জেনারেশন নেক্সটের আয় বেড়েছে তিন গুণ

Generation Next Fashions Limited_company_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ২য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় প্রায় তিন গুণ বেড়েছে । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২১ পয়সা।

তবে গত ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১০ পয়সা। এ হিসাবে চলতি বছরের ৩ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে প্রায় তিন গুণ।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.১২ টাকা। যা গত ৩০ জুন ছিল ১১.৫৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

নতুন মুদ্রানীতি শেয়ারবাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের ঘোষিত মুদ্রানীতি শেয়ারবাজার সম্প্রসারণ তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ডিএসইর বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক চলতি ২০১৭-১৮ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে। মুদ্রানীতিতে পুঁজিবাজারকে করপোরেট গ্রাহক ও প্রবাসী বাংলাদেশির কাছে আরও গ্রহণযোগ্য ও বিনিয়োগে আকৃষ্ট করার প্রয়াসে ডিএসই বাংলাদেশ ব্যাংকে অভিনন্দন জানিয়েছে।

মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা, কর্মসংস্থান তথা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত সময়োপযোগি ও দিকনির্দেশনামূলক মুদ্রানীতি বলে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, দীর্ঘমেয়াদী অর্থায়নে করপোরেট গ্রাহকদের মেয়াদী প্রকল্প বিনিয়োগ অর্থায়নে ব্যাংকগুলোর ওপর অতি নির্ভরতার প্রবণতা ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে। এদেরকে মূলধন বাজারে বন্ড ইস্যু করে অর্থায়ন সংগ্রহে উৎসাহ ও সহায়তা প্রদানে ব্যাংকগুলোকে সক্রিয় করার কথা বলা হয়েছে। এতে শেয়ারবাজারে পণ্যের বৈচিত্রতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এর গভীরতা বৃদ্ধি পাবে।

প্রবাসী বাংলাদেশিদের বৈদেশিক সঞ্চয় ও আর্থিক বিনিয়োগ বাংলাদেশের অর্থ ও মূলধন বাজারমুখী করার জন্য অনিবাসী বিনিয়োগ টাকা হিসাব (NITA) খুলে বাংলাদেশের মূলধন বাজারে এদের পোর্টফোলিও বিনিয়োগ পরিচালনায় ব্যাংকগুলোকে আরও বেশি উদ্যোগী করার বিষয়ে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। এতে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

ইকোনমিস্টের গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থান আট ধাপ পিছিয়েছে

00cbc396947be88833c755cf80919e70-5a7184497ca56স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বৈশ্বিক গণতন্ত্রের সূচক-২০১৭ তে বাংলাদেশের অবস্থান ৮ ধাপ পিছিয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্কোরও ২০১৬ সালের তুলনায় কমেছে। ২০১৭ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ৯২ তম এবং স্কোর ১০-এর মধ্যে ৫.৪৩। অথচ ২০১৬ সালে বাংলাদেশের অবস্থান ৮৪ তম এবং এর স্কোর ৫.৭৩ ছিল।

লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট গ্রুপের গবেষণা ও বিশ্লেষণ বিভাগ ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট বুধবার (৩১ জানুয়ারি) সূচকটি প্রকাশ করেছে। তালিকায় আবারও শীর্ষস্থানটি দখল করেছে নরওয়ে। আর মাত্র ১.০৮ স্কোর নিয়ে সূচকের একদম তলানিতে অবস্থান করছে উত্তর কোরিয়া। ১৬৭টি দেশ নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে।

গণতন্ত্রের অবস্থা পর্যালোচনা করে দেশগুলোকে স্কোর দেওয়া হয়েছে। সর্বোচ্চ স্কোর ১০। এর মধ্যে যাদের স্কোর ৮ তাদেরকে পূর্ণ গণতন্ত্রের দেশ বলে বিবেচনা করা হয়। ইকোনমিস্টের পরিসংখ্যান বলছে বিশ্বের মোট জনসংখ্যার ৫ শতাংশেরও কম মানুষ ‘পূর্ণ গণতন্ত্রের’ মধ্যে থাকে। এবার সারা বিশ্বের সার্বিক গণতান্ত্রিক পরিস্থিতিরও অবনতি হয়েছে বলে জানিয়েছে ইকোনমিস্ট। ২০১৬ সালে ১০ স্কোরের মধ্যে সারাবিশ্বের গড় অর্জন ছিল ৫.৫২। কিন্তু এইবার সার্বিক গড় ৫.৪৮। ইকোনমিস্টের সূচকে সাতটি মহাদেশের মধ্যে এশিয়া সার্বিক সূচকে নিচের দিকে রয়েছে। ১০ পয়েন্টের মধ্যে এশিয়ার গড় অর্জন ৫.৬৩।

