্যাসিফিক ডেনিমসের ১ম প্রান্তিক বোর্ড সভা ১৩ নভেম্বর

pacific_coverস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ নভেম্বর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীর গুলশান অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

রোহিঙ্গাদের জন্য সরকারের প্রয়োজন ৭,১২৬ কোটি টাকা : সিপিডি

cpdস্টকমার্কেট প্রতিনিধি :

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত রোহিঙ্গাদের পেছনে সরকারের ব্যয় হবে মাথাপিছু প্রায় পাঁচ হাজার ৯৩৯ টাকা করে। এজন্য ওই সময় পর্যন্ত সরকারের প্রয়োজন হবে প্রায় সাত হাজার ১২৬ কোটি টাকা। এই পরিমাণ অর্থ চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের এক দশমিক ৮ শতাংশ; জিডিপির দশমিক ০৩ শতাংশ এবং মোট রাজস্বের দুই দশমিক ৫ শতাংশ।

শনিবার (১১ নভেম্বর) রাজধানীর একাটি হোটেলে সিপিডি আয়োজিত ‘রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের করণীয়’ শীর্ষক সেমিনারে এই তথ্য তুলে ধরা হয়।

সিপিডির চেয়ারম্যান অধ্যাপক ড. রেহমান সোবহানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, ঢাকায় যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার ডেবিট এসলে, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) শাখাওয়াত হোসেন, বিশ্ব বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি ড. সুকমল বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

সেমিনারে মূল প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যেসব রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে তাদের জন্য চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৬ মাসে সরকারের কমপক্ষে এক হাজার ৩৫৬ কোটি টাকা ব্যয় হয়েছে। যা বাজেটের দশমিক ৪ শতাংশ। আর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দশমিক ১ শতাংশ। আর সেপ্টেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৬ মাসে আরও দুই হাজার কোটি টাকা ব্যয় হবে।

প্রতিবেদনে বলা হয়, সিপিডি ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) গবেষণার তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট থেকে ৫ নভেম্বর পর্যন্ত ৮ লাখ ২১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

ড. ফাহমিদা খাতুন বলেন, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ বহুমাত্রিক সমস্যায় পড়েছে। রোহিঙ্গা সংকটের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অর্থনীতি, সমাজ ও পরিবেশের ওপর। এই তিন খাতে বাংলাদেশ নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। অর্থনীতিতে প্রভাব পড়ায় জীবনযাপনের ব্যয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, কক্সবাজারে মোট বনভূমির পরিমাণ ২০ লাখ ৯২ হাজার ১৬ একর। রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে এরইমধ্যে তিন হাজার ৫০০ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোহিঙ্গা শরণার্থী অধ্যুষিত এলাকায় বায়ু দূষণ, ভূমিধসের মতো ঘটনা ঘটছে।

এ সংকট নিরসনে সিপিডির পক্ষ থেকে কয়েকটি সুপারিশ তুলে ধরে ফাহমিদা খাতুন বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় এখন পর্যন্ত বাংলাদেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।

অনুষ্ঠানে ড. দেবপ্রিয় বলেন, বিশ্বব্যাপী ৬৫ মিলিয়ন মানুষ এখন উদ্বাস্তু। একক দেশ হিসেবে বাংলাদেশ চতুর্থ সর্বোচ্চ আশ্রয়দাতা। এ সমস্যা সমাধানে এখনই স্বল্প ও মধ্য মেয়াদি উদ্যোগ নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

সামিট পাওয়ারের ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

SUMMIT_POWERস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা । গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি (ইপিএস) আয় ছিল ১.০১ টাকা । এ হিসাবে চলতি বছরের ১ম প্রান্তিকে কোম্পানির ইপিএস একই অবস্থানে রয়েছে ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০.২৮ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ২৯.০২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

বাটা সু‌’র অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা ১৬ নভেম্বর

logo-bataস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি বাটা সু কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৬ নভেম্বর আহবান করা হয়েছে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের তৃতীয় প্রন্তিকে ফলাফলের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হবে।

এদিন দুপুর ২ টায় ৪৫ মিনিট ঢাকা টঙ্গিতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