1. ইফাদ অটোস
  2. আলিফ ইন্ডাস্ট্রিজ
  3. প্যারামাউন্ট টেক্সটাইল
  4. ন্যাশনাল টিউবস
  5. লাফার্জ সুরমা সিমেন্ট
  6. বিডি থাই
  7. গোল্ডন হার্ভেষ্ট এগ্রো
  8. আল আরাফাহ ব্যাংক
  9. ড্রাগন সোয়েটার
  10. কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।

ডিএসইতে ৪৩৯ ও সিএসইতে ৩১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩৯ কোটি টাকার উপরে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হয়েছে ৩৯ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৫৩ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ৩০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৪৪৮ কোটি ১২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৯টির। আর দর অপরিবর্তিত আছে ৪২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইফাদ অটোস, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, লাফার্জ সুরমা সিমেন্ট, বিডি থাই, গোল্ডন হার্ভেষ্ট এগ্রো, আল আরাফাহ ব্যাংক, ড্রাগন সোয়েটার ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫০.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৩৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৪৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৭৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অর্ধেক হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক ও লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৫টি কোম্পানির লভ্যাংশ পাঠিয়েছে সিডিবিএল

dividendস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানির গত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

এই ৫টি কোম্পানি : আল-হাজ্ব টেক্সটাইল, এটলাস বাংলাদেশ, বেক্সিমকো, ডেল্টা স্পিনার্স এবং ফরচুন সু লিমিটেড।

সূত্র মতে, ১০ জানুয়ারি এই সব কোম্পানির লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে সিডিবিএল।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

সিভিও পেট্রোর লভ্যাংশ বিনিয়োগকারীদের বিতরণ

CVO_logo2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি সিভিও পেট্রো ক্যামিকেল রিফাইনারি লিমিটেড গত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, সিভিও পেট্রো ক্যামিকেল রিফাইনারি লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইফাদ অটোসের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে

Ifad-autosস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেড গত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঠিয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, ইফাদ অটোস ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ২১ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এস

২টি মিউচ্যৃয়াল ফান্ডের ট্রাষ্টি সভা ১৬ জানুয়ারি

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের দুই প্রতিষ্ঠান এনএলআই ফার্ষ্ট মিউচ্যুয়াল ফান্ড ও সাউথইষ্ট ব্যাংক ফার্ষ্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই সভায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি আগামী ১৬ জানুয়ারি বেলা ৩ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে।

ট্রাষ্টি সভায় পরিচালনা বাের্ডর সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস