এবি ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা বোর্ডের তিন সদস্য পদত্যাগ

ab-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

বেসরকারি এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ পরিচালনা বোর্ডের তিন সদস্য পদত্যাগ করেছেন।  বৃহস্পতিবার মালিকানা পরিবর্তনের গুঞ্জনের মধ্যে তাঁরা পদত্যাগ করলেন। রাজধানীর লা মেরিডিয়ানে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাঁদের পদত্যাগপত্র অনুমোদিত হয়।

পদত্যাগকারী অন্য দুই সদস্য হলেন- ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও ফাহিমুল হক। তাঁদের স্থলে নতুন তিনজন পরিচালক নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন, মোশতাক আহমেদ চৌধুরী, নাজির আহমেদ ও শেখ মঈনুদ্দীন।

এম ওয়াহিদুল হক, সেলিম আহমেদ ও ফাহিমুল হকের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁরা পদত্যাগ করেন। এখন পর্যন্ত নতুন কাউকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়নি। লা মেরিডিয়ানে এজিএম অনুষ্ঠানে বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তাঁর ছেলে ফয়সাল মোরশেদ খানসহ উদ্যোক্তা ও শেয়ার হোল্ডারা উপস্থিত ছিলেন।

নতুন নির্বাচিত পরিচালক নাজির আহমেদ হলেন পদত্যাগকারী ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদের ছেলে। শেখ মঈনুদ্দীন ও মোশতাক আহমেদ হলেন এম মোরশেদ খানের প্রতিনিধি।

ব্যাংক খাতে এবি ব্যাংকের মালিকানা পরিবর্তন নিয়ে নানা ‘গুঞ্জন’ ভেসে বেড়াচ্ছে কয়েক দিন ধরেই। ব্যাংকটির প্রায় ২৫ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে এম মোরশেদ খানের হাতে। সূত্র জানায়, প্রথম দফায় গত ১৭ আগস্ট ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে ব্যাংকটির এজিএম অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু ১৪ আগস্টের পর্ষদ সভায় তা বাতিল করা হয়। এরপর সিদ্ধান্ত হয় ২১ ডিসেম্বর কুর্মিটোলা গলফ ক্লাবে এ দুটি সভা হবে। কিন্তু শেষে এসে আবার স্থান পরিবর্তন করা হয়। সর্বশেষ গত রোববার এজিএমের স্থান পরিবর্তন করে আজ লা মেরিডিয়ানে ঠিক করা হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, গত ছয় মাসে ব্যাংকটির উল্লেখযোগ্য শেয়ার কিনেছে চট্টগ্রামভিত্তিক একটি শিল্প গ্রুপ। তারা এখন ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে। একই প্রক্রিয়ায় এর আগে ইসলামী ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংকেও পরিবর্তন আসে। এ দুটি পরিবর্তনই ঘটে রাজধানীর দুটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সভায়।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

 

আইটি কনসালটেন্সের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ২’

ITC-Logo-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আইটি কনসালটেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ২’ । সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৭ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ+’

easternস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আর্গস ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিস লিমিটেড। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৭ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ইয়াকিন পলিমারের ক্যাটাগরি পরিবর্তন

yakinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের কম লভ্যাংশ দিয়ে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৪ ডিসেম্বর রবিবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

আর এই কম লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এ আগে নতুন কোম্পানি হিসাবে এ ক্যাটাগরিতে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

 

লভ্যাংশ দিয়ে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেফার্ড ইন্ডাস্ট্রি

sherpardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রথমবার শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়ে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৪ ডিসেম্বর রবিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এ আগে নতুন কোম্পানি হিসাবে এন ক্যাটাগরিতে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. গ্রামীন ফোন
  2. ন্যাশনাল টিউবস
  3. ব্র্যাক ব্যাংক
  4. স্কয়ার ফার্মা
  5. সিটি ব্যাংক
  6. লাফার্জ সুরমা
  7. রূপালী লাইফ
  8. আলিফ ইন্ড্রাস্ট্রিজ
  9. এবি ব্যাংক
  10. আমরা নেটওয়াকস।

ডিএসইতে ৩৬৭ ও সিএসইতে ১৯ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন সূচকের মিশ্র অবস্থায় লক্ষ করা গেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন অবস্থান করেছে ১৯ কোটি টাকার ঘরে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৩১ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৫১১ কোটি ৫৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৪টির। আর দর অপরিবর্তিত আছে ৫৩টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – গ্রামীন ফোন, ন্যাশনাল টিউবস, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা, রূপালী লাইফ, আলিফ ইন্ড্রাস্ট্রিজ, এবি ব্যাংক ও আমরা নেটওয়াকস।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩২.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৫৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৩ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৯৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সাউথইষ্ট ব্যাংক ও বিএসআরএম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

নাহি এ্যালুমিনাম কম্পোজিটের আইপিও সম্পন্ন : লেনদেন রবিবার

Nahiনিজস্ব প্রতিবেদক :নাহি এ্যালুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর এই শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, কোম্পানিটি নতুন হিসাবে এন ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানির ট্রেডিং কোড “NAHEEACP” আর ডিএসইতে কোম্পানির কোড নম্বর 1324৪.

সূত্র থেকে জানা যায়, সম্প্রতি আইপিও শেয়ার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দেওয়ার পক্রিয়া সম্পন্ন করে সিডিবিএল। ইতোমধ্যে এ কোম্পানিটির শেয়ার অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আনুমোদন সাপেক্ষ নাহি এ্যালুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে।

এর আগে গত ১৩ অক্টোবর কোম্পানিটির আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয়।

কোম্পানিটি জানায়, কোম্পানিটির আইপিও আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হয়েছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৮তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। এসব শেয়ারের দর আসে ১৫ কোটি টাকা।

সূত্রটি জানায়, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, নতুন মেশিনারিজ আমদানি, বিল্ডিং নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এই টাকা ব্যয় করবে।

৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৩৩ পয়সা। এসময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১২ টাকা ৭৮ পয়সা।

আর ৯ মাসে অর্থাৎ ৩১ মার্চ, ২০১৭ শেষে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ৮৪ পয়সা। এসময় এনএভি হয় ১৪ টাকা ৬২ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/শুভ