স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোনোর সুপারিশ করবে বাংলাদেশ

govস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় তিন সূচকে এগিয়ে আছে বাংলাদেশ। এ ক্ষেত্রে ওই তিন সূচকে যে মান অর্জন করতে হয়, তার সব কটিতে বাংলাদেশে এগিয়ে আছে। আগামী মার্চেই এই তালিকা থেকে বেরিয়ে আসার জন্য প্রথম পর্যায়ের সুপারিশ করবে বাংলাদেশ। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সম্পর্কে অবহিত করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

বৈঠক শেষে আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় শাখার সচিব এন এম জিয়াউল আলম বলেন, সাধারণত তিনটি সূচককে কেন্দ্র করে স্বল্পোন্নত দেশের তালিকা নির্ধারণ করা হয়। তিন সূচক হলো মাথাপিছু আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা।

জিয়াউল আলম বলেন, মাথাপিছু আয়ের সূচকে মান হলো ১ হাজার ২৩০ মার্কিন ডলার। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) হিসাব অনুযায়ী, এ ক্ষেত্রে বাংলাদেশের অর্জন হচ্ছে ১ হাজার ২৭২ মার্কিন ডলার। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) হিসাব অনুযায়ী, এই আয় ১২৭১ মার্কিন ডলার।
মানবসম্পদ উন্নয়ন সূচকের মান ৬৬ বা তার বেশি। এ ক্ষেত্রে বাংলাদেশ সিপিডির তথ্য অনুসারে ৭২ দশমিক ৮ এবং বিবিএসের হিসাবে ৭২ দশমিক ৯।
সর্বশেষ সূচক অর্থনৈতিক ভঙ্গুরতার ক্ষেত্রে মান হচ্ছে ৩২ বা তার কম। সিপিডির হিসাব অনুসারে এ ক্ষেত্রে বাংলাদেশ ২৫ এবং বিবিসির হিসাব অনুসারে ২৪ দশমিক ৮।
তিনি জানান, তিনটি সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। সভায় মন্ত্রিসভার ত্রৈমাসিক সিদ্ধান্তের অগ্রগতির চিত্রও তুলে ধরা হয়। এতে বলা হয়, গত ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভার আটটি বৈঠকে ৬৮টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৫৩টি। বাস্তবায়নের হার ৭৭ দশমিক ৯৪ শতাংশ। বাস্তবায়নাধীন আছে ১৫টি। শতাংশের হিসাবে যা ২২ দশমিক ০৬।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

দ্যা পেনিনসুলার ২য় প্রান্তিকের ইপিএস ১৭ পয়সা

the-peninsula-chittagongস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১৫ পয়সা। এ হিসাবে চলতি বছরের ২য় প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে ।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০.৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এক শতাংশ মানুষের হাতে বিশ্বের ৮২ শতাংশ সম্পদ

oxfamস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বজুড়ে সম্পদের অসমতা বেড়েই চলেছে। গবেষকরা ধারণা করছেন ধনী-গরীবের বৈষম্য বর্তমানে গত শতাব্দীর ভেতর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সম্প্রতি বিশ্বের শীর্ষস্থানীয় এনজিওদের সংস্থা অক্সফাম এক গবেষণা প্রতিবেদনে সম্পদের এ বৈষম্যের বিষয়টি প্রকাশ করেছে।

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের অল্প কয়েকজন শীর্ষ ধনীর (১%) হাতে রয়েছে বিশ্বের ৮২ শতাংশ সম্পদ।

এতে বলা হয়েছে, ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত বৈশ্বিক সম্পদের পরিমাণ ৯ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। এর মধ্যে ৭ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার পরিমাণ সম্পদের মালিক হয়েছে সাড়ে সাত কোটি লোক। আর ৩৭০ কোটি লোকের ভাগ্যে কোনো উন্নয়নই ঘটেনি, তারা আগের অবস্থাতেই থেকে গেছে।

সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরমের বৈঠককে সামনে রেখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে শত কোটি ডলার সম্পদের মালিকের সংখ্যা কিছুটা বেড়েছে। গত বছর এই সংখ্যা ২ হাজার ৪৩ রেকর্ড করা হয়েছে। এসব ধনীর সম্পদের পরিমান গত ১২ মাসে ৭৬২ বিলিয়ন ডলার বেড়েছে।

অক্সফাম গ্লোবালের প্রধান নির্বাহী মার্ক গোল্ড রিং বলেন, “পরিসংখ্যান এটাই ইঙ্গিত দিচ্ছে, বৈশ্বিক অর্থনীতিতে মারত্মক গড়বড় দেখা দিয়েছে।”

তিনি আরও বলেন, “শীর্ষে অত্যাধিক সম্পদ জমা হওয়া উন্নয়নশীল অর্থনীতির লক্ষণ নয়, তবে এটি এমন একটি ব্যবস্থার লক্ষণ যা আমাদের জন্য পোষাক তৈরি ও খাদ্য উৎপাদনকারী দারিদ্র সীমায় থাকা কোটি কোটি মানুষের উন্নয়নে ব্যর্থতা।”

