শাশা ডেনিমসের ১ম প্রান্তিক ইপিএস ১.২১ টাকা

Shasha-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড চলতি বছরের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানটির ইপিএস এসেছে ১.২১ টাকা । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১.১০ টাকা। এ হিসাবে চলতি বছরের ১ম প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে ।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৮.৫৫ টাকা। যা ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ছিল ৪৪.৪৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

বিচ হ্যাচারির ১ম প্রান্তিক অনিরীক্ষিত প্রতিবেদন প্রকাশ

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেড চলতি বছরের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১১ পয়সা। এহিসাবে এই প্রান্তিকে কোম্পানিটির লোকসান কমেছে।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০.৭৭ টাকা। যা ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ছিল ১১.১৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

রাজধানীতে দুইদিনব্যাপী বাইক কার্নিভাল শুক্রবার শুরু

Dhaka-Bike-Carnival_Bg20171109163520স্টকমার্কেট প্রতিবেদক :

রাজধানীতে আগামী শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম বাইক কার্নিভাল ‘ঢাকা বাইক কার্নিভাল ২০১৭’। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) আয়োজকদের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাইকবিডির আয়োজনে ও ইয়ামাহার (এসিআই মটরস) সৌজন্যে ঢাকায় এ কার্নিভাল অনুষ্ঠিত হবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠেয় এ কার্নিভাল শনিবার (১১ নভেম্বর) পর্যন্ত চলবে।

আয়োজকরা বলছেন, এরই মধ্যে বাইক কার্নিভাল দেশের বাইক প্রেমীদের মাঝে সাড়া জাগাতে পেরেছে। কার্নিভালে নজর কাড়া বাইক র‌্যালি, আকর্ষণীয় বাইক গেম শো, কালচারাল প্রোগ্রামের পাশাপাশি থাকছে মন মাতানো কনসার্ট।

অনুষ্ঠানের আকর্ষণ হিসেবে থাকছে ভারত থেকে আসা লেডি বাইকার গ্রুপ, যারা মোটরসাইকেল নিয়ে নানা নৈপুণ্য দেখাবে। কনসার্টে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড নেমেসিস, এলআরবিসহ অনেকে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সালভো কেমিক্যালসের ১ম প্রান্তিক ইপিএস ২৪ পয়সা

salvoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি সালভো কেমিক্যালস লিমিটেড চলতি বছরের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৩ পয়সা। এ হিসাবে চলতি বছরের ১ম প্রান্তিকে কোম্পানির ইপিএস এক পয়সা বেড়েছে ।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.১৪ টাকা। যা ২০১৭ সালের ৩০ জুন ছিল ১১.৯১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