সায়হাম টেক্সটাইলের ২ লাখ শেয়ার কেনা সম্পন্ন

saihamস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ২ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছেন। রবিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মিসেস ইয়াসমিন ফয়সাল নামে এই পরিচালক কোম্পানিটির ২ লাখ শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে (পাবলিক মার্কেট/ব্লক মার্কেট) হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আইপিও’র ৩০ কোটি টাকা ইওএস টেক্সটাইলে বিনিয়োগ করবে শাশা ডেনিমস

Shasha-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের সাথে ইওএস টেক্সটাইলের গত ২৪ ফেব্রুয়ারিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চুক্তি অনুযায়ী ইওএস টেক্সটাইলে শাশা ডেনিমস আনুমানিক ৪৮ কোটি টাকা বিনিয়োগ করবে। যার মধ্যে ৩০ কোটি টাকা আসবে আইপিও তহবিল থেকে। বাকি ১৮ কোটি টাকা নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করবে।

শাশা ডেনিমসের ৪০ শতাংশ মালিকায় থাকা ইওএস টেক্সটাইল লিমিটেড সাভার বর্ধিত ডিইপিজে অবস্থিত। যা ১৯৯৮ সালে একজন বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠিত করেন।

এবিষয়টি আসন্ন ২০তম এজিএমে শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরা হবে আর তাদের নিকট হতে অনুমোদন নিবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সিভিও পেট্রোকেমিক্যালের মূল্য সংবেদনশীল তথ্য নেই

CVO_logo2স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী এবং শক্তি খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৪ ফেব্রুয়ারি এ শেয়ারের দর ছিল ১৯৩.৮ টাকা এবং গত বৃহস্পতিবার এ শেয়ারের দর দাঁড়ায় ২৩২.৯ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে সিভিও পেট্রোকেমিক্যালের রিফাইনারি লিমিটেডের জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম