তিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৩৬৭ নিয়োগ

bbস্টকমার্কেট প্রতিবেদক :

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত তিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘ঊর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ)’ পদে ৩৬৭টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩১টি, পল্লী সঞ্চয়ে ২৭৮টি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ৫৮টি পদে কর্মকর্তা নেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুসারে ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ছাড়া সব প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছর ও মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। আগ্রহী প্রার্থীদের ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

বিস্তারিত জানতে:  https://erecruitment.bb.org.bd

স্টকমার্কেটবিডি.কম/

মেঘনা কনডেন্সড মিল্কের দর বাড়ার কারণ নেই

megna milkস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার ১৮.৬০ টাকায় সর্বশেষ লেনদেন হয়। যা গতকাল ৭  জানুয়ারি ২৪.৭০ টাকা ছিল। এই সময় এ কোম্পানিটির শেয়ারের দর টানা বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গতকাল আগষ্ট ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে মেঘনা কনডেন্সড লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

মেঘনা পেটের মূল্য সংবেদনশীল তথ্য নেই

megnaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার ১৬.৮০ টাকায় সর্বশেষ লেনদেন হয়। যা গতকাল ৭ জানুয়ারি ২১.৮০ টাকা ছিল। এই সময় এ কোম্পানিটির শেয়ারের দর টানা বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় মেঘনা পেট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে,সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি