ডিএসই লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন লেনদেনের সাথে কমেছে সব সূচক। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১২.২৩ পয়েন্ট কমে অবস্থান করে ২১৪৩ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৪২৬ কোটি ৯০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৫টির। আর দর অপরিবর্তিত আছে ৪৫টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ব্র্যাক ব্যাংক, আল আরাফাহ ব্যাংক, মুন্নু সিরামিক্স, বেক্স ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীনফোন, ইফাদ অটোস, বিডি থাই, প্যারামাউন্ট টেক্সটাইল ও নাহি এ্যালুমিনাম লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৪.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৮৬২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১০৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৩২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এ্যাক্টিভ ফাইন ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মার্চ মাসেই চালু হচ্চে ইউনিক হোটেলের ‘হানসা’

unic...smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড নতুন হোটেল ‘হানসা’ মার্চ মাস থেকেই চালু হচ্ছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানি জানায়, আগামী ১২ মার্চ হতে ‘হাসনা’ হোটেলটি চালু হবে। এটা উত্তরায় অবস্থিত।

হানসার শতাভাগ মালিকানায় রয়েছে ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড। এর আগে ২০১৬ সালে এই হোটেলটি করার ঘোষণা দিয়েছিল পরিচালনা বোর্ড।

আধুনিক মানের এই হোটেলে রয়েছে তারকা হোটেলের সব ধরণের সুযোগ সুবিধা। চালু হলে হোটেলটি গ্রাহকদের নজর কাড়বে বলে মনে করছেন মালিকপক্ষ।

হোটেলটি রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের ১০/এ নং রোডের ৩ ও ৫ নম্বর প্লট নিয়ে অবস্থিত। দেশি বিদেশি সব ধরণের গ্রাহক টানতে হোটেলটি দেশের আন্তর্জাতিক বিমান বন্দরের পাশে করার সিদ্ধান্ত নেয় ইউনিক গ্রুপ।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

বিজিএমসি বন্ধ করে দেওয়ার পক্ষে অর্থমন্ত্রীর

muhitস্টকমার্কেটবিডি ডেস্ক :

পাটশিল্পকে টিকিয়ে রাখতে হলে বাংলাদেশ জুট মিল করপোরেশনকে (বিজিএমসি) বন্ধ করে দেওয়ার পক্ষে মত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (০৭ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রীর নিজ দফতরে অর্থমন্ত্রণালয় অর্থ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি থেকে প্রকাশিত ‘প্রয়াস’ নামের একটি বইয়ের মোড়ক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

‘অর্থ মন্ত্রণালয়ের কারণে পাট শিল্প এগিয়ে যাচ্ছে না’ সম্প্রতি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের এমন মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, অর্থমন্ত্রণালয়ের কারণে পাটশিল্প এগিয়ে যাচ্ছে না, এটা তার ব্যক্তিগত মতামত। তবে পাট টিকিয়ে রাখতে হলে বিজিএমসিকে বিলুপ্ত করে দিতে হবে। যে প্রক্রিয়ায় পাট আগাচ্ছে সেটা আমার পছন্দ হচ্ছে না। তাদের কারণে বিজিএমসি এখনো টিকে আছে।

এসময় অর্থ ও আর্থিক প্রতিষ্ঠানের দুই সিনিয়র সচিব মুসলিম উদ্দিন চৌধুরী ও ইউনুসুর রহমান উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সিঙ্গারবিডির বার্ষিক বোর্ড সভা ১৫ মার্চ

singerbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের প্রতিষ্ঠান সিঙ্গারবিডি লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৫ মার্চ আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা চারটায় রাজধানী গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এনইসি’র ১,৪৮,৩৮১ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

govস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মঙ্গলবার মূল এডিপি’র আকার ৩ দশমিক ২৩ শতাংশ কমিয়ে চলতি অর্থবছরের (অর্থবছর-১৮) জন্য ১ লাখ ৪৮ হাজার ৩৮১ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন করেছে।
আজ এনইসি বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এএইচএম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বৈদেশিক উৎসের অংশ থেকে ৪,৯৫০ দশমিক ২৫ কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন করা হয়েছে।

নগরীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা মন্ত্রী বলেন, সংস্থাগুলোর নিজস্ব তহবিল ৯,২১৩ দশমিক ৩৯ কোটি টাকা ধরে সার্বিক আরএডিপি’র আকার এখন দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫৯৪ দশমিক ৩৯ কেটি টাকা। এরমধ্যে ৯৬,৩৩১ কোটি টাকা আসছে স্থানীয় উৎস থেকে এবং ৫২,০৫০ কোটি টাকা আসবে বৈদেশিক উৎস থেকে।

সংস্থাসমূহের নিজস্ব তহবিল থেকে আরএডিপিতে অর্থ সংস্থান ১,৫৪০ দশমিক ১৯ কোটি টাকা কমিয়ে ৯,২১৩ দশমিক ৩৯ কোটি ধরা হয়েছে।

কামাল বলেন, প্রধানমন্ত্রী তাকে আরএডিপি চূড়ান্ত করার সময় বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের বাড়তি চাহিদা এবং সে অনুযায়ী বাড়তি বরাদ্দের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, এসব মন্ত্রণালয় ও বিভাগ সমূহের জন্য বাড়তি তহবিল বরাদ্দে কোন বাধা থাকবে না।

