ফারইষ্ট নিটিংয়ের ঋণমান ‘এ+’ ও ‘এসটি-২’

fekdilস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ+’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সময়ে কোম্পানিটির ম্বল্পমেয়াদি ঋণমান দাঁড়িয়েছে ‘এসটি-২’।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

আরএসআরএমের রাইট শেয়ারে প্রিমিয়াম কমলো

RSRMস্টকমার্কেট প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) পরিচালনা পর্ষদ রাইট শেয়ারের প্রিমিয়াম ১৫ টাকা থেকে ১০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটি তিনটি শেয়ারের বিপরীতে ২টি রাইট ছাড়বে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ১০ টাকা প্রিমিয়াম সহ মোট ২০ টাকা নির্ধারণ হয়েছে। এর আগে ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামের সিদ্ধান্ত হয়েছিল।

শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গায় শাহীন গল্ফ ক্লাবে সকাল ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জানুয়ারি।

এরপর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে রাইট শেয়ারের সিদ্ধান্ত কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

হঠাৎ মালিকানা পরিবর্তন: কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ চান এবিবি

abbস্টকমার্কেট প্রতিবেদক :

ব্যাংকে হঠাৎ পরিবর্তন বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ চান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি)। তাঁরা বলেছেন, এভাবে হঠাৎ পরিবর্তনে আমানতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমডিরাও ভয়ের মধ্যে রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকে আজ বুধবার অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এমন মতামত তুলে ধরেছেন ব্যাংক এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সব ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন।

২০১৭ সালে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনায় হঠাৎ পরিবর্তন হয়। এ সময় দুই ব্যাংকের এমডিদেরও পদত্যাগে বাধ্য করা হয়। আর এসব পরিবর্তনে তড়িঘড়ি সম্মতি দেয় কেন্দ্রীয় ব্যাংক।

সভা শেষে এবিবির চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘গত বছর ব্যাংকগুলোতে পরিবর্তন দেখেছি। আমরা কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছি, এসব পরিবর্তন হতেই পারে, তবে হঠাৎ করে যেন না হয়। পরিবর্তন আকস্মিকভাবে হলে নানা ধরনের সমস্যা হতে পারে। ব্যবস্থাপনায় থেকে আমাদের ভয় হয়।’

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘শেয়ারহোল্ডাররা শেয়ার কেনাবেচা করেন। এতে কেউ বেশি শেয়ার কিনে বার্ষিক সাধারণ সভা বা পরিচালনা পর্ষদের সভার মাধ্যমে পরিচালক হতেই পারেন। এ ক্ষেত্রে কোনো অনিয়ম হলে বা সুশাসনের অভাব থাকলে বাংলাদেশ ব্যাংক বিষয়টি দেখে এবং দেখছে।’

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

বাংলাদেশ শিপিংয়ের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

bsc-300x150স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৫২.৭০ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ২৪ জানুয়ারি ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.