তিনি জানান, সত্যিকারার্থে দারিদ্রতার মূল উৎপাটনে কাজ করতে হলে জীবনধারণের জন্য ন্যূনতম মজুরি, পরিমিত অবস্থা এবং নারীর সমতা প্রয়োজন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

বাংলাদেশের ৮৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সরবরাহে সন্তুষ্ট: বিবিএস

bbsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের ৮৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সরবরাহে সন্তুষ্ট। এ তথ্য জানা গেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক পরিচালিত এক জনমত জরিপ প্রতিবেদন থেকে। জরিপটি চালাতে সহযোগিতা করেছে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (ইপিআরসি)।

সোমবার বিদ্যুৎ ভবনের মুক্তি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশের ১১.২ শতাংশ মানুষ বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে খুবই সন্তুষ্ট, ৪৫.৮ শতাংশ সন্তুষ্ট, ২৯. ৯ মোটামুটি সন্তুষ্ট এবং ১৩. ১ শতাংশ সন্তুষ্ট নয়।

জরিপ পদ্ধতি বিষয়ে বলা হয়, ৬টি মোবাইল অপারেটরের মাধ্যমে ফোন করে জরিপের কাজ করা হয়। সর্বমোট ১৯ হাজার ৬০০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। শীত ও গ্রীষ্মকালে সন্তুষ্টির পার্থক্য আছে বলেও জরিপে বেরিয়ে এসেছে।

জরিপ ফলাফল অনুযায়ী, গ্রীষ্মকালে ৮৭.৪ সন্তুষ্ট, শীতে ৮৬.৯ শতাংশ মানুষ তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, ইপিআরসির চেয়ারম্যান শাহিন আহমেদ চৌধুরী, বিবিএস এর মহাপরিচালক আমীর হোসেন উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

গ্রামীন ফোনের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা ২৯ জানুয়ারি

grameenস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম শিল্প খাতের কোম্পানি গ্রামীন ফোন লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জানুয়ারি আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টা ৩৫ মিনিটে রাজধানী বসুন্ধরায় নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আমরা টেকনোলজিসের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আহবান

aamra-technology-limitedস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জানুয়ারি আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানী বনানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইমাম বাটনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

imamস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৯ জানুয়ারি থেকে ইমাম বাটনের শেয়ার দাম টানা বাড়ছে। ৯ জানুয়ারি প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৭ টাকা, যা টানা বেড়ে ২১ জানুয়ারি ৪৫ টাকা লেনদেন হয়।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

চতুর্থ প্রান্তিকে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন হয় ৭৮ শতাংশ

ecnecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) মন্ত্রিসভায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৭ দশমিক ৯৪ শতাংশ। এর আগের বছর একই সময়ে এ হার ছিল ৬৮ দশমিক ৯৭ শতাংশ।

মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৭ সালের চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এন এম জিয়াউল আলম এ তথ্য জানান।

সচিব বলেন, ‘গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৮টি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেয়া হয় ৬৮টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৫৩টি। ১৫টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৭ দশমিক ৯৪ শতাংশ।’

অপরদিকে ২০১৬ সালের একই সময়ে ১০টি মন্ত্রিসভা বৈঠক হয়েছে জানিয়ে সংস্কার ও সমন্বয় সচিব বলেন, ‘ওই সময়ে সিদ্ধান্ত হয় ১১৬টি। এরমধ্যে ৮০টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নাধীন ছিল ৩৬টি। বাস্তবায়নের হার ছিল ৬৮ দশমিক ৯৭ শতাংশ।’

জিয়াউল আলম জানান, গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে একটি নীতি বা কর্মকৌশল এবং ৮টি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ৩টি।

২০১৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে ৫টি নীতি বা কর্মকৌশল এবং ৫টি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে ১১টি আইন পাস হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ৩১ জানুয়ারি

imagesস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক আয়োজক সংস্থা সেমস গ্লোবাল ইউএসএ ও সিসিপিআইটি টেক্স চায়না যৌথভাবে আয়োজন করছে ১৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০১৮ উইন্টার এডিশন। ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজক সংস্থার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। বলা হয়, কনকারেন্ট এক্সিবিশন হিসেবে আয়োজন করা হয়েছে ৩০তম ডাইক্যাম বাংলাদেশ এক্সপো ২০১৮ উইন্টার এডিশন; ২য় ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০১৮ উইন্টার এটিশন।

বিশ্বের প্রায় ২১টি দেশের ৩৫০টি প্রতিষ্ঠান এ আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। যেখানে সকল প্রকার সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিস, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, আর্টিফিসিয়াল লেদার, অ্যামব্রোয়ডারি, বাটন, জিপার লিনেন ব্লেন্ডসহ থাকবে অ্যাপারেল পণ্যের বিশাল সমাহার। প্রদর্শনীটি গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারী সকলের জন্য ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

আর্গন ডেনিমসের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা ২৭ জানুয়ারি

Argon-denims-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৭ জানুয়ারি আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানী উত্তরায় নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