- ব্রিটিশ আমেরিকান টোবাকো
- প্যারামাউন্ট টেক্সটাইল
- বিডি থাই
- কনফিডেন্স সিমেন্ট
- ব্র্যাক ব্যাংক
- গ্রামীনফোন
- গোল্ডন হার্ভেষ্ট
- অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ
- নুরানী ডায়িং
- সিটি ব্যাংক।
Day: October 31, 2024
ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪৮ কোটি টাকা। এদিন ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে লেনদেন। এদিন দুই শেয়ারবাজারেই বেড়েছে মূল্য সূচক । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৯০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৭৮ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ৫০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৬৮৭ কোটি ১১ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৬টির। আর দর অপরিবর্তিত আছে ৫০টির।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ব্রিটিশ আমেরিকান টোবাকো, প্যারামাউন্ট টেক্সটাইল, বিডি থাই, কনফিডেন্স সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, গ্রামীনফোন, গোল্ডন হার্ভেষ্ট, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, নুরানী ডয়িং ও সিটি ব্যাংক।
এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৬.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৭৮২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৯৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।
এদিন টাকায় লেনদেন হয়েছে ৩২ কোটি ৩২ লাখ টাকা। গতকাল সোমবার ছিল ৩১ কোটি ৭৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল ও ঢাকা ব্যাংক।
স্টকমার্কেটবিডি.কম/এমএইচ
বঙ্গজ লিমিটেডের বিস্কুট কারখানার জন্য জমি লিজ স্থগিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেড বিস্কুট কারখানার জন্য জমি লিজ নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সম্প্রতি কোম্পানিটির মালিক পক্ষ একটি বিস্কুট কারখানা করার সিদ্ধান্ত নিয়েছে। গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিং রোডের পাশে মুলাইদ এলাকায় এই কারখানা করা হবে।
ইতিমধ্যে ১১০.৯৭ ডেসিমল একটি জমি লিজ নিয়েছিল কোম্পানিটি। এসব জমি গত ২০১৪ সালেই কোম্পানিটির নামে লিজ নেওয়া হলেও তা বাতিল করেছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে
লিগ্যাসী ফুটওয়ারের কারখানা সংস্কার কাজ দ্রুতই সমাপ্ত
শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি লিগ্যাসী ফুটওয়ারের কারখানা সংস্কার কাজ দ্রুতই সমাপ্ত করে আগামী মাসেই কার্যক্রম শুরু করা সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটি কারখানা সংস্কার, মেশিনারিজ মেরামত ও আনুসাঙ্গিক কিছু কাজ হাতে নিয়েছে। এসব কাজের অগ্রগতি দেখে সন্তুষ্ট প্রকাশ করেছে কোম্পানিটির মালিক পক্ষ।
পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগলেও তারা আগামী ১০ জানুয়ারির মধ্যে এসব কাজ ১০০ ভাগ শেষ করতে পারবে বলে শেয়ারহোল্ডারদের জানিয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে
২১ কোটি টাকার ফ্লোর স্পেস কিনবে সায়হাম
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন লিমিটেড ও সায়হাম টেক্সটাইল লিমিটেড ঢাকার গুলশানে মোট ২১ কোটি টাকার দুটি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
গুলশানের সায়হাম টাওয়ারের ১২ তলায় অবস্থিত ৪৩০৭ স্কয়ার ফুটের দুটি ফ্লোর কিনবে। প্রতিটি ফ্লোরের দাম পড়বে ১০ কোটি ৫০ লাখ টাকা করে।
মোট ২১ কোটি টাকার এই ফ্লোর দুটি কেনার সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন দিয়েছে কোম্পানিগুলোর পরিচালনা বোর্ড।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে
সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিংং খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড ৭০০ কোটি টাকার সাবর্ডিনেট বন্ড ছাড়ার মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এই সব তথ্য জানা গেছে।
সম্প্রতি এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা বোর্ড। বিএসইসি, বাংলাদেশ ব্যাংক এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন স্বাপেক্ষে এই বন্ড ছাড়া হবে ডিএস্ইর পক্ষ থেকে জানানো হয়েছে।
ব্যাসল-৩ বাস্তবায়নে এই বন্ডের মূলধনটি ব্যবহার করা হবে। ব্যাংকটির উল্লেখিত এই বন্ড প্রস্তাবটি এজিএমের শেয়ারহোল্ডারদেরও অনুমোদন নিতে হবে।
স্টকমার্কেটবিডি.কম/এম/বি