ইকোনমিস্টের গবেষণাটির ক্ষেত্রে ৫টি মানদণ্ড অনুসরণ করা হয়ে থাকে। সেগুলো হল- নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হয়েছে কিনা, সরকারে ভারসাম্য আছে কিনা, জনগণকে রাজনীতিতে যুক্ত করা হয় কিনা, জনগণ তাদের সরকারকে সমর্তন করে কিনা এবং তারা মত প্রকাশের স্বাধীনতা পায় কিনা। সূত্র : বাংলা ট্রিবিউন

স্টকমার্কেটবিডি.কম/

এবি ব্যাংকের সাবেক ২ কর্মকর্তার জামিন কেন বাতিল নয়

dudokনিজস্ব প্রতিবেদক :

এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা অর্থ পাচারের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ট্রেজারি শাখার সাবেক প্রধান আবু হেনা মোস্তফা কামালকে দেওয়া জামিন কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন উচ্চ আদালত।

২৫ জানুয়ারি বিকেলে মতিঝিল থানায় করা একটি মামলায় এই দুজনসহ তিনজনকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারের পর ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে তোলা হয়। সাড়ে তিন ঘণ্টার মধ্যেই ওয়াহিদুল হক ও আবু হেনা মোস্তফা কামালের জামিন মঞ্জুর হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই দিন এবি ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে ১৬৫ কোটি টাকা (২ কোটি ২৫ হাজার ডলার) পাচারের অভিযোগে দুদক এই মামলা করে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল দেন। ব্যাংকের এই সাবেক দুই কর্মকর্তার জামিন বিষয়ে গণমাধ্যম আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে এ রুল দেওয়া হয়। একই সঙ্গে আদালত ওই দুই কর্তা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্তকারী সংস্থাকে (দুদক) নির্দেশ দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/

কুইন সাউথ টেক্সটাইলের লটারী ড্র ১ ফেব্রুয়ারি

queenনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য সদ্য আইপিও অনুমোদন পাওয়া কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের লটারী ড্র ১ ফেব্রুয়ারি। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগের কোম্পানির সাবস্ক্রিপশন ৭ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলে।

সূত্রটি আরো জানায়, কোম্পানিটি ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ওয়ারহাউজ নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, কারখানা আধুনিকায়ন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৪২ টাকা, শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) ১৬.২০ টাকা।

গত ১৪ নভেম্বর অনুমোদন পাওয়া এই কোম্পানির ইস্যু ম্যানেজার আলফা ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ড্রাগন সোয়েটারের ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার স্পিনিং লিমিটেডের একজন পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোস্তফা কামরুস সোবহান নামে এই উদ্দোক্তা কোম্পানিটির ১০ লাখ শেয়ার বেচবে। তার হাতে কোম্পানিটির মোট ৩,২২,২৩,১৮৫ টি শেয়ার রয়েছে।

এই পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/

সূচকের বড় ধরণের পতনে কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণের বেড়েছে। এদিন সেখানে সবগুলো সূচকের বড় ধরণের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮৮.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬০৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৯৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৮.০৫ পয়েন্ট কমে অবস্থান করে ২২৩৮ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৪৭২ কোটি ২৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৩৯৯ কোটি ২২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭৮টির। আর দর অপরিবর্তিত আছে ২৬টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, লংকা-বাংলা ফাইন্যান্স, গ্রামীন ফোন, ইফাদ অটোস, প্যারামাউন্ট টেক্সটাইল, ফার্মা এইডস, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও বিডি থাই।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫৭.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৯২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ২০০টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৬ টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩২ কোটি ১৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেশি হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক ও প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ন্যাশনাল ফিডের শেয়ার প্রতি আয় ১৮ পয়সা

national_feed_mill_939619377স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানিটির সর্বশেষ ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২০১৭) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৬ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ০.৫১ টাকা।

শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস ০.১৮ টাকা। এর আগের বছর ছিল ০.২০ টাকা।

এদিকে, অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৪.৩৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আমান ফিডের শেয়ার প্রতি আয় ৯৫ পয়সা

aman-feed-ltdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৫ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.১৯ টাকা।

এছাড়া ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত সময়ে কোম্পনির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩১.৩০ টাকা।

ম্টকমার্কেটবিডি.কম/এমএ