স্টকমার্কেট প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১০৯১ কোটি টাকা। এদিন সেখানে লেনদেন ও মূল্য সূচক কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৭.৩৮ পয়েন্ট কমে অবস্থান করে ২২৬৮ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে ১০৯১ কোটি ৯০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ১১৫৮ কোটি ৪৯ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৪টির। আর দর অপরিবর্তিত আছে ৩৪টির।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –লংকাবাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, ঢাকা ব্যাংক, শাহজালাল ব্যাংক, ফাস ফাইন্যান্স, সিটি ব্যাংক, বিডি থাই, গ্রামীন ফোন, স্কয়ার ফার্মা ও ব্রাক ব্যাংক ।
এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৯.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৭৬৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১০৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।
এ দিন টাকায় লেনদেন হয়েছে ৬১ কোটি ৫৩ লাখ টাকা। গতকাল সোমবার ছিল ৬৮ কোটি ৯৮ লাখ টাকা। এহিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সিটি ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স ।
স্টকমার্কেটবিডি.কম/এমএ