এক প্রশ্নের উত্তরে তিনি আশা প্রকাশ করে বলেন, চলতি বছর জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা শতকরা ৭ দশমিক ৪ শতাংশ ছাড়িয়ে যাবে।
বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মো. মফিজুল ইসলাম বলেন, তারা বৈঠকে ১৮টির মতো সুপারিশ তুলে ধরেন। এরমধ্যে রয়েছে প্রকল্প বাস্তবায়নকালে মন্ত্রণালয় কর্তৃক সার্বিকভাবে মনিটরিং করা, পরিকল্পনা-মাফিক বৃক্ষরোপণ করা, এক প্রকল্পের পরিচালককে অন্য প্রকল্পের দায়িত্ব না দেয়া এবং সড়কের কাজে গুণগতমান বৃদ্ধি করা।

পরিকল্পনা বিভাগের সচিব মো. জিয়াউল ইসলাম বলেন, এনইসি’র বৈঠকে একটি সামগ্রিক প্রকল্পসহ মোট ৭টি প্রকল্প প্রস্তাব উত্থাপন করা হয়। তিনি জানান, আরএডিপিতে মোট ১ হাজার ৬৫৮টি প্রকল্প সংযুক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে, ১ হাজার ৩৬৫টি বিনিয়োগ প্রকল্প, ১৪৩টি কারিগরি সহায়তা প্রকল্প, জাপান ডেবট ক্যানসেলেশন ফান্ড থেকে ৩টি প্রকল্প এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১৪৭টি প্রকল্প।

এর আগে এনইসি চলতি অর্থবছরের জন্য ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি ২৫ লাখ টাকার এডিপি অনুমোদন করে। এই অর্থের ৯৬ হাজার ৩৩১ কোটি ২৫ লাখ টাকা অভ্যন্তরীণ সম্পদ এবং ৫৭ হাজার কোটি টাকা বৈদেশিক সম্পদ থেকে আহরণ করা হবে।

পরিকল্পনা কমিশনের সূত্র অনুযায়ী, সংশোধিত এডিপিতে পরিবহন ক্ষেত্রেক সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। এর পরে রয়েছে বিদ্যুৎ, পল্লী উন্নয়ন ও পল্লীর প্রাতিষ্ঠানিক ক্ষেত্র অবকাঠামো পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ন ক্ষেত্র, শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্র, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্র, স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা ক্ষেত্র এবং কৃষি ক্ষেত্র।

এছাড়াও চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) উদ্যোগের আওতায় বাস্তবায়নের জন্য ৩০টি প্রকল্পের তালিকা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

চুরির অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন মুন গ্রুপের মালিক

new takaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা করেছেন মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান। আর ওই মামলায় গ্রেপ্তার হয়েছেন শহিদ খান খোকা নামের একজন গাড়িচালক। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন ওই চালক। এখন তিনি কারাগারে রয়েছেন।

১ কোটি ৮৫ লাখ টাকাসহ মূল্যবান দলিলপত্র ও বিভিন্ন ব্যাংকের চেক বই চুরির অভিযোগ এনে ১ মার্চ গুলশান থানায় স্ত্রী রাজিয়া রহমান ও গাড়িচালক শহিদ খানের বিরুদ্ধে মামলা করেন মিজানুর রহমান।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মুন গ্রুপের চেয়ারম্যানের করা চুরির মামলায় গাড়িচালক শহিদ খানকে গ্রেপ্তার করার পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর পলাতক আসামি রাজিয়া রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে মিজানুর রহমান বলেন, গত ১৯ ফেব্রুয়ারি তিনি গুলশানের বাসা থেকে অফিসে যান। অফিসে যাওয়ার আগে স্ত্রীকে বলে যান, সন্ধ্যার সময় তিনি সিঙ্গাপুরে যাবেন। এ জন্য স্ত্রীকে বাসার বাইরে যেতে নিষেধ করে যান। কিন্তু সন্ধ্যার সময় বাসায় ফিরে দেখেন আলমারিতে থাকা ফ্ল্যাট বিক্রির ১ কোটি টাকা, বিভিন্ন ধরনের ৯০ ভরি স্বর্ণালংকার, ডায়মন্ডের আংটি এবং মূল্যবান দলিলপত্র ও বিভিন্ন ব্যাংকের চেক খুঁজে পাচ্ছেন না।

এজাহারে আরও বলা হয়, পরে তিনি তাঁর বাসার কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, সেদিন দুপুরে মিতসুবিশি ল্যান্সার গাড়িটি নিয়ে বেরিয়ে যান তাঁর স্ত্রী। মামলার পরদিন গাড়িচালক শহিদ খানকে গ্রেপ্তার করে গুলশান থানার পুলিশ। তদন্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গাড়িটি উদ্ধার করা হয়েছে। অন্যান্য মালামালও উদ্ধারের চেষ্টা চলছে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

নিটল ইন্স্যুরেন্সের বোনাস লভ্যাংশ ঘোষণা

nitol-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা থাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি। গত বছর বিমাটি ১৩ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ২.৭৮ টাকা। যা গত বছরে ছিল ২.৭৭ টাকা।

আর এই সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৪.১৮ পয়সা। যা গত বছরে ২৪.১৮ ছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ মে অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ২৯ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম