ডিএসইতে ৫৫৫ ও সিএসইতে ২৯ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৫৫৫ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কিছুটা কমেছে। এদিন লেনদেনর সাথে সাথে সূচকও কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৫ কোটি ২২ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫৯৯ কোটি ৬৬ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১০.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৬৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯১ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৮ টির। আর দর অপরিবর্তিত আছে ২৭ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো লিমিটেড, ইফাদ অটোস, বেক্স ফার্মা, সিটি ব্যাংক, লাফার্জ হোলসিম, ইসলামী ব্যাংক, আমরা নেটওয়ার্ক, বিবিএস কেবলস, লংকাবাংলা ফাইন্যান্স ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮০.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৭৮৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৪৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

এদিন লেনদেন হয়েছে ২৯ কোটি ৮৮ লাখ টাকা। গতকার সোমবার লেনদেন হয়েছিল ৮৬ কোটি ১৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের অনেক কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইসলামী ইনস্যুরেন্স ও সিটি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মিরাকলের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক ১ লাখ ৩০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পাভার্টন সিকিউরিটিজ লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১ লাখ ২০ হাজার শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ১৪,৬১,০৯৯টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই কর্পোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করব

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রধানমন্ত্রীর আমন্ত্রনে আজ গণভবনে যাবেন বেসরকারি ব্যাংকের এমডিরা

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সব বেসরকারি ব্যাংকের এমডিরা আজ বিকালে গণভবনে যাচ্ছেন। এমডিদের পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোর পরিচালকরাও সেখানে যাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার জানান, প্রধানমন্ত্রী গণভবনে আমাদের চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন। সে অনুযায়ী বিএবির সব সদস্য, ব্যাংকের পরিচালক ও এমডিরা পরিবারসহ মঙ্গলবার বিকালে চা চক্রে অংশগ্রহণ করবেন। এটি শুধুই চায়ের দাওয়াত। ব্যাংকিং খাতের বিদ্যমান পরিস্থিতি কিংবা অন্য কোনো বিষয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

এর আগে আমরা প্রধানমন্ত্রীর কাছে দাওয়াত চেয়েছিল। সেজন্য প্রধানমন্ত্রী বেসরকারি ব্যাংকগুলোর পরিচালকদের সস্ত্রীক চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন।

স্টকমার্কেটবিডি/এসটি

প্রাইম ব্যাংকের বোর্ড সভা ১০ এপ্রিল

primeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ১০ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম