শেয়ারের অর্থ দিয়ে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার দাবি টিআইবির

tibস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে ফারমার্স ব্যাংকের ক্রমাগত ব্যর্থতা এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুসন্ধানে অনিয়ম-জালিয়াতির মাধ্যমে ঋণ কেলেঙ্কারির নতুন তথ্য প্রকাশিত হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে ব্যাংকটির তারল্যসংকট মোকাবিলায় সরকারিভাবে নতুন করে মূলধন জোগানের পরিবর্তে এসব অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের শেয়ার বাজেয়াপ্ত করে সেই শেয়ারের অর্থ দিয়ে ব্যাংকটির আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি। গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে পুরো ব্যাংকিং ও আর্থিক খাতের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ফারমার্স ব্যাংকে সংকটের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে ইফতেখারুজ্জামান বলেন, গ্রাহকদের আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ার কথা গণমাধ্যমে এসেছে। আমানতকারীরা তাঁদের অর্থ আদৌ ফেরত পাবেন কি না, কিংবা পেলেও কবে নাগাদ পাবেন, তা নিয়ে গ্রাহকদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি পুরো ব্যাংকিং খাত সম্পর্কে জনমনে অনাস্থা সৃষ্টি হয়েছে। দুর্নীতি ও জালিয়াতির কারণে সৃষ্ট গ্রাহক হয়রানির এ দায় ফারমার্স ব্যাংক কর্তৃপক্ষ, বিশেষ করে পরিচালনা পর্ষদের সাবেক শীর্ষ ব্যক্তিরা কোনোভাবেই এড়াতে পারেন না।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ফারমার্স ব্যাংকে বড় ধরনের আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান দায়িত্বে থাকা অবস্থায়। অনিয়ম ও জালিয়াতিনির্ভর ঋণ মঞ্জুরে তাঁদের সম্ভাব্য সম্পৃক্ততার তথ্য বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট প্রতিবেদনে চিহ্নিত হয়েছে। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাঁটিয়ে অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে অযোগ্য ও অসাধু ব্যক্তিদের ঋণ বিতরণের মাধ্যমে কমিশন ভোগ করে ব্যাংকটির সাবেক পরিচালনা পর্ষদের একাংশ কর্তৃক নৈতিক স্খলনের নির্লজ্জ ও গর্হিত দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, গ্রাহকদের আমানতের অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জন করার পরও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকবেন, আর অন্যদিকে আমানতের অর্থ ফেরত পাওয়া নিয়ে গ্রাহকেরা উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে থাকবেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ঋণ জালিয়াতিসহ অন্যান্য অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাবদিহি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ইফতেখারুজ্জামানের মতে, গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দিতে ফারমার্স ব্যাংকের ব্যর্থতায় পুরো ব্যাংকিং খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। ব্যাংকে আমানত রাখতে নিরুৎসাহিত বোধ করার পাশাপাশি অনেক গ্রাহকের মধ্যে আমানত করা অর্থ দ্রুত তুলে নেওয়ার প্রবণতা সৃষ্টি হয়েছে। ফলে ব্যাংক খাতে তারল্যসংকট সৃষ্টিসহ ঋণ প্রবাহে অস্বাভাবিক প্রবণতার সৃষ্টি হচ্ছে। ফারমার্স ব্যাংকের এ সংকট দ্রুত সমাধান করা না হলে, বিশেষ করে গ্রাহকদের আমানতের অর্থ চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে ফেরত না দিলে দীর্ঘ মেয়াদে এর নেতিবাচক প্রভাব জটিল থেকে জটিলতর হবে।

এই পরিপ্রেক্ষিতে ব্যাংকটিতে সরকারিভাবে নতুন করে মূলধন জোগানের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার পরিবর্তে ব্যাংকটির বর্তমান সংকটের জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ তাদের শেয়ার বাজেয়াপ্ত করে সেই শেয়ারের অর্থ দিয়ে গ্রাহকদের আমানতের অর্থ ফেরত প্রদানের দাবি জানায় টিআইবি।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

দুই সপ্তাহের মধ্যে পদ্মাসেতুর রেল প্রকল্প চুক্তি

mojivurস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশল সমিতির কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন  লিংক প্রকল্পের অর্থায়নের বিষয়ে চীনের সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে চুক্তি সম্পাদন করা হবে জানিয়ে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, জিটুজি ভিত্তিতে এ প্রকল্পের কাজ হবে। এর মাধ্যমে ঢাকা থেকে পদ্মাসেতুতে রেল সংযোগের কাজের অনিশ্চয়তা দূর হবে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশল সমিতির কাউন্সিল অধিবেশনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

রেলমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম ডাবল রেললাইনের কাজ ৭৫ শতাংশ শেষ হয়েছে। কক্সবাজার পর্যন্ত রেললাইনের কাজ চলছে। আখাউড়া-সিলেট ডাবল লাইন করা হবে। মোংলাতেও রেললাইন যাবে।

বিএনপি-জামায়াত সরকারের সময় রেলে একসঙ্গে ১৩ হাজার লোকের ছাটাই করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা (বিএনপি) কোনো বগি বা রেল আনেনি। শেখ হাসিনা সরকার রেলের উন্নয়নে একের পর এক প্রকল্প নিয়েছে। এখন ৪৬টি প্রকল্পের কাজ চলমান আছে।

ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, নিয়োগ পদন্নোতিসহ সব দাবি যথাসাধ্য পূরণ করা হবে। এজন্য প্রকৌশলী নেতাদের রেলমন্ত্রণালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।

ডিপ্লোমা প্রকৌশলীদের এ সম্মেলনে এসব দাবি ছাড়াও রেলের আধুনিকায়নসহ বৈদ্যুতিক রেলের দাবি তোলা হয়।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- রেল সচিব মোফাজ্জল হোসেন, রেলের মহাপরিচালক প্রকৌশলী আমজাদ হোসেন, আইডিইবি’র সভাপতি একেএমএ হামিদ, রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বন্ডের অপব্যবহারকারীদের কঠোর হস্তে দমন করবো

nbrস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শুল্কমুক্ত সুবিধা নিয়ে যারা বন্ডের অপব্যবহার করছে তাদের কঠোর হস্তে দমন হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বৃহস্পতিবার (২৯ মার্চ) রাজধানীর ম‌তি‌ঝিলে ফেডারেশন ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সতর্কবার্তা দেন তিনি।

আসন্ন জাতীয় বাজেট ২০১৮-১৯ উপলক্ষে রাজস্ব নীতিমালা, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর এবং মাঠ পর্যায়ে মূসক ও কর সম্পর্কিত নানাবিধ সমস্যা নিয়ে এ মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত হয়। যার আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

এনবিআর চেয়ারম্যান বলেন, রফতানি বাজার প্রসার করতে বন্ড সুবিধা দেয়া হয়েছে। কিন্তু আমাদের কাছে অভিযোগ আসছে কিছু ব্যবসায়ী বন্ডের অপব্যবহার করছে। তারা বন্ডের সুবিধা নিয়ে শুল্ক ও কর না দিয়ে বিদেশ থেকে অতিরিক্ত পণ্য এনে দেশের বাজারে বিক্রি করছে। এছাড়া এক পণ্যের নাম ব্যবহার করে অন্য পণ্য আমদানি করছে। এতে করে স্থানীয় বাজার অস্থিতিশীল হচ্ছে।

তিনি বলেন, এ বিষয়ে আমারা কঠোর হচ্ছি। এটি যেন কঠোর হস্তে দমন করা হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট এনবিআর কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি বন্ডের অপব্যবহার রোধে ব্যবসায়ীরা সতর্ক হবেন।

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে একমত পোষণ করে এফবিসিআইয়ের সভাপতি শফিকুল ইসলাম বলেন, হাতেগোনা কয়েকজন ব্যবসায়ী বন্ডের অপব্যবহার করছে। কাস্টমস ও কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজসে এ কারসাজি করছে। আমরা যৌথভাবে তাদের বয়কট করবো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

অনলাইনে ভ্যাট নিবন্ধনের মেয়াদ ফের তিন মাস বেড়েছে

NBRস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অনলাইনে ভ্যাট নিবন্ধন ও এ ব্যবস্থায় ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতার মেয়াদ আরো তিন মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে আগামী ৩০ জুন পর্যন্ত অনলাইনে নিবন্ধন ও রিটার্ন দাখিল করা যাবে। গত মঙ্গলবার এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভ্যাট অনলাইন প্রকল্পের প্রস্তুতিতে এখনো ঘাটতি রয়ে গেছে। গত ৯ মাসে কার্যত তেমন অগ্রগতি হয়নি। অন্যদিকে অনলাই কার্যক্রমকে এগিয়ে নিতে বিদ্যমান ১৯৯১ সালের আইনের কিছু বিধি সংশোধনের প্রয়োজন হয়।

কিন্তু ওই বিধি এখনো সংশোধন করা যায়নি। ফলে অনলাইনে নিবন্ধন ও রিটার্ন দাখিল সংক্রান্ত বেশকিছু বিষয় এখনো বিদ্যমান আইনের সঙ্গে সাযুজ্যপূর্ণ করা যায়নি। অন্যদিকে সংশোধিত একটি বিধি ভ্যাট অনলাইন প্রকল্প থেকে তৈরি করা হলেও তাও বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক।

আবার যারা ইতিমধ্যে নিবন্ধন নিয়েছেন, তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশই বেশকিছু বিড়ম্বনার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এরকম বেশকিছু ভুক্তভোগী ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রায়শই ভ্যাট অনলাইন প্রকল্পের অফিস এবং সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটের অফিসে ধর্না দিতে দেখা যায়। ফলে সার্বিক বিবেচনায় আগামী বাজেট পর্যন্ত (৩০ জুন) বিদ্যমান ব্যবস্থায় ভ্যাট দেওয়া যাবে। এর আগেও একাধিক দফায় মেয়াদ বেড়েছে।

এনবিআরের একজন ঊর্দ্ধতন কর্মকর্তা বলেন, আমরাই এখনো প্রস্তুত নই। যে বিধি করার প্রস্তাব করা হয়েছে তা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক। এজন্য আগামী বাজেটেই এই বিধিটি সংশোধনের চেষ্টা করা হবে। অন্যদিকে বাস্তবায়ন পর্যায়েও কিছু সমস্যা রয়েছে।

একজনের কর সনাক্তকরণ নম্বর দিয়ে অন্যজনের ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন হয়ে গেছে। আবার কোন কমিশনারেট কর্তৃক ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম আটকে দেওয়া (বিআইন লক) হলেও ওই প্রতিষ্ঠান নতুন নিবন্ধন (৯ ডিজিটের) নিয়ে ব্যবসা চালাচ্ছে।

কোন সূত্র না থাকায় ওই প্রতিষ্ঠান চিহ্নিতও করা যাচ্ছে না। কেউ কেউ নাম পাল্টে ভিন্ন নামে নিবন্ধন নিচ্ছে। আবার বিভিন্ন জায়গায় শাখা আছে – এমন প্রতিষ্ঠানের কেন্দ্রীয়ভাবে নিবন্ধন নেওয়ার ক্ষেত্রেও বিদ্যমান আইনে সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধান এখনো করা যায়নি। এসব কারনে সময় বাড়াতে হয়েছে।

এদিকে ভ্যাট অনলাইন প্রকল্প অফিস সূত্র জানিয়েছে, গতকাল পর্যন্ত প্রায় ৯৬ হাজার ব্যবসা প্রতিষ্ঠান অনলাইনে ভ্যাট নিবন্ধনের (ই-বিআইএন) আওতায় এসেছে। এর মধ্যে নতুন নিবন্ধিন হয়েছে ৫৪ হাজার ৪৮৯ এবং বিদ্যমান নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পুন:নিবন্ধন নিয়েছে ৪১ হাজার।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইসলামিক ফাইন্যান্সের ১.৯ লাখ শেয়ার কেনা সম্পন্ন

islami fস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ ৯০ হাজার শেয়ার কেনা সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লিয়াকত হোসেন মোঘল নামে এক উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১ লাখ ৯০ হাজার শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ওরিয়ন ইনফিউশনের ঋণমান ‘বিবিবি১’

orionস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ঋণমান ‘বিবিবি১’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রিমিয়ার লিজিংয়ের বোর্ড সভা ৫ এপ্রিল

premier-leasing-logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা আগামী ৫ এপ্রিল আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টা ৩৫ মিনিটে রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. স্কয়ার ফার্মা
  2. ব্র্যাক ব্যাংক
  3. বেক্সিমকো
  4. লংকাবাংলা ফাইন্যান্স
  5. ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
  6. মার্কেন্টাইল ব্যাংক
  7. ইফাদ অটোস
  8. সিটি ব্যাংক
  9. গ্রামীন ফোন
  10. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই ও সিএসইতে বড় ধরনের উত্থানে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪৭০ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে অনেক বেড়েছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকও বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৩৬ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ২৭৭ কোটি ৩৫ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০৮.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৯৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫০.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১০৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৬১ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫৪ টির। আর দর অপরিবর্তিত আছে ২০ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো, লংকাবাংলা ফাইন্যান্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইফাদ অটোস, সিটি ব্যাংক, গ্রামীন ফোন ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৮৬.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪২২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ৪৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ১২টির।

এদিন লেনদেন হয়েছে ৬৫ কোটি ৭৭ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ১০ কোটি ৩৯ লাখ টাকা টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় পাঁচ গুন বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীন ফোন ও এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সিটি জেনারেল ইনস্যুরেন্সের বোর্ড সভা ৫ এপ্রিল

City geninsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের আর্থিক প্রতিষ্ঠান সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৫ এপ্রিল আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন ৩টায় রাজধানীর মতিঝিল প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে

স্টকমার্কেটবিডি.কম/এমএম